নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধ্যানে সর্বদায় এগিয়ে

Md.Raihan sheikh

সাংবাদিক

Md.Raihan sheikh › বিস্তারিত পোস্টঃ

আসেন একটা গল্প শোনাই-

২১ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৭

ধর্ষন হইছে? খুন হইছে? তো কি হইছে?
বাদ দেন...
আসেন একটা গল্প শোনাই-
এক এলাকায় থাকতো এক দুষ্টু ছেলে। সে এর ওর জিনিস চুরি করে মায়ের কাছে এনে দিত। মা বলতো- 'ওরে আমার দুষ্টুটা, কেউ এমন করে?'
ছেলে ঘন ঘন এমন ঘটনা ঘটাতে লাগলো। আজকে এর মোবাইল চুরি করে, তো কাল ওর ল্যাপটপ। সব এনে মায়ের কাছে গচ্ছিত রাখে।
মা বরাবরের মতোই হেসে বলে- 'দুষ্টু বাবুটা আমার, এমন করতে হয়?' বলে চুরির জিনিসগুলি সযতনে আলমারিতে লুকিয়ে রাখতো।
দুষ্টু ছেলেটির ঘরে একদিন দরজায় টকটক আওয়াজ হলো। খুলতেই হুড়মুড়িয়ে কয়েকজন পুলিশ ঢুকলো।
দুষ্টু ছেলেটিকে এ্যারেস্ট করা হলো। চুরির সমস্ত মালামাল জব্দ করা হলো।
(আমি মনেপ্রাণে বিশ্বাস করি সৎ পুলিশ অফিসার এখনও আছেন। কিন্তু অসৎ অফিসারদের তুলনায় এদের সংখ্যা অপ্রতুল।)
ছেলেটিকে নিয়ে যাওয়ার সময় বলল- 'একটু থামুন। মায়ের সাথে কানে কানে দু'টি কথা বলবো।'
মা মুখের কাছে কান আনতেই কামড় দিয়ে কানফুলটা ছিড়ে ফেললো।
মা ব্যাথায় চিৎকার দিয়ে উঠে বললো- 'হারামজাদা, শেষ পর্যন্ত আমার সাথেও এমন করলি!!'
অনুতপ্ত ছেলে কেঁদে বললো- 'মা, ঠিক এমন করে আমাকে যদি প্রথম দিন বলতে তাহলে হয়তো আজ আমাকে জেলে যেতে হতো না।'
হইছে কি-
মাত্র কয়েকদিন আগে আইজিপি বললেন- 'পহেলা বৈশাখে টিএসসির ঘটনা কিছু দুষ্টু ছেলের দুষ্টুমি মাত্র'।
এর রেশ কাটতে না কাটতেই এবার রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের প্রথম ও পঞ্চম শ্রেণীর দুই ছাত্রীকে শাব্দিক অর্থেই ধর্ষন করল কিছু দুষ্টু ছেলে। এর মধ্যে একটি মেয়ে মারা গেছে।
এ ব্যাপারে আইজিপি সাহেব দুষ্টু ছেলেদের নিয়ে কিছু বলেছেন কি না জানা যায়নি।
তবে ওই স্কুলের শিক্ষিকা বলেছেন- 'ফুল থাকলে ভোমর আসবেই'!!
কি কান্ড! কি কান্ড!!
দুষ্টু ছেলেরা দিনে দিনে আরও দুষ্টু হয়ে উঠছে। দুষ্টু ছেলেরা এবার ভোমর হয়ে হেথায় হোথায় বসে পড়তে শুরু করেছে!
এমন করে লাই না দিলেই কি নয়? মানসিক ধর্ষন আর শারিরিক ধর্ষনকে প্রশ্রয় না দিলেই কি নয়?
হোকনা নিজেদের (?) দুষ্টু ছেলে, তাই বলে কি এভাবে বাঁধন ছেড়ে দিতে হয়? খুঁটিতে বেঁধে রাখুন। নয়তো এই দুষ্টুগুলিই আপনাদের ইজ্জতের ফালুদা বানাতেও পরোয়া করবে না।
সময় থাকতে ওদের শাসনের মধ্যে আনুন।
'দুষ্টু দুষ্টু' বলে লাই না দিয়ে এ মানবরূপী নরপশুদের মানুষ হওয়ার সুযোগ করে দিন।

Courtesy : Mahbub Supriyo ভাই এর স্ট্যাটাস হতে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.