![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভেনিস মূলত আমি ২ বার হেঁটে দেখেছিলাম, একবার রাসেল আসার আগে আর পরের বার রাসেল সহ। আপনি যদি ভালো হাঁটতে না পারেন তবে আপনার ভেনিস যাওয়া বৃথা। আমি সেখানে অসংখ্য ট্র্যাভেলার দেখেছি যাদের বয়স ৬৫-৭০ হবে, এখানেই মনে হয় মানুষের জীবনী শক্তি লুকিয়ে আছে। আমরা যেখানে ৩০ পেরুলেই সংসার আর বৌ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, নিমিষেই ভুলে যাই জীবনের মানে সেখানে ৭০ বছরের মানুষ নিজের মনে এখনও তারুণ্য ধরে রেখেছে কেবল পৃথিবী ঘুরে দেখার জন্যে। তীরে ভেড়ানো গন্ডোলা।
এখান থেকেই আপনি গন্ডোলা ভাড়া পাবেন।
আরও কিছু তীরে ভেড়ানো গন্ডোলা।
ভেনিসের সেই ছোট ক্যানেল।
ক্যানেলের মুখে গন্ডোলা।
যাত্রী বাহী গন্ডোলা ।
অন্য আরেক প্রান্ত থেকে তোলা ।
ভেনিসের নিশ্চুপ একটি গলি।
গ্র্যান্ড ক্যানেল থেকে তোলা একটি বাড়ি।
একটি জানালা।
একটি মলিন ভাঙ্গা বাড়ি, ছবিটি ওয়াটার বোট থেকে তোলা।
ভেনিসের পাখিরও ছবি তুললাম
মানুষ উঠার ঘাট।
একটি ছোট ব্রিজে উঠবার সিঁড়ি।
ছোট ক্যানেলের উপর ছোট ব্রিজ।
তীরে ভেড়ানো মাছ ধরার নৌকা।
ছোট ক্যানেল অন্য আরেক প্রান্ত থেকে।
সারিবদ্ধ ভাবে রাখা নৌকা।
মানুষ এভাবেই বসে থেকে ক্যানেল গুলোর পাড়ে আর খুব কাছ থেকে দেখে গন্ডোলার আসা যাওয়া।
যানজট কেবল ঢাকা শহরেই হয় না এখানেও হয়
দোকানিদের এসব ছবি আমি অদ্ভুত বিস্ময়ে দেখছিলাম আর ভাবছিলাম জে মানুষ এতোটা নিখুঁত কিভাবে আঁকে। প্রতিটি ছবিতে আমার চোখ আঁটকে ছিল, আমি প্রায় ২০ মিনিট ধরে খুঁটিয়ে খুঁটিয়ে অপার বিস্ময়ে ছবি গুলো দেখছিলাম।
আমি আর রাসেল একটি ছোট ব্রিজের উপর.........
আগের পর্ব
কর্নওয়াল
( চলবে )
২৫ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৪
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন......
২| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: বাহ! বেশ ভালো লাগলো। আচ্ছা রাসেলটা কে? আপনার বন্ধু নাকি রুমমেট?
২৫ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৩
ইচ্ছের ঘুড়ি বলেছেন: রাসেল হচ্ছে আমার স্পেন প্রবাসী বন্ধু, আমরা দুজনে মিলে এই দীর্ঘ ট্যুর এর প্ল্যান এবং বাস্তবায়ন করেছি। দোয়া করবেন আমাদের জন্য এবং ভালো থাকবেন.........
৩| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৩০
আহসানের ব্লগ বলেছেন: নৌকো জট :-D
২৫ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:৪৪
ইচ্ছের ঘুড়ি বলেছেন: জি ভাইয়া নৌকা জট
৪| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:৪৮
বিদ্রোহী ভৃগু বলেছেন:
জলে ভাসা শহর আমি...
ভেনিস আমার নাম
ও তোমরা দেখবা যদি এসো ভ্রমনে
ভুলিয়ে দেব ক্লান্তি তোমার সব!
আপনার পোস্ট কতটা ভাল লেগেছে বুঝুন...
২৫ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:০৬
ইচ্ছের ঘুড়ি বলেছেন: আপনার কবিতা অনেক ভালো লাগলো...... দোয়া করি আল্লাহ আপনাকে ভেনিস দেখার সুযোগ করে দিক, ভালো থাকবেন......
৫| ২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৫০
ফয়েজুল হাসান বলেছেন: নিজেতো যেতে পারবোনা তাই পড়ে
দুধের স্বাদ ঘোলে মিটাই, আরেকটু বিস্তারিত হলে ভাল হত।
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৬
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ইনশাল্লাহ নিয়ত করে ফেলেন, আল্লাহ অবশ্যই পূরণ করবেন। ভালো নিয়ত আল্লাহ অবশ্যই পূরণ করেন......... চেষ্টা করবো ভবিষ্যতে বিস্তারিত লিখার জন্য............
৬| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:০০
সোহানী বলেছেন: অসাধারন ছবি দেখালেন ভাই... তবে বিস্বয় কিভাবে এতো ছোট খালে নৈাকা চলে!!!
