নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছের ঘুড়ি

নিজের সম্পর্কে বলার কিছু নাই,কারন প্রতি মুহূর্তে নিজেকে আবিষ্কার করি নতুন করে......

ইচ্ছের ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

কাকও এক প্রকার পাখি,আমিও একজন ফটোগ্রাফার

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৪৯





ফটোগ্রাফি নিয়ে কম বেশি শখ কার না থাকে,আমিও এর ব্যতিক্রম নই। ছোটবেলা থেকেই একধরনের আগ্রহ কাজ করত ফটোগ্রাফি নিয়ে কিন্তু সেই আগ্রহ পড়াশোনা কিংবা আনুষঙ্গিক কারণ বশত পূর্ণতা পায় নি।এই অপূর্ণতার মাঝেই ক্যামেরা সহ মোবাইল অনেকটা আশীর্বাদ হয়ে এসেছিল আমার জন্য। টুকটাক ছবি তুলে নিজেকে ফটোগ্রাফার হিসেবে জাহির করার চেষ্টা তখন থেকেই......... তাই আজ হঠাৎ করে খেয়ালিপনার বশে তোলা ছবিগুলো নিয়েই একটি ছবি ব্লগ পোস্ট করতে মন চাইল......... বলা বাহুল্য,এই ছবিগুলো বিগত কয়েক বছরে কখনো মুঠোফোন কিংবা কখনো ডিজিটাল ক্যামেরা কিংবা কখনো বন্ধুর শখের SLR থেকে তোলা............



শীতের সকাল।



কুয়াশা ঘেরা রাস্তায় এক বৃদ্ধের পথ চলা।



আমাদের ছোট শহর তলির একটি রাস্তা......



ধানক্ষেত ...



ধানের শীষ,কেউ মাইন্ড কইরেন না প্লীজ, আমি নিরীহ মানুষ,রাজনীতি থেকে অনেক দূরে।



ছায়াময় ধানক্ষেত।



ধানক্ষেতের মাঝে রাস্তা গিয়ে মিশে গিয়েছিল......



দুই টি তাল গাছকে এভাবেই রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম।



রেল লাইন।



আমার বাসার উপর থেকে তোলা ধানক্ষেতের ছবি।



আমার বাসার উপর থেকে তোলা পাখিদের আনা গোনার দৃশ্য।



বাসার ছাদ থেকে তোলা ডাকাতিয়া নদীর একাংশ। এখানে একটি কথা না বললেই নয় যে, আমাদের ডাকাতিয়া নদী কিন্তু অনেক সুন্দর।বিশেষ করে বর্ষাকালে ডাকাতিয়া যেন সরূপে আবির্ভূত হয়।দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসে ডাকাতিয়ার বুকে নৌকা ভ্রমণ করার জন্য।



দই বড়া ।



অপেক্ষা।



নদীর নাই কোন কূল ......



সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে......



জেলেদের নৌকা......



ইনানি বিচের পাথর......



ইনানি বিচে যাওয়ার পথের বেইলি ব্রিজ।



কাশফুল।



আবারো একগুচ্ছ কাশফুল......



আবারও নদী।



বৃষ্টির দিনে ডাকাতিয়ার একাংশ......



জলাধার।



জেলেদের মাছ ধরা।



জালে ধরা পড়া তাজা মাছ.........



সূর্যাস্ত .........



নদীর বুকে সূর্যাস্ত ।



নতুন প্রজন্ম ।



( চলবে )

মন্তব্য ২৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৫৯

শেরশাহ০০৭ বলেছেন: ভাল

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫১

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ......

২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:০৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ, চমৎকার। প্রিয়তে।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৩

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ......... :) :)

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১১

মিত্রাক্ষর বলেছেন: ছবিগুলো চমৎকার হয়েছে :)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ......... :) :)

৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:১৭

বাঙ্গালীর কুঠার বলেছেন: অসাধারণ, আপনি সত্যিই ময়ূরের মত একটি পাখী।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ এমন সুন্দর একটি কমেন্টের জন্য ............

