![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই প্রবাস তথা এই পরবাস বড় অদ্ভুত......... দেশ, মাটি তথা প্রিয়জনদের সাথে দীর্ঘ দিনের দূরত্ব মনের অজান্তেই নিজের মধ্যে এক দ্বিতীয় সত্ত্বার জন্ম দেয়, সেই দ্বিতীয় সত্ত্বার আবার কোন সময় জ্ঞান নেই,কারণে অকারনে কিংবা ক্ষণে বিক্ষণে সেই সত্ত্বা মাথা চাড়া দিয়ে নিজের অস্তিত্তের কথা জানান দেয়।নাম না জানা সেই সত্ত্বা প্রতি মুহূর্তে স্বপ্ন দেখায়,লোভ দেখায়...... সত্ত্বাটি কখনো মায়ের আঁচলের লোভ দেখায়,কখনো বা স্বপ্ন দেখায় সবুজ ধান ক্ষেতের আবার কখনো মনকে টেনে নিয়ে নাম না জানা কোন নদীর বাঁকে......... এখানেই শেষ নয়,দ্বিতীয় সত্ত্বা ইন্দ্রিয়কেও তাড়িত করে,হাজার মাইল দূরের মাটির চুলোয় ভাজা কোন পিঠার ঘ্রাণ ভেসে আসে নাকে, পায়ের তলায় অনুভব করি কাদা মাটি,কানে বাজে ঝি ঝি পোকার শব্দ ...... এভাবেই লোভাতুর চোখ কিংবা অভিলাষী মন দুঃসাহসী হয়ে উঠে, মনে মনে প্রতিজ্ঞা করে পাড়ি দিবে সাত সমুদ্র, ফিরে যাবে মায়ের কোলে।কিন্তু হায়, বাস্তবতার কষাঘাতে সেই স্বপ্নের ঘোর কেটে যায়।পোষা পাখির মত সেই সত্ত্বাকেও পোষ মানাতে হয় এই বলে যে,ছুটির ঘণ্টা এখনও বাজে নি, ছুটির ঘণ্টা বাজা মাত্রই ফিরে যাব............ অবুঝ সত্ত্বাটি পাল্টা প্রশ্ন করে কবে বাজবে ছুটির ঘণ্টা ? কবে বাজবে ছুটির ঘণ্টা ?
২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮
ইচ্ছের ঘুড়ি বলেছেন: দোয়া করবেন ভাইয়া যাতে ছুটির ঘণ্টা তাড়াতাড়ি বাজে........
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৫৩
আমিনুর রহমান বলেছেন:
ছুটির ঘণ্টা বাজে মাত্রই চলে আসুন। ভালো থাকুন ...