![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভোট
শ্রাবণ আহমেদ
.
ঐক্যবদ্ধের সহিত যাচ্ছি দলে দলে
স্বাচ্ছন্দ্যে কাটবে দিন শুধু এই লক্ষ্যে
দেশমাতৃকার ভূমি যাবে কার পক্ষে
দেশ যাচ্ছে দিন দিন গাঢ় রসাতলে।
কার শাষণে বাঁচবো পিষে যাতাকলে
ক্ষত বিক্ষত হবো যে শাসকের অক্ষে
যাবে নিরীহ মানুষ অন্ধকার কক্ষে
বেঁচে থাকার আশাটা নেই মনোবলে।
সতত প্রত্যক্ষ করে দিবো মোরা ভোট
স্বাধীনতা চাই সবে প্রাপ্য সেটা হবে
ঘুচবে দারিদ্র দেশে রবে না দুর্নীতি।
উপায় তবে একটা হতে হবে জোট
নির্দিষ্ট দিনেতে যেন ভোট কেন্দ্রে রবে
বরাবরের মতো না এবারের রীতি।
২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১১
রাজীব নুর বলেছেন: টাও খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৭
চাঁদগাজী বলেছেন:
কি কি বিষয়ের উপর সনেট লিখেছেন?