![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়
শ্রাবণ আহমেদ
.
সময় যাবে নিজ গতিতে,
মানবে না কারো বাধ।
পারবে বা কে রাখতে ধরে,
কার বা আছে সে সাধ?
হেলায় খেলায় যায় যদি,
প্রত্যহ মোদের দিন।
আর পাবো না ফিরে সময়,
বাড়বে তখন ঋণ।
কী করেছি ভাববো তখন,
উপায় না আর পাবো।
পিছুটান আসবে তখন,
খুঁজবো কোথায় যাবো!
এর জন্যেই সময় মতো,
করতে হবে সাধন।
যেন সব কাজে হই জয়ী,
না থাকে যেন বাধন।
সফলতার দ্বার থাকবে,
সর্বসময়ই খোলা।
সময়টাকে কাজে লাগান,
হাসি দেবে মুখে দোলা।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
শ্রাবণ আহমেদ বলেছেন: ওহ রিয়েলি!
আমি শিহরিত, কম্পিত, উচ্ছ্বাসিত। লিখে ফেলুন দাদা অতি দ্রুত। অপেক্ষায় রইলাম।
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩
রাজীব নুর বলেছেন: আজ আমিও একটা কবিতা লিখব।