নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঋণহীন বন্ধুত্ব চাই

নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন এক

পদ্ম (কমল দাস)

নিজেকে অসাধারন ভেবে প্রতিটা দিন শুরু করে দিন শেষে ফিরে পাই, আমি একজন খুব সাধারন। অতি সাধারন একজন। ছোটবেলায় মনে পড়ে না কিছু হতে চেয়েছিলাম কিনা। এখনো ঠিক এমনই আছি। পুরাতন যে কোন কিছু খুব ভালবাসি। নতুনকেও সর্বদা স্বাগতম জানাতে কোন ক্লান্তি নেই। খুব সাধারন একজনের ব্লগে আপনাকে স্বাগতম।

পদ্ম (কমল দাস) › বিস্তারিত পোস্টঃ

কমল দাসের জরিপ। খালেদা জিয়া বলেছেনঃ আ.লীগের মধ্যে অনেক রাজাকার আছে। আপনার মতামত কি? বন্ধুরা অবশ্যই সবাই অংশ নিন।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২





কমল দাসের জরিপ।



খালেদা জিয়া বলেছেনঃ



আ.লীগের মধ্যে অনেক রাজাকার আছে।





আপনার মতামত কি?





বন্ধুরা অবশ্যই সবাই অংশ নিন।



ছবিঃ ফেসবুক থেকে সংগৃহীত।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৯

মুদ্‌দাকির বলেছেন: রাজাকারের সংজ্ঞাঃ যে, যিনি বা যারা আওয়ামিলিগ করেন না তারাই রাজাকার। যেমনঃ বঙ্গ বীর কাদের সিদ্দিকি.........ইত্যাদি

খালেদা জিয়া পড়ালেখা কম করেছেন, তাই হয়ত উনি এই সংগা জানেন না।

সঙ্গা অনুযায়ি কোন আওয়ামিলিগারের রাজাকার হবার সম্ভাবনা "শূন্য"

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩২

পদ্ম (কমল দাস) বলেছেন: হা হা হা বন্ধু। :