নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঋণহীন বন্ধুত্ব চাই

নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন এক

পদ্ম (কমল দাস)

নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন একজনের ব্লগে আপনাকে স্বাগতম।

পদ্ম (কমল দাস) › বিস্তারিত পোস্টঃ

ধর্ম নিয়ে অবমাননাকর লেখার অভিযোগে আল্লামা শয়তানসহ তিন ব্লগার গ্রেপ্তার

০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩



রাজধানীর ফার্মগেট, মণিপুরিপাড়া ও ঢাকা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পলাশী এলাকা থেকে তিনজন ব্লগারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের বিরুদ্ধে ধর্ম নিয়ে অবমাননাকর লেখার অভিযোগ রয়েছে। ব্লগারদের কাছ থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ ও হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মশিউর রহমান বিপ্লব (ব্লগার নাম আল্লামা শয়তান), রাসেল পারভেজ (ব্লগার নাম অপবাঘ) ও সুব্রত শুভ (ব্লগার নাম লালু কসাই)। রাসেল পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী। মশিউর রহমান ও রাসেল পারভেজ চাকরিজীবী।

ডিবির পশ্চিম ও উত্তর বিভাগের উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম আজ মঙ্গলবার সকালে জানান, গোপন খবরের ভিত্তিতে ডিবির অতিরিক্ত উপকমিশনার মশিউর রহমানের নেতৃত্বে একটি দল গতকাল সোমবার রাত পৌনে ১০টায় ফার্মগেট ও মণিপুরিপাড়া এলাকা থেকে মশিউর রহমান ও রাসেল পারভেজকে গ্রেপ্তার করে। পরে তাঁদের তথ্যের ভিত্তিতে দিবাগত রাত পৌনে তিনটার দিকে পলাশী মোড় থেকে সুব্রত শুভকে গ্রেপ্তার করা হয়।

উপকমিশনার মোল্যা নজরুল ইসলামের ভাষ্য, গ্রেপ্তার হওয়া ব্লগাররা ধর্ম নিয়ে অবমাননাকর লেখা লিখতেন। তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া কম্পিউটার, ল্যাপটপ ও হার্ডডিস্ক থেকে এর প্রমাণ পাওয়া গেছে। তাঁদের আইনের আওতায় আনা হয়েছে। এ বিষয়ে জানানোর জন্য আজ দুপুর ১২টায় মিন্টো রোডে ডিবির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। খবর: প্রথম আলো

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮

দিশার বলেছেন: এতেই ছাগুর পাল আনন্দে শীতকার করছে।

২| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯

rafiq buet বলেছেন: সবগুলারে ধরে বিচারের আওতায় আনা উচিত।

৩| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫২

আকাবাকা বলেছেন: আটাও হয়তবা সরকারের সাজানো নাটক

৪| ০২ রা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৮

পথহারা সৈকত বলেছেন: গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন: মশিউর রহমান।
গ্রেপ্তারকারী : উপকমিশনার মশিউর রহমান।

দারুন কাকতালীয়, দুই জনই মশিউর রহমান। অতছ কত তফাত.....

৫| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৪

ভূতের গলির মোকসেদ বলেছেন: ভালো হইছে, এরা ব্লগটারে পতিতালয় বানাইতে চায়.।

৬| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

ভয় বলেছেন: উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। সরকারকে ধন্যবাদ। এই শয়তানই এই ব্লগে উগ্র নাস্তিকদের অন্যতম নেতা। সবাক, আসিফসহ অন্যান্য উগ্র নাস্তিকদের গ্রেপ্তার ও বিচারের অপেক্ষায় রইলাম।

৭| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

আফজালনবীনগর বলেছেন: এদের কারনেই মানুষ সব ব্লগারদের নাস্তিক ভাবে । দোষ করেছিল এই সকল নাস্তিকেরা আর দায় পড়ল সকল ব্লগারদের উপর । মুলত এদের গ্রেপ্তারে ব্লগারদের প্রতি মানুষের বিরুপ মনোভাব পরিবর্তন হবে ।তাই সকল নাস্তিক ব্লগারকে গ্রেপতারের জোর দাবী জানাই ।

৮| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: মানুষকে তার কর্মফল ভোগ করতেই হবে... এখানে নয়ত ওখানে !!!

৯| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮

অয়োময় বলেছেন: আচিপ কৈ?

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

মৈত্রী বলেছেন:
জোর করে মুখ বন্ধ করা হয়েছে...

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

নতুন বলেছেন: নাস্তিকের উসিলায় ব্লগের কন্ঠরোধের দারুন সুযোগ.... এই সুযোগ সরকার কেন ছাড়বে?

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫৩

পদ্ম (কমল দাস) বলেছেন: মন্তব্য করার জন্য সবাইকে ধন্যযোগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.