নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শামিম ফেরদৌস রাজিব

আমি সম্মান ৪র্থ বর্ষের ছাত্র। ডাকনাম রাজিব।

শামিম ফেরদৌস রাজিব › বিস্তারিত পোস্টঃ

তসলিমা নাসরিনের অসুস্থ্যতা প্রসংগ: স্বয়ং আল্লাহ তেতুলসেনাদের বোকা বানালেন।

১৩ ই মে, ২০১৪ রাত ১২:০০

তেতুলসেনাদের স্বয়ং আল্লাহ বোকা বানালেন। 'তসলিমা নাসরিনের ক্যান্সার হচ্ছে এই সংবাদে এক তেতুলসেনা খুব খুশি হয়ে বলেছিল, "দেখছো আল্লাহর বিচার!" উত্তরে আমি কিছু বলিনি। অনলাইনেও আনন্দ প্রকাশ করে তেতুলসেনাদের অনেক কমেন্ট দেখেছি।

একটু আগে তাকে বললাম, "দেখছেন আল্লাহর বিচার! তসলিমা নাসরিনের এ কি হলো? রিপোর্ট বের হয়েছে!"

উনি খুব খুশি হয়ে বললেন, "কি বলছে রিপোর্টে? কাফেরটা মরবে কবে?"

বললাম তসলীমা নাসরিনের ক্যান্সার হয়নি, পুরা সুস্থ্য।

তেতুলসেনা গোমরাহ মুখে উত্তর দিলেন, "নমরুদ মরেনা।"

সবই বলে উনি, আমি আর কি বলবো!

শুধু বললাম তসলিমা সুস্থ, শফি হাসপাতালে মরে, সবই আল্লাহর ইচ্ছা।

যা বুঝলাম, আল্লাহর এই ইচ্ছায় উনি নাখোশ। 'আল্লাহ যা করে ভালোর জন্য করে', এই বাক্য তার যেন আর বিশ্বাস হচ্ছেনা।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৪ রাত ১২:১০

দালাল০০৭০০৭ বলেছেন: হাউকাউ পোস্ট

১৩ ই মে, ২০১৪ রাত ১১:২৮

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: নতুন বিশেষণ শিখলাম। ধন্যবাদ।

২| ১৩ ই মে, ২০১৪ ভোর ৪:২৫

কামরুল ইসলাম রুবেল বলেছেন: কৈ থেইকা আজাইরা কাহিনী নিয়া আসেন??

১৩ ই মে, ২০১৪ রাত ১১:২৪

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: তেতুলসেনার মুখ থেকে।

৩| ১৩ ই মে, ২০১৪ সকাল ৯:৫০

জামিল হাসান বলেছেন: লেখকের পোস্ট গুলা দেখার পরে মনে হোল উনি মানসিক ভাবে সুস্থ নয় ।

১৩ ই মে, ২০১৪ রাত ১১:১০

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: জ্বি ভাই, পাগল মনে করে অন্যরাও তার মতো পাগল। তবে, তেতুলসেনাদের গাত্রদাহ হয়েছে সেটাও স্বার্থকতা । ধন্যবাদ। :-)

৪| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:২২

রাহাত লতিফ তৌসিফ বলেছেন: তসলিমার প্রতি দরদ দেখানোর মানুষের দেখি অভাব নাই, কি অবস্থা

১৩ ই মে, ২০১৪ রাত ১১:১২

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: আল্লাহ নিজেই দরদ দেখান, আর আমরা তো তার বান্দা। সবই তার ইচ্ছা। :-)

৫| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৫৩

বাংলাদেশী দালাল বলেছেন: জামিল হাসান বলেছেন: লেখকের পোস্ট গুলা দেখার পরে মনে হোল উনি মানসিক ভাবে সুস্থ নয় । =p~ =p~ =p~ =p~

১৩ ই মে, ২০১৪ রাত ১১:১৪

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: এই দালাল সেই দালাল নাকি? :-D

৬| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:১৫

মেমননীয় বলেছেন: পিকটার আভি বাকি হে!

এ খবরে কোটি (নাকি কটি) বাঙ্গালীর সাথে আপনিও খুশি দেখে ভাল লাগল!

অপেক্ষায় রইলাম নির্ধারিত সময়ের, যা সবার জন্যই (আপনি সহ) নির্ধারিত।

ধন্যবাদ!

১৩ ই মে, ২০১৪ রাত ১১:১৬

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: প্রথম লাইনের ঊর্দু ভাষার অর্থ বুঝিনি। যাই হোক, সব আল্লাহর ইচ্ছা। সবুরে মেওয়া ফলে, অপেক্ষায়ই থাকেন। ধন্যবাদ। :-)

৭| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:৩৪

একজন ঘূণপোকা বলেছেন:
ফালতু

১৪ ই মে, ২০১৪ সকাল ৮:০৮

শামিম ফেরদৌস রাজিব বলেছেন: হুম ঠিক, তেততুলবাদীরা আসলেই ফালতু। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.