![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোরা আমার জীবন মরণ
--- শ্রাবণ আহমেদ
.
যাইবো চলে ভূবন ছেড়ে
কান্দিস না রে তোরা।
মনে রাখিস একটু মোরে
দিস রে ফুলের তোড়া।
তোদের মতো বন্ধু যেন
সবার ভাগ্যে জোটে।
তোদের দেখে শূন্য গাছে
ফুল যেন রে ফোটে।
তোদের মতো বন্ধু আমি
আর পাবো না রে।
তোরা আমার জীবন মরণ
এই ভবের তরে।
খোলা মাঠে গানের আড্ডায়
মিতার গাওয়া গান।
শিমুল গিয়ে আনতো কিনে
মিতার জন্য পান।
রাসুর তোলা পদ্মফুল কী
আর পাবো না রে?
তোরা আমার জীবন মরণ
এই ভবের তরে।
ক্লাস ছেড়ে হুটোপুটি
অকারণে ছুটাছুটি।
বন্ধ খামে রঙিন চিঠি
কেউ লেখে না রে।
তোরা আমার জীবন মরণ
এই ভবের তরে।
সেদিনের সেই স্মৃতিগুলো
ফ্রেমে বাঁধা আজ।
ধূলোয় মিশে পড়ছে কিছু
স্মৃতির রেখায় ভাঁজ।
বাতায়নে বসে আমি
দেখছি সেসব রে।
তোরা আমার জীবন মরণ
এই ভবের তরে।
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৯
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদাভাই।
২| ২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২
ফ খ রু ল বলেছেন: সুন্দর। তবে গান হিসেবে একটু বড় হয়ে গেলো মনে হয়।
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৭
শ্রাবণ আহমেদ বলেছেন: প্রিয়, আমার কাছে মনে হচ্ছে যেন "ছোট হয়ে গেলো।"
৩| ২৮ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৯
ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।
২৯ শে জুলাই, ২০১৯ রাত ১২:৪৮
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।