নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইচ্ছের ঘুড়ি

নিজের সম্পর্কে বলার কিছু নাই,কারন প্রতি মুহূর্তে নিজেকে আবিষ্কার করি নতুন করে......

ইচ্ছের ঘুড়ি › বিস্তারিত পোস্টঃ

WEDDING PHOTOGRAPHY সম্পর্কে আমার কিছু কথা

২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

আমার গত কয়েক মাসের অভিজ্ঞতা থেকে বলছি যে আমরা এখন একটি " WEDDING PHOTOGRAPHY ERA" এর মধ্যে দিয়ে যাচ্ছি। বন্ধু-বান্ধব তথা আত্মীয় স্বজন অনেকের বিয়ের ছবি দেখার পর আমার এই উপলব্ধিটুকু হয়েছে। বিয়ের কিংবা হলুদের ছবির এ্যালবামগুলো দেখলেই সহজে বুঝা যায় যে, বর কনে তথা তাদের পরিবারগুলো সাধ্যমত চেষ্টা করেছে নিজেদের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে তোলার জন্যে ... কিন্তু এই প্রানবন্ত ছবিগুলোর মধ্যে কিছু অসঙ্গতিও চোখে পড়ার মতো......



বর কনের ছবিগুলো একটু ভালো করে দেখলেই বুঝা যায় যে,নিজেদের ছবিগুলো যেন সুন্দর আসে সে ব্যাপারে তাদের চেষ্টা মোটামুটি প্রাণান্তকর। ছবিভেদে দেখা যায়, কখনো হাসি মুখে, কখনো একে অপরের হাতে হাত রেখে,চোখে চোখ রেখে কিংবা নিতান্তই খেয়ালিপনার বশে কাঁধে মাথা রেখে,পিঠে পিঠ ঠেকিয়ে,একে অপরকে চাঁদ দেখিয়ে ( ...... অনেক লম্বা তালিকা) বিভিন্ন পোজে (!!!) ছবি তুলছেন। কনের সিঙ্গেল ছবিগুলো আবার বরের চেয়ে এক ধাপ এগিয়ে, কনে নাকে হাত দিয়ে, এক চোখ ঢেকে রেখে, বাঁকা চোখে, অন্য দিকে তাকিয়ে,কোমরে কিংবা নিজের চিবুকে হাত রেখে (এই তালিকাটা এতো লম্বা যে লিখে শেষ করা যাবে না) ছবি তুলছেন। কিছু কিছু ছবিতে দেখা যায়,কনে হিন্দি ছবির নায়িকাদের আদলে নিজের হাতকে বিশেষ কায়দায় বাঁকিয়ে রেখেছেন যেটা কিনা এক কথায় কিম্ভূতকিমাকার, আমি এমনও ছবি দেখেছি যেখানে কনে বরের গাল টিপে দিচ্ছে আর বর এর অবস্থা অনেকটা ছেড়ে দে মা কাঁদি বাচি অবস্থা, অন্য আরেক কাপল কে দেখেছিলাম এক সাথে লাফ মারতে। আমাদের বর সাহেবেরাও কোন অংশে কম যান না, এক বরকে দেখেছি সিন্দাবাদের সোলেমানি তরবারি নিয়ে বিয়ের মঞ্চে আবিষ্ট হয়েছেন,কেবল সেখানেই যদি উনি থামতেন তাহলেও বাঁচা যেত উনি ছবির পোজ দিয়েছেন এক হাতে কনের হাত এবং অন্য হাতে তরবারি ধরে (ভাবটা এমন যে মাত্র যুদ্ধে জয়ী হয়ে রাজকন্যাকে নিয়ে ঘরে ফিরছেন), আবার এমনও দেখেছি যে, বর কনে দুজনেই V চিহ্ন দেখাচ্ছেন। মোটামুটি কম বেশি সব ছবিতেই বর কনে দুজনেই একটা মেকি হাসি দেওয়ার চেষ্টা করেন সেই হাসিতে কোন প্রানের স্পন্দন নেই,নেই কোন স্বতঃস্ফূর্ত ভাব, এক্ষেত্রে কনে আবার একটু রয়ে সয়ে হাসেন খুব সম্ভবত মেক-আপ যাতে নষ্ট না হয় কিংবা বেশি হাসলে যদি বেহায়া ভাবে...... বর্তমানে আরও একটি নতুন সংস্কৃতি চালু হয়েছে নিজের বিয়েতে বর কনে বিশেষত কনে নিজেই নাচেন। আগে ভাবতাম এসব ব্যাপার বোধহয় কেবল রুপালী পর্দায় সম্ভব, এখন দেখি যে নাহ বাঙ্গালির জন্য অসম্ভব বলে কিছু নেই......... ( খুব সম্ভবত ব্যাপারটা এখন CINEMATOGRAPHY হয়ে গিয়েছে)



আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় আমি যতটুকু জানি যে, ছবি মানুষের অনুভূতির কথা বলে, ছবি তোলা মানে যদি "CATCH THE MOMENT" হয় তাহলে এই ছবিগুলো কি আসলেই বিয়ের দিনের মুহূর্তগুলোকে রিপ্রেজেন্ট করে ? বিয়ের দিনে কনের মন খারাপ থাকাটা খুব স্বাভাবিক কারণ সে তার বাবা মা তথা পরিবারের কাছ থেকে দূরে চলে যাচ্ছে,তাহলে সেই ছবিগুলো গেল কোথায় নাকি এই যুগের মেয়েদের মন পাথর দিয়ে গড়া ??? আর বর কনে দুজনের মধ্যে যদি খুশির বন্যাই বয়ে যায় তাহলে প্রাণ খুলে হাসতে বাধা কোথায় ??? বিয়ের দিনে একসাথে লাফ দেওয়া,একে অপরকে চাঁদ দেখানো কিংবা "ভি" চিহ্ন দেখানো কি রুপক অর্থ বহন করে ??? এই সংস্কৃতির উৎপত্তিও বা কোথা থেকে হল ???



আমরা ক্রমশই নিজেদের শিল্পসাহিত্য তথা ঐতিহ্য কে বুড়ো আঙ্গুল দেখিয়ে যুগের দাবি মেটানোর জন্য তথাকথিত আধুনিক হওয়ার জন্য এক অজানার উদ্দেশে পা বাড়িয়েছি, আমাদের এই কর্মকাণ্ডের ব্যাখ্যা আমাদের নিজেদের কাছেও নেই...... তাই তো আমরা হুজুগে বাঙ্গালি..................



[ বি দ্র ; উপরের কথাগুলো একান্তই আমার নিজস্ব চিন্তা ভাবনার ফসল, কাউকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য নয় ]

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২২

পরের তরে বলেছেন: অসাধারণ লিখেছেন ভাই। এই তো সেদিন এক বন্ধুর বিয়ের দাওয়াতে গেছি। আমার খাওয়া প্রায় শেষের দিকে.... সম্ভবত পাত্রী পক্ষের এক জন বিশ্রি পোশাক পরিহিত মেয়ে ( যথেষ্ট সাস্থ্যের অধিকারী- আসলে মোটাই বলতে হবে) এত সব মানুষের মধ্যে শুরু করে দিল ড্যান্স, সাথে নাগীন... নাগীন...(আর তো মনে পরতেছেনা) এই রকম একটা গান আসে না ঐ টা চালাল। আমি হতবিম্ব হয়ে ব্যাপারটা দেখলাম, কি বিশ্রি যে লাগল। আরো আবাক হলাম আমার সেই বন্ধুর বাবাকে দেখে যিনি কিনা একটা ইসলামিক দলের বড় একজন নেতা, তার সামনেই হচ্ছে অথচ তিনি বোধহয় "বিয়েতে একটু আকটু আনন্দতো হবেই এই ভেবে ব্যপারটাকে খুব ইনজয় করলেন। খুব খারাপ লাগল পুরো ব্যপারটা। হয়ত আগে থেকে জানলে ঐ বিয়েতে যেতামই না। হায়রে আমাদের পচন ধরা সংস্কৃতি..........

২| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৭

ঢাকাবাসী বলেছেন: অতো উত্তেজিত হবার কিছু নেই। আপনি যদি সপ্তদশ শতাব্দী থেকে এসে থাকেন তাহলে আলাদা কথা! যুগ পাল্টেছে, পাল্টেছে কাপড় কথা সব।

৩| ২১ শে জুলাই, ২০১৪ রাত ৮:২৮

চড়ুই বলেছেন: এটা ২০১৪ সাল। এখন কি আর সেই যুগ আছে যে বর রুমাল দিয়ে মুখ ঢেকে রাখবে আর কনে মাথা নিচু করে বসে থাকবে হাঁটতে গেলে যেন ঢলে পড়ে। এত তিক্ততা প্রকাশ করার মতো কিছু নেই ব্যাপার গুলা খুবি স্বাভাবিক খারাপ কিছু তো দেখছিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.