নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধ্যানে সর্বদায় এগিয়ে

Md.Raihan sheikh

সাংবাদিক

Md.Raihan sheikh › বিস্তারিত পোস্টঃ

দেশের অবস্থা যে এত খারাপ, তা কি আমরা জানি?

১৯ শে মে, ২০১৫ সকাল ১১:২২



সাংবাদিক নাদিয়ার উপর আক্রমণকারীদের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন, ছাত্র ইউনিয়নের নারী কর্মীর উপর আক্রমণকারীদের বিষয়ে তারা বিশ্ময়কর রকমের নিরব। শুধু তাই নয়, পাল্টা যুক্তিও দিচ্ছেন, ফুলের টব ছুঁড়ে মেরেছে বলেই তো পুলিশ চুল ধরে টেনে এনে কিল -ঘুষি -লাথি দিয়েছে।

রাজীব-অভিজিত-ওয়াশিকুর-অনন্ত বিজয়ের হত্যাকারী হিসেবে সন্দেহভাজনদের বিষয়ে যারা সোচ্চার, তারা সালাউদ্দিনের হারিয়ে যাওয়া-ফিরে আসা নিয়ে নির্মম রসিকতা করছে।

যারা সোচ্চার জঙ্গি-আনসারুল্লাহ বাংলার বিরুদ্ধে ,সরকার যে এসব হত্যাকান্ডের তদন্ত-বিচার কিছুই করছে না, অপরাধীদের ধরছে না, ধরার চেষ্টাও দৃশ্যমান নয়, কিছুই করছে না, সেটা মোটামুটি দৃশ্যমীন, তা নিয়ে তাদের কোনো অসন্তুষ্টি নেই।যারা বর্ষবরণের দিনের যৌন নিপীড়কদের বিরুদ্ধে সোচ্চার, তাদের একটি অংশ পেট্রল বোমায় হত্যাকারীদের বিরুদ্ধে নিরব।শত শত মানুষ-পুলিশ-গোয়েন্দাদের আশেপাশে উপস্থিতিতে অভিজিতকে হত্যা করা হল, তারপরও এটা নাকি ‘ক্লু -লেস’ হত্যাকান্ড।ওয়াশিকুর হত্যাকান্ডের ‘ক্লু’ দুইজনকে ধরে পুলিশকে দেয়া হয়েছে। এই দু’জন জানিয়েছিল, হুজুরের নির্দেশে তারা হত্যা করেছে। সেই হুজুর বিষয়ে পুলিশ কোনো তথ্য জানালো না। এবিষয়ক প্রশ্নের উত্তরে পুলিশ বলেছিল, ‘হত্যাকারীরা হুজুরের কথা সত্যি বলছে না বিভ্রান্ত করছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ঐ পযন্তই, আর কিছু জানা যায়নি।অনন্ত হত্যার সময় আশেপাশে ‘তৃতীয় লিঙ্গে’র কেউ ছিলেন না, তাই কেউ গ্রেপ্তারও হয়নি। ‘ক্লু-লেস’ এই হত্যাকান্ডে আবার সামনে এসেছে আনসারুল্লাহ বাংলা।অভিজিত হত্যার পর এফবিআই এবং অতঃপর আল কায়েদা প্রায় এসে গিয়েছিল। এখন হয়ত আবার আল কায়েদা আওয়াজ দিতে পারে।কে যে আসল হত্যাকারী, দাবিদারদের কার অস্তিত্ব আছে, কারা অস্তিত্বহীন -জনমানুষের পক্ষে বুঝে ওঠা বড়ই দুষ্কর। ধরা-বিচার-শাস্তি দেয়া যাচ্ছে না। ফলে অনিবার্য পরিণতিতে হত্যকান্ডের সংখ্যা গণনা থামছে না। মানুষ শুধু বুঝতে পারছে, কারও জীবন নিরাপদ নয়। রাষ্ট্র তার জনগণের জীবনের নিরাপত্তা দিতে পারছে না। উল্টো রাষ্ট্রীয় বাহিনী নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে ।সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, সন্তান হারানো পিতাকে রাষ্ট্র প্রধান প্রকাশ্যে সহানুভূতি জানাবেন, সেই পরিবেশও নাকি দেশে নাই। দেশের অবস্থা যে এত খারাপ, তা কি আমরা জানি?
লেখক ঃ তরুন সাংবাদিক রায়হান শেখ বগুড়া
মোবাইল নম্বর ঃ ০১৭৫০-২৮১০৫৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.