![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাকীত্ব, শব্দটি ছোট হতে পারে কিন্তু এর ব্যাপ্তি অনেক। কারো জন্য একাকীত্ব মানে একরাশ হতাশা আবার কারো জন্য নিজেকে চেনা, হয়তোবা নিজের ভেতরের মানুষটির সাথে একান্ত কিছু সময় কাটানো। আমরা অনেক সময় হাজার মানুষের ভিড়েও নিঃসঙ্গতায় ভুগি, আবার কখনো বা কারো হাতে হাত রেখে একটু পথ চলাতেই আনন্দ, মনে হয় যেন হাজার মাইল একসাথে পাড়ি দিয়ে এসেছি.........
আজকে আমার নিঃসঙ্গতার গল্প নিয়ে হাজির হলাম, ঘোরাফেরার মাঝে খেয়ালিপনার বশেই ছবিগুলো তোলা, কেবলই খেয়ালিপনার বশে .........
ছবিটি DOVER এ তোলা, বলা বাহুল্য এই পোর্ট থেকেই ফ্রান্সের ফেরি ছেড়ে যায়, এখানের WHITE CLIFFS অনেক বিখ্যাত । একা একটি দিন কাটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা খুব কম পাওয়া যাবে বলে বোধ করি।
আমার বাঁ পাশে হচ্ছে WHITE CLIFFS এই পাহাড়ের উপর থেকে সমুদ্রের ভিউটা এক কোথায় অসাধারণ, সমুদ্রের নীল যেন কোন নিলাঞ্জনার নীল চুড়ি, নীল টিপের মতোই হাত নেড়ে ডাকছিল।
এটি একটি ক্লোজ ভিউ...... অনেক না পাওয়ার গল্পগুলো এমন দিনেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে।
UK এর বিখ্যাত শহর CORNWALL এর LAND'S END নামক জায়গায় এক সকালে এভাবেই বসেছিলাম নিজের নিঃসঙ্গতাকে সঙ্গ দেবার জন্য। সামুদ্রিক পাখি আর ঢেউয়ের শব্দে বিভোর হয়ে ছিলাম, ভুলে গিয়েছিলাম কারো মায়ায় ঘরে ফিরে যেতে হবে......
এই জাইয়গাটি TINTAGEL CASTLE ,প্রায় এক ঘন্টা পাহাড় বেঁয়ে এরপর এখানে উঠেছিলাম, মনে হচ্ছিলো এক নিঃশ্বাসে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে, পুরোটা পথ পাড়ি দেওয়া সার্থক হয়ে গিয়েছিল এক নিমিষেই।
এই ছবিটি ISLE OF SKYE এর NEIST POINT এ তোলা, সেখানে ডলফিনের আনাগোনাও দেখা যায়। এই জায়গাটিতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিলো, ISLE OF SKYE জায়গাটিও অনেক নীরব কিন্তু এখানকার নীরবতা হৃদয়ে গেঁথে বসেছিলো। মনে হচ্ছিলো একাকীত্বের খোলস ছেড়ে বেরিয়ে কারো হাত ধরে অনেক খন বসে থাকি।
জীবনে যে কয়েকটি সূর্যাস্ত আপনি মনে রাখতে চাইবেন এর মধ্যে NEIST POINT এর সূর্যাস্ত অন্যতম একটি, সারাটি জীবন এখানে বসে কাটালেও আপনার বিরক্ত লাগবে না। জীবনে বেঁচে থাকার স্বার্থকতা মনে হয় সেদিন খুজে পেয়েছিলাম।
মাঝে মাঝে কেবল অপার বিশ্ময়ে তাকিয়ে থাকতে হয়, অনুভব করতে হয় অস্তিত্ব। একদিন LOUVRE MUSEUM এ এভাবেই অপার বিস্ময়ে তাকিয়ে ছিলাম একের পর এক শিল্পকর্ম গুলোর দিকে.........