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৮
ইচ্ছের ঘুড়ি বলেছেন: জি ভাই, আমি জত ঘুরেছি ততই অবাক হয়েছি......... ভালো থাকবেন...
৭| ২৪ শে আগস্ট, ২০১৪ দুপুর ১:৪০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট+++
যাইতে মন চায়..........
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৯
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ইনশাল্লাহ নিয়ত করে ফেলেন, আল্লাহ অবশ্যই পূরণ করবেন। ভালো নিয়ত আল্লাহ অবশ্যই পূরণ করেন......... ভালো থাকবেন...
৮| ২৪ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২
মুহম্মদ ইমাম উদ্দীন বলেছেন: প্রায় অনেকগুলো মুভিতে ইতালির এই শহরটা দেখেছি। অসম্ভব সুন্দর লাগে।
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৫:৫৯
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ছবির মতই সুন্দর ভেনিস.........
৯| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫
জুন বলেছেন: আমার অনেক ভালোলাগার একটি শহর । দ্বীতিয়বার শুধু ঘুরতে কোথাও যেতে চাইলে আমি ভেনিসকেই বেছে নেব।
ছবিগুলো দেখে খুব ভালোলাগলো। অনেক দিন পর তৃতীয় পর্ব দিলেন মনে হয় ইচ্ছে ঘুড়ি ।
+
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:০৫
ইচ্ছের ঘুড়ি বলেছেন: আপু, সত্যি কথা বলতে বিলেত আসার পর কম ঘুরা ফেরা করি নাই, কিন্তু এই শহরটার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করি, এখনও মনে হয় গিয়ে বসে থাকি সেখানে ঘণ্টার পর ঘণ্টা......
অনেকটা আলসেমি থেকেই লিখতে বসা হয় না বলতে পারেন,এর জন্নে মাঝে মাঝে নিজের উপরও রাগ হয়। তবে আপনাদের মত প্রিয় কয়েকজন ব্লগারকে ছায়ার মত অনুসরন করি। আপনার এই বয়সের ঘুরা ফেরা আমাকে অনেক অনুপ্রাণিত করে......... ভালো থাকবেন......
১০| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৩৮
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর পোষ্ট !
২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:০৫
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন......
১১| ২৬ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:৩৬
লিখেছেন বলেছেন: আমি সেখানে অসংখ্য ট্র্যাভেলার দেখেছি যাদের বয়স ৬৫-৭০ হবে, এখানেই মনে হয় মানুষের জীবনী শক্তি লুকিয়ে আছে। আমরা যেখানে ৩০ পেরুলেই সংসার আর বৌ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, নিমিষেই ভুলে যাই জীবনের মানে সেখানে ৭০ বছরের মানুষ নিজের মনে এখনও তারুণ্য ধরে রেখেছে কেবল পৃথিবী ঘুরে দেখার জন্যে
----- FEELING INSPIRED
১২| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর!
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪০
ইচ্ছের ঘুড়ি বলেছেন: কেমন আছেন আপু ? ধন্যবাদ
১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫২
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: আমি আলহামদুলিল্লাহ্ ভালো। আপনি কেমন অছেন? অানেক দিন আগের লেখায় অনেক দিন পরে জবাব পেলাম। ব্লগে আসা হয় না বোধহয়? খুব ব্যস্ততা?
০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:২৭
ইচ্ছের ঘুড়ি বলেছেন: আপু, বলতে পারেন এক রকম দৌড়ের উপর আছি, কেমন চলছে আপনার পড়াশোনা ? ব্যস্ততার কারণে ব্লগে আসি না, আর ব্লগ কেন যেন আর টানেও না...... আমি ভালো আছি, দোয়া করবেন আমার জন্য, অনেক অনেক ভালো থাকবেন
১৪| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:২৭
তারেক সিফাত বলেছেন: জুন আপু, ভেনিস নিয়ে লিখা তিনটি পর্বই ভালো লেগেছে আর এর পাশাপাশি "ভালোবাসায় বানানোর স্বাদ" লেখাটাও দারুন লাগলো।
ভেনিসে ট্যুরিস্ট হাইপ বেশি, এত মানূষ! গেলে অফ- সিজনে যেতে চাই।
১৫| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৩৯
তারেক সিফাত বলেছেন: ওহ! ইচ্ছে ঘুড়ি ভাই, ১৪ নম্বর কমেন্টটা ভুল হয়ে গেছে। মুছে দিয়েন। আপ্নার ভেস্নিস নিয়ে লিখা আর জুনাপুর লিখা একসাথে ট্যাব খুলে পড়ছিলাম। ভুলে জুনাপুর পোস্টের কমেন্ট লিখে ফেলসি।
আপ্নার ছবি এবং লিখা ভালো লেগেছে। দুর্দান্ত!
১৬| ৩১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:৪০
তারেক সিফাত বলেছেন: ইচ্ছের* ঘুড়ি, ভেনিস*
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৪৫
শরৎ চৌধুরী বলেছেন: বাহ কি চমৎকার। অনবদ্য।