| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স আ ন শ্রাবণ
হে ঈশ্বর, তোমারও কি আমার মতো এতোই! উচ্চতা ভীতি.....
পুলিশ চা-নাস্তা দিয়ে আপ্যায়ন ক’রে চট্টগ্রাম-গামী গণজাগরণ মঞ্চের নেতাদের ফেনী থেকে ঢাকার দিকে পাঠিয়ে দিলেন!
গণজাগরণ মঞ্চের ভাইবোনদের বলছি- আন্দোলন চালানোর শপথ যখন নিয়েই ফেলেছেন, তখন এমন লজ্জাবতী বৃক্ষের মতো আচরণ করলে কী ক'রে চলবে? চলমান আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করা মানুষগুলোর প্রতিনিধিত্ব আপনাদের উপর অর্পিত হয়েছে। সুতরাং সাম্প্রদায়িক মৌলবাদী দলের হুমকিতে কিংবা সরকারের স্পষ্ট পাতানো রাজনীতির শিকার হ'য়ে, কী ক'রে এতো সহজে আপনারা সমাবেশ স্থগিত ক'রে দেন? কী ক’রে অর্ধেক রাস্তা থেকে চা-নাস্তা খেয়ে ঢাকার দিকে রওনা দেন?
একবারও কি ভাববেন না, আপনাদের এই সিদ্ধান্তের সাথে গণ-মানুষের একাত্মতা আছে কিনা? একবারও কি ভাববেন না? আপনাদের অতি সতর্কতা আর অতি অহিংসা'র কারণে, প্রতিক্রিয়াশীল সমাজের শত বিরোধ ও ষড়যন্ত্রের মধ্যেও দাঁড়িয়ে থাকা গণজাগরণ মঞ্চের অর্জিত সাফল্য ব্যর্থতায় পর্যবসিত হ'তে পারে।
বেশী ক'রে চা খান এবং ভাবুন, আরও ভাবুন, গণজাগরণ মঞ্চের শুরু থেকে আজকের দিন পর্যন্ত সবকিছু নিয়ে ভাবুন। আপনাদের অনিচ্ছাকৃত ভুল-ভ্রান্তিগুলোর কথা ভাবুন। মনে রাখবেন- আমরা জয়ী হ'তে ঘর থেকে বের হয়েছি, ভয় পেয়ে পিছু হটবার জন্য নয়।
©somewhere in net ltd.