বিশালতা মাঝে নিজের ক্ষুদ্রতাও উপভোগ করার ব্যাপার, এই অনুভুতি মধ্যেও একধরনের নেশা লুকিয়ে থাকে। তাই তো নিজের ক্ষুদ্রতাকে অনুভব করতে এক বিশাল স্থাপত্যের কাছে ছুটে গিয়েছিলাম।
পরিশেষে জীবন একবার এবং প্রতিটি সময় এখানে মূল্যবান। একলা কিংবা দোকলা যাই হোন না কেন জীবনকে উপভোগ করাটা অনেক জরুরী। আগে নিজেকে চিনুন, জানুন তাহলেই বুঝবেন কিসে আপনার সুখগুলো অন্তর্নিহিত আছে, সেজন্যই ME TIME অনেক গুরুত্বপূর্ণ। মুগ্ধ হতে শিখুন,নিজের সীমাবদ্ধতাকে মেনে নিন। প্রকৃতিতে মুগ্ধ হোন, সাগর-সমুদ্র- ঢেউ গুলো কখনো আপনাকে বঞ্চিত করবে না। প্রকৃতির কাছে গেলেই বুঝবেন আপনার জিবন্টা কত মূল্যবান এবং চোখ মেলে তাকিয়ে দেখতে পারা এবং এর মাহাত্ত অনুভব করাটাও এক ধরনের লিভিং সায়েন্স...... কেবল নিজের জন্য নয়, আশে পাশের মানুষের জন্যে বাঁচুন,খুব ক্ষুদ্র কিছুর বিনিময়ে হলেও অন্তত একটি মুখে হাসি ফোটান,একটি হাসিমুখ হতে পারে আপনার বেঁচে থাকার সবচেয়ে বড় প্রেরণা ..................
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪১
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৫
স্বপ্নবাজ অভি বলেছেন: ছবিগুলো সুন্দর!
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া.........
৩| ০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:৪৮
মনিরা সুলতানা বলেছেন: দারুন সব ছবি সাথে কথকতা
+++++
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ আপু, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ৯:৩২
সুলতানা রহমান বলেছেন: নীল সমুদ্রের ছবিগুলো অসাধারণ। সাথে একাকীত্বের সময়টা ও।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৪
ইচ্ছের ঘুড়ি বলেছেন: একাকীত্বের সময় আসলেই অসাধারণ, ভালো থাকবেন......... শুভেচ্ছা রইলো......।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৫ সকাল ১০:০১
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
সু্ন্দর বর্ণনার সাথে চমৎকার ছবি।++
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৫
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া.........
৬| ০৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১০
বোকামানুষ বলেছেন: দারুন পোস্ট
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৮
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া.........
৭| ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: একাকীত্বের গল্পে ভালো লাগা রইল।
এক সকালে এভাবেই বসেছিলাম নিজের নিঃসঙ্গতাকে সঙ্গ দেবার জন্য। +++
ভালো থাকুন সবসময়, শুভকামনা জানবেন।
০৮ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৯
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ধন্যবাদ ভাইয়া, আপনিও ভালো থাকবেন, শুভকামন রইল.........
৮| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৬
হিল্লো্ল বলেছেন: দারুন সব ছবি কিন্তু সাথে ছবি যিনি তুলেছেন তার কার্টেসি থাকলে ভালো হত , ধন্যবাদ ।
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
ইচ্ছের ঘুড়ি বলেছেন: ভাইয়া, আপনার কমেন্টের জন্য ধন্যবাদ, ছবিগুলো অনেকজন এর হাতে তোলা তাই উনাদের নাম উল্লেখ করি নি......... ভালো থাকবেন ।
৯| ০৯ ই এপ্রিল, ২০১৫ বিকাল ৫:২০
দিশেহারা রাজপুত্র বলেছেন: বর্ণনা এবং ছবি দুটোতেই ভাল লাগা।
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া.........
১০| ১০ ই এপ্রিল, ২০১৫ রাত ১২:২৫
সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !!
তা ছবিগুলো তুললো কে?
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া.........ছবিগুলো অনেকজন এর হাতে তোলা তাই উনাদের নাম উল্লেখ করি নি......... ভালো থাকবেন ।
১১| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:০৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার ।
১১ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭
ইচ্ছের ঘুড়ি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া.........
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর বর্ননা। ছবিগুলোও ভালো লাগলো।