![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর ছবি ব্লগ নিয়ে আসলাম......... প্রসঙ্গত ছবিগুলো চলার পথে খেয়ালিপনার বশে তোলা...... দরজায় সামার কড়া নাড়ছে, ব্রিটিশ সামার.........
হাইড পার্কে মিস্টি ফুল।
লেকের পানিতে একজোড়া বক ।
মার্বেল আর্চে একটি ব্যয়বহুল রেস্টুরেন্ট ।
Exmouth এ মুয়র দেখেছিলাম।
সে ময়ূর আবার পাখাও মেলেছিল।
Exmouth তোলা সবচেয়ে প্রিয় ছবি ।
কফি, তবে আমাদের টং দোকানের চায়ের তুলনায় কিছুই না ।
নান্দুসের চিকেন নিয়ে দেখি অনেক মাতামাতি তাই আমাদের চিকেন খাওয়ার এক খান ছবি দিলাম............
আবারও ফুলের ছবি, চলার পথে হঠাৎ করেই চোখের সামনে পড়েছিল।
ব্যাস্ত শহরে অবিরত ছুটে চলা ।
বিগ বেন, এই ছবিটা তুলতে আমার মোবাইল ফোনের কেরামতি কাজে লাগিয়েছিলাম।
বিগ বেন এবং লন্ডন আই, ছবিটি বাসে বসে তোলা, ওয়াটার লু ব্রিজ থেকে ।
লন্ডন আই......।
গোধূলি এল বলে, Hampstead Park এ তোলা। মন বিষণ্ণ করা এক গোধূলি ।
২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২১
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ.........খেয়ালিপনার বশে তোলা ছবিগুলো আপনাদের ভালো লেগেছে, এতেই আমি মহাখুশি, ভালো থাকবেন।
২| ২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২২
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ.........খেয়ালিপনার বশে তোলা ছবিগুলো আপনাদের ভালো লেগেছে, এতেই আমি মহাখুশি, ভালো থাকবেন।
৩| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:০৭
চড়ুই বলেছেন: চমৎকার ছবি তুলেছেন। এখানে বসে লন্ডনের অনেক কিছু দেখা হয়ে গেলো।
২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৭
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ.........খেয়ালিপনার বশে তোলা ছবিগুলো আপনাদের ভালো লেগেছে, এতেই আমি মহাখুশি, চেষ্টা করবো আরও অনেক কিছু দেখাতে, তবে কেবল লন্ডন নয় সেখানে আরও অনেক জায়গাও থাকবে............ ভালো থাকবেন।
৪| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর ++++++ তবে বকগুলোকে কেন যেন হাঁস বলে মনে হচ্ছে না !?
২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৯
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাই, আপনি মনে হয় ঠিক বলছেন, ভুলটা আমারই হইছে, কি করবো ভাই সামারে হাইড পার্কে আশে পাশে এতো সংক্ষিপ্ত পোশাকের ললনা থাকে কোনটা বক আর কোনটা হাঁস সেটাই গুলিয়ে ফেলি
৫| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩৯
নীল বরফ বলেছেন: সবগুলো ছবি সুন্দর হয়েছে। ব্রিটিশ সামার আর শেষের ছবি দু'টো তো এক কথায় অসাধারন।
চলতে থাকুক হ্যাপি ক্লিকিং।
২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২৯
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ.........খেয়ালিপনার বশে তোলা ছবিগুলো আপনাদের ভালো লেগেছে, এতেই আমি মহাখুশি, ভালো থাকবেন। হ্যাপি ক্লিকিং।
৬| ২৩ শে জুলাই, ২০১৪ রাত ৯:১৫
সায়েদা সোহেলী বলেছেন: মাঝের মেঘের ছবি আর নিচের ছবি গুলো অনেক বেসি সুন্দর হয়েছে
চলুক কাকের ছবি তোলা
২৪ শে জুলাই, ২০১৪ ভোর ৬:৩০
ইচ্ছের ঘুড়ি বলেছেন: আপনাদের ভালো লাগায় অনুপ্রাণিত হয়ে কাকের ছবি তোলা চলবেই, ভালো থাকবেন,
৭| ২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৫৮
হাসান রাজু বলেছেন: অনেক সুন্দর হয়েছে ছবিগুলো ।
২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৩০
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ.........খেয়ালিপনার বশে তোলা ছবিগুলো আপনাদের ভালো লেগেছে, এতেই আমি মহাখুশি, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
হারানো ওয়াছিম বলেছেন: সুন্দর ছবি...... সুন্দর সব জায়গা।