![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবিশ্বাসের দিন
--- শ্রাবণ আহমেদ (গোলাম রাব্বি)
.
আপন মানুষে করিবে চাতুরি
তুমি মশাই বুঝিবে না তা।
বরং অবিশ্বাস তাঁহারাই করিবে
তুমি হাতজোড়ে ধরিবে পা।
তিমির রাত্রিতে বসিয়া নিভৃতে
কল্পনায় আঁকিছো যাহারে।
অলক্ষ্যে তোমার চাহিবে অনিষ্ট
চাহিবে অন্যত্র কাহারে।
তব সুখ দেখিয়া জ্বলিবে কেহ
রটাইবে বহুবিধ রটনা।
অবিশ্বাসে ঘরের মানুষ হইবে পর
খুঁজিবে তুমি গোড় ঘটনা।
হেনকালে সকলি করিবে হেয়
ভ্রষ্ট হইবে তব সব প্রত্যয়।
নিন্দুকের সহাস্যে ফুটিবে যেন
সমরে তাঁহার হইয়াছে জয়।
অবিশ্বাসের এই দিন শেষ হইবে একদিন
অপেক্ষার প্রহর গুনো সদা।
দিন শেষে অতীত ভুলিয়া সকলে
তোমারে চাহিবে সর্বদা।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:০৯
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।