![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লোকাল ট্রেনর মত ঝুম ঝুম করে
আজ আমি জিবনের মধ্য গগনের সীমায়।
অনেক সময় হারিয়ে গেল ,
মন সেতো চীর সবুজ কিছুই হরাতে চায়না।
ছুটে যায় তার চেনা প্প্রান্তরে ।
কি হবে 'সীমার' কথা ভেবে ।
শুধু শুধু - রিদ য় খুরে ,
রিদ য়ের নোনা জলে ডুবে ।
আসলে - ভালবাসা কি,
তা আমি জানিনা।
শুধু এই চাওয়া,
মম প্রাণ সপি
তব আন ন্দে,
ওহে পিয়া । "
।
©somewhere in net ltd.