৫| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:২২

ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো সুন্দর।

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

ইচ্ছের ঘুড়ি বলেছেন: :) :)

৬| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৪৯

সুজন দেহলভী বলেছেন: প্রথমেই বলে নিচ্ছি আমি কোনো ফটোগ্রফার নই।

'আমাদের ছোট শহর তলির একটি রাস্তা......' ছবিটা খুব সুন্দর। এই লোকেশনে আরো ভালো হতে পারতো। যেমন: বৃষ্টির পরে, সূর্যোদয় বা সূযাস্তের সময়। অটো মুডে ছবি তুলে কোন কৃতিত্ব পাওয়া যায় না। তাই আপনার ফিক্সড লেন্স ক্যামেরার সিন মুড ('ধানের শীষ' ছবিটার সিন মুড পোট্রেট হলে দারুন হতো) , আইএসও ইত্যাদি কাজে লাগালে ছবিটা আরো জীবন্ত হয়ে উঠবে।

তারপর আসুন এডিটিং এ। প্রাথমিক স্তরে এডিটিং এর জন্য এডব ফটোশপ জানতেই হবে তা নয়, এসিডিসি দিয়ে আপনার তোলা ছবিটার ফ্রেমিং, কন্ট্রাস এবং এক্সপোজার ইত্যাদি শৈল্পিক মাত্রায় নিয়ে আসার জন্য পন্ডিত হবার দরকার হয় না। ইউটিউবের সাহায্য নিলে আরো জানতে পারবেন।

সবশেষে, গাইতে গাইতে গায়েন। আজকের আপনার এই প্রচেষ্ঠাই, কোন একদিন নামকরা ফটোগ্রফার বানিয়ে তুলবে।

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৯

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান পরামর্শের জন্য......... ইনশাল্লাহ পরের বার চেষ্টা করবো ব্যাপারগুলো মাথায় রাখতে...... ভালো থাকবেন......... :) :) :)

৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৯:৫২

ইমরাজ কবির মুন বলেছেন:
রেল লাইন, বৃষ্টির দিনে ডাকাতিয়া, জলাধার- এ ছবিগুলা ভাল্লাগসে ||

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৮

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ......... :) :)

৮| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০৩

তোমোদাচি বলেছেন: ছবিগুলো কাকের চোখের মত টলটলে সুন্দর হয়েছে ;)

১৪ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯

ইচ্ছের ঘুড়ি বলেছেন: :) :)

৯| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৪৫

কান্ডারি অথর্ব বলেছেন:


কাকের চোখে বাংলাদেশ উপভোগ করলাম ++++++++++ নাইস।

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০০

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া......... :) :)

১০| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৩

মনিরা সুলতানা বলেছেন: অপূর্ব ছবি ব্লগ ...।
প্রতিটা ছবি র আলাদা গল্প আছে ...। :)

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ মূল্যবান কমেন্টের জন্য......... :) :) :)

১১| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:২৮

প্রকৌশলী আতিক বলেছেন: আপনের বাড়ির পজিশনে যা মনে হইল, নদী দখল করছেন। খুব খারাপ........।


ছবি সুন্দর হইছে।

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাইয়া,ছবিতে বাড়িটা নদীর যত কাছা কাছি মনে হয় আসলে কিন্তু সেটা নয়...... মুলত বিল্ডিং এর উচ্চতার কারণেই নদীকে এতো কাছাকাছি মনে হয়েছে......... দয়া করে এমন অনুমান নির্ভর কথা বলে বিব্রত করবেন না,ধন্যবাদ......... :) :) :)

১২| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪১

জালিস মাহমুদ বলেছেন: ভালো হইছে ! আর ও ছবির অপেক্ষায় .........।

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

ইচ্ছের ঘুড়ি বলেছেন: সবুরে মেওয়া ফলে......... :) :)

১৩| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৭

মামুন রশিদ বলেছেন: আপনার তোলা সবগুলো ছবিই সুন্দর ।

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া......... :) :)

১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: 'বৃষ্টির দিনে ডাকাতিয়ার একাংশ'---ছবিটা দেখে মনটা উথাল-পাথাল করে উঠলো। এরকম একটা দিন দেখতে ইচ্ছা করছে।
নতুন প্রজন্ম সেই রকম ভাবে আছে মনে হয় =p~ =p~ =p~

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১০

ইচ্ছের ঘুড়ি বলেছেন: ডাকাতিয়া অনেক মিস করি ভাইয়া...... আর নতুন প্রজন্ম আসলেই অনেক ভাব এ ছিল......... =p~ =p~

১৫| ২০ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:৪৫

 বলেছেন: +++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.