নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং আমার নিজেকে বৃক্ষ মনে হয়। স্থবির, অচল শীতল চোখে তাকিয়ে থাকা ধু ধু অরন্যের একাকী এক বৃক্ষ। আমাদের গায়ের ধার ঘেসে বয়ে চলা শঙ্খনদীর পাড়ে একাকী নিশ্চুপ ঝুম ধরে দাঁড়িয়ে থাকা নেড়া বেলগাছটাকেও খুব মনে পড়ে আজকাল। ঝলসানো শরীর, পত্র পল্লবহীন, নিশ্চল, অনড়, বজ্রপাতে প্রাণ হারানো একাকী নিসঙ্গ বেলগাছ। একদিন গাঢ় হরিৎ চকচকে ক্ষুদে ক্ষুদে পত্ররাজীতে ভরে থাকতো যার প্রতিটি ছোট বড় শাখা এবং প্রশাখা হঠাৎ একদিন আকাশ হতে নেমে আসা আচমকা লেলিহান শিখায় থমকে গেলো তার জীবন।
বেলগাছটি তার নিথর প্রাণহীন দেহ নিয়ে তবুও দাঁড়িয়ে থাকতো। শুস্ক জৌলুসহীন চেহারা এবং জীর্ন শীর্ন শরীরেও তার ঋজুতার আপ্রাণ চেষ্টা, খুব মনে পড়ে আজকাল। কতবার নৌকা করে যেতে যেতে আমি তাকিয়ে দেখেছি সে গাছ। অন্য সব বড় বড় অশত্থ, মেহগনী আর ভুতুড়ে ঝোপ ঝাড়ের সজীবতার মাঝে ঐ শুস্কতাই কেনো যেন আমাকে বিশেষভাবে টানতো। তার দুপাশে ছড়িয়ে থাকা প্রানহীন ডালগুলিকে আমার মনে হত তার দুটি মৃত বাহু। যেন আমাকে ডাকছে .... আয় আয় আয়....
কিছুদিন হলো আমি গাছটাকে বেশ কয়েকবার স্বপ্নেও দেখেছি। প্রতিবার ঘুম ভেঙ্গে জেগে উঠবার পর আমি বিষন্ন হয়ে যাই। বেলগাছটার পাশেই ছিলো পুরোনো শ্বসান ঘাট। আলতা সিঁদুর পরা ঘোমটা দেওয়া গায়ের বউ ঝিয়েরা গাছটির জীবিতকালে সেই পাতায় সাজাতো পুঁজোর নৈবদ্য। গাছটির মৃত্যুর পর একে একে সবাই তাকে ভুলে যেতে থাকে। খুব অল্পদিনেই আশ পাশ ঘিরে বেড়ে ওঠে ঝোঁপ ঝাঁড় আর আগাছা।
আসলেই প্রকৃতি কোনো শুন্যস্থান রাখেনা। খুব দ্রুতই পূরণ হয়ে যায় সকল শূন্যতা।
আমার শূন্যতাও কেউ মনে রাখবেনা
আমার শূন্যতা কেউ মনে রাখেনি.....
তাই
আমিও বৃক্ষ হবো,
এক টুকরো মাটি আঁকড়ে থাকা মৃত বৃক্ষ.....
শুস্ক ঝলসে যাওয়া শরীরে
টিপটিপ করে জ্বলছে একটি শিখা
তবুও তাতে আলোকিত হবে না কোনো গৃহ
কাটবেনা কোনো রাত্রী আঁধার
তাই আমি বৃক্ষই হবো.....
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৩
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ আরন্যক রাখাল।
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৭
ধমনী বলেছেন: আসলেই প্রকৃতি কোনো শুন্যস্থান রাখেনা। খুব দ্রুতই পূরণ হয়ে যায় সকল শূন্যতা।
- বাস্তবতা, যা আমরা ভুলে থাকি। নিজেকে ভাবি অপরিহার্য বস্তু।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:০৫
স্পর্শিয়া বলেছেন: আমরা যতখন জোর করে নিজেকে অপরিহার্য্য করে রাখি ততখনই তা থাকি। এতটুকু স্থানচ্যুতিতে পুনরায় আর ফেরা যায়না পুরোপুরি। শেকড় উপড়ে যায়। পুরো না হলেও কিছুটুকুও।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯
অনিন্দ্য অন্তর অপু (অঅঅ) বলেছেন: আসলেই প্রকৃতি কোনো শুন্যস্থান রাখেনা। খুব দ্রুতই পূরণ হয়ে যায় সকল শূন্যতা।
ঠিক তাই । ভবিষ্যতের আহ্বানের জন্য অন্তর প্রস্তুত থাকুক ।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪
স্পর্শিয়া বলেছেন: অন্তর অলরেডি প্রস্তুত আছে। শুধু আহ্বানের অপেক্ষা।
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪৬
রক্তিম দিগন্ত বলেছেন: লেখা এত ক্ষুদ্র কেন এইবার আপু!!
আপনাকে বড় লেখা ছাড়া একদমই মানায় না।
গল্পটা বেশ লাগলো।
তবে গল্পের সারমর্মটা ঐ গুটিকয়েক লাইনের কবিতাতেই। কবিতাটাই বেশি সুন্দর ছিল।
আপনার লেখাটির মত, আমারও বলতে ইচ্ছে হচ্ছে -
আমিও বৃক্ষ হবো,
এক টুকরো মাটি আঁকড়ে থাকা মৃত বৃক্ষ.....
২য় প্লাস। (রাখাল ভাই আর আজাদ ভাই-এর জন্য প্রথম স্থান হারাইলাম দুই জায়গা থেকেই )
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
স্পর্শিয়া বলেছেন: এরপর বড় লিখবো। আজ এইটুকুই হলো। ধন্যবাদ পড়ার জন্য রক্তিম দিগন্ত।
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
নিমগ্ন বলেছেন: আমি কিন্তু বৃক্ষ হতে চাই না।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪
স্পর্শিয়া বলেছেন: বৃক্ষ হবার দরকার নেই তো সবার।
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
নিমগ্ন বলেছেন: বৃক্ষ হবার দরকার তাদের যাদের প্রাণশক্তি বিলীন হয়ে গেছে। অন্যের ওপর আস্থা নাই হয়ে গেছে।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৩
স্পর্শিয়া বলেছেন: ঠিক তাই।
৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুক্তগদ্যে ভালো লাগা।
প্রকৃতি কোনো শুন্যস্থান রাখেনা। খুব দ্রুতই পূরণ হয়ে যায় সকল শূন্যতা।
নিখাদ সত্য।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৮
স্পর্শিয়া বলেছেন: শূন্যস্থান পূর্ণ হয়ে যায় ধন ধান্যে কিংবা আগাছায়। তবুও শূন্য থাকেনা।
৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৮
সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।
অ.ট.: আপনি বিভিন্ন পোস্ট পড়েন এবং লাইক দিয়ে যান। কিন্তু মন্তব্য করেন না ! কেন? বলতে হবে, এমন কোন কথা নেই।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ লেখাটি পড়বার জন্য। শুভকামনা জানবেন।
৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
নিমগ্ন বলেছেন: লেখাগুলো পড়ার পর মনের পটে একটি চেহারা ভাসে। পেন্সিলে আঁকা একটি চেহারা। মনমরা ও নির্লিপ্ত অথচ সুন্দর মননে গড়া। তখন বলতে ইচ্ছে হয়, আহঃ কত না ভাগ্যবান সে, যে এইরকম সুন্দর মনের অধিকারী কাউকে পেয়েছে।
নিমগ্ন বলেছেন: বৃক্ষ হবার দরকার তাদের যাদের প্রাণশক্তি বিলীন হয়ে গেছে। অন্যের ওপর আস্থা নাই হয়ে গেছে।
লেখক বলেছেন: ঠিক তাই।
একটা কথা না বলে পারছি না, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তাঁর একমাত্র ভেলা এই পংক্তি পড়েছেন নিশ্চয়ই?
আশাহীন হতে নেই। কারণ এ ছাড়া জীবনের কোন অর্থ নেই। বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যায়। কারো আহবান এলে বোঝাপড়া করে হাতে হাত রাখতে হয়।
৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
স্পর্শিয়া বলেছেন: আপনার কল্পনা শক্তির প্রশংসা করছি কিন্তু কল্পনার বিপরীতেও কিছু ছবি এবং ছায়ারা কথা বলে।
আশা এবং আশাহীনতা এ দুটিরও রয়েছে বৈপরীত্য তবুও কত মিল।
১০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৫
দীপংকর চন্দ বলেছেন: ভালো লাগলো। অনেক।
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবেন। সবসময়। অনেক।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৭
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ দীপংকর চন্দ। নতুন বছরের শুভেচ্ছা।
১১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:৩৮
গ্রিন জোন বলেছেন: আমি বৃক্ষ হতে চাই না, তবে বৃক্ষদের বন্ধু হতে চাই......অনেক ভাল লিখেছেন..ধন্যবাদ.......
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮
স্পর্শিয়া বলেছেন: খুব ভালো ইচ্ছা। বৃক্ষরাই ভালো আছে।
১২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:০০
সুলতানা রহমান বলেছেন: খুব মনে পড়ে আজকাল ……
আপনার মত আমারো অনেক কিছু মনে পড়ে আজকাল।
আমারো বলতে ইচ্ছে করে, কেউ মনে রাখেনা ……
খুব ভাল লাগলো। +++
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২১
স্পর্শিয়া বলেছেন: কোনো শূন্যতাই শূন্য থাকেনা সুলতানা। শুভকামনা আপনার জন্য।
১৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪০
জেন রসি বলেছেন: একটা যন্ত্রনা,থেকেও না থাকার আকুতি…আপনার লেখা বরাবরই স্পর্শ করার মত।পড়লে মনে হয় যেন খুব কাছেই কিছু ঘটে চলছে। অনেক অনেক শুভ্কামনা রইলো।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৩
স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ জেন রসি।
১৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
আলোরিকা বলেছেন: সুন্দর , স্বপ্নময় স্মৃতিবিজড়িত জায়গাগুলো - যেগুলো যে কোন কারণেই হোক না কেন , একবার ফেলে আসা হয়েছে তাতে আর ফিরে যেতে নেই । যে সুন্দর স্মৃতিটুকু থাকে তাও শেষ হয়ে যায় ।
অনেক শুভ কামনা হৃদয়স্পর্শী স্পর্শিয়া !
শুভ হোক নতুন বছর ও আগামী দিনগুলো
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩
স্পর্শিয়া বলেছেন: আলোরিকা বলেছেন: সুন্দর , স্বপ্নময় স্মৃতিবিজড়িত জায়গাগুলো - যেগুলো যে কোন কারণেই হোক না কেন , একবার ফেলে আসা হয়েছে তাতে আর ফিরে যেতে নেই । যে সুন্দর স্মৃতিটুকু থাকে তাও শেষ হয়ে যায় ।
তবুও ফিরে যেতে ইচ্ছে করে।
নতুন বছরের শুভেচ্ছা।
১৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৯
রিকি বলেছেন: আসলেই প্রকৃতি কোনো শুন্যস্থান রাখেনা। খুব দ্রুতই পূরণ হয়ে যায় সকল শূন্যতা।
আমার শূন্যতাও কেউ মনে রাখবেনা
আমার শূন্যতা কেউ মনে রাখেনি.....
তাই
আমিও বৃক্ষ হবো,
এক টুকরো মাটি আঁকড়ে থাকা মৃত বৃক্ষ.....
অসাধারণ আপু
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ রিকি। ভালো থাকুন।
১৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুক্তগদ্যে ভালো লাগা।
প্রকৃতি কোনো শুন্যস্থান রাখেনা। খুব দ্রুতই পূরণ হয়ে যায় সকল শূন্যতা।
নিখাদ সত্য।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২
হাসান মাহবুব বলেছেন: বৃক্ষের মত একাকী, কাল পরিক্রমার নির্বিকার স্বাক্ষী শুধু অনুভূতিশীল মানুষেরাই হতে পারে। ভালো লাগলো। শুভেচ্ছা।
৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
স্পর্শিয়া বলেছেন: নিজেকে কখনও কখনও অনুভুতিহীন মনে হয়। পরক্ষনে বুঝতে পারি আর কিছু না হোক সেটা এখনও অনেক বেশি প্রখর আর তাই নানা উপলদ্ধি জাগে।
১৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৮
আবু শাকিল বলেছেন: মানুষরূপী বৃক্ষ
লেখায় ভিন্ন ভাল লাগার স্বাদ পেলাম ।
শুভেচ্ছা আপু ।ভাল থাকবেন।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ আবু শাকিল। নতুন বছরের শুভেচ্ছা রইলো।
১৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮
আজাদ মোল্লা বলেছেন: ভালো লেগেছে কাব্য খানা।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৯
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ আজাদভাই।
২০| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪২
রুদ্র জাহেদ বলেছেন: স্পর্শিয়া আপুনি
আমার শূন্যতাও কেউ মনে রাখবেনা
আমার শূন্যতা কেউ মনে রাখেনি.....
তাই
আমিও বৃক্ষ হবো,
এক টুকরো মাটি আঁকড়ে থাকা মৃত বৃক্ষ.....
শুস্ক ঝলসে যাওয়া শরীরে
টিপটিপ করে জ্বলছে একটি শিখা
তবুও তাতে আলোকিত হবে না কোনো গৃহ
কাটবেনা কোনো রাত্রী আঁধার
তাই আমি বৃক্ষই হবো.....
অনবদ্য বৃক্ষ আখ্যান।সুখপাঠ্য বিষাদাক্রান্ত গদ্য
+++
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
স্পর্শিয়া বলেছেন: শুস্ক ঝলসে যাওয়া শরীরে
টিপটিপ করে জ্বলছে একটি শিখা
তবুও তাতে আলোকিত হবে না কোনো গৃহ
কাটবেনা কোনো রাত্রী আঁধার
এটাই সত্যি। পড়বার জন্য ধন্যবাদ রুদ্র জাহেদভাই।
২১| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
কল্লোল পথিক বলেছেন: অসাধারন গদ্য কাব্য।
নতুন দিনের শুভ কামনা জানবেন।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
স্পর্শিয়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ কল্লোলভাই।
২২| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪১
অগ্নি সারথি বলেছেন: আমিও বৃক্ষ হবো,
এক টুকরো মাটি আঁকড়ে থাকা মৃত বৃক্ষ.....
শুস্ক ঝলসে যাওয়া শরীরে
টিপটিপ করে জ্বলছে একটি শিখা
তবুও তাতে আলোকিত হবে না কোনো গৃহ
কাটবেনা কোনো রাত্রী আঁধার
তাই আমি বৃক্ষই হবো..... - ভাললাগা।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪২
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ অগ্নিসারথি। নতুন বছরের শুভেচ্ছা।
২৩| ০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০
মাহবুবুল আজাদ বলেছেন: লেখায় ভাললাগা।
নতুন বছরের শুভেচ্ছা রইল।অনেক অনেক ভাল থাকবেন। আগামী দিন গুলো হাসি আনন্দে ভরে থাকুক।
০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৩
স্পর্শিয়া বলেছেন: আপনার সকল প্রার্থনা সফল হোক। ভালো থাকবেন।
২৪| ০১ লা জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০
ঈশান আহম্মেদ বলেছেন: আপনার এই ধরনের আবেগময় প্রতিটি লেখায় আমাকে খুব করে টানে।যেন,আমার নিজেরই একটা সত্তা তুলে ধরেন।
০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
স্পর্শিয়া বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈষান আহম্মেদ। ভালো থাকবেন ।
২৫| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমি একটু উল্টো বলি
মানুষতো বৃক্ষই
উল্টো হয়ে শুধু হেটে চলে বেড়ায়
যখন সে বৃক্ষ ছিল
তার ছড়ানো শেকড় গুলো নরম হতে হতে
উল্টো জন্মে চুল হয়ে গেল
ডালপালা গুলো ছেটে কেটে
গজাল হাত-পা
তাই বুঝি আগের জন্ম খুব কাছে টানে
(ফান) হা হা হা হা
০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৯
স্পর্শিয়া বলেছেন: ভালোই বলেছেন।
ফান এবং কল্পনাটা বেশ মজার।
ভালো থাকবেন ভৃগুভাই। শুভকামনা রইলো।
২৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫
অভ্রনীল হৃদয় বলেছেন: কথাগুলো উপভোগ্য ছিল। ভালো লাগল।
১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৩
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ অভ্রনীল।
২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: বৃক্ষ একটি সৌন্দর্য আপাতপক্ষে নিজস্ব রুপে এবং মৃত্যুতে অন্যের সুখ অবগাহণ ।
বৃক্ষ হওয়ার আকুতিতে সেই ঝলসানো বৃক্ষের ন্যায় হতে পারার অনুভুতি তো তাদেরই জাগে যারা হয়েছে দগ্ধ মানবিক চৈতন্যের বজ্রপাতে । কিন্তু বজ্রপাতে নিক্ষিপ্ত বৃক্ষ কখনো আর প্রাণরসায়ন শিখে উঠতে পারে না । তাই দ্বিমত এই ধূসর বৃক্ষের ন্যায় হওয়ার আকুতিতে ।
গভীরবোধের আঙ্গিকে লেখাটা যথার্থই । ভাল লেগেছে বহুত ।
১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
স্পর্শিয়া বলেছেন: ধন্যবাদ কথাকথিকেথিকথন।
২৮| ২৪ শে মার্চ, ২০১৬ ভোর ৪:১০
রেজওয়ান তানিম বলেছেন: দুষ্টামি রাইখা লেইখা যান
এইটা ভালো হইছে। শব্দে একটু মরডান হোন, জমবে আরো
২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৮:১০
শায়মা বলেছেন: তানিমভাইয়া......
না হেসে পারলাম না.......
.....দুত্তামী কোথায় দেখলা!!!!!!!!!!
৩০| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:০৯
জসীম অসীম বলেছেন: লেখা পড়লাম। ভালো লাগলো। আমি আপনার মতো এতো সহজভাবে লিখতে পারি না। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
আরণ্যক রাখাল বলেছেন: ভাল লেগেছে গদ্যকাব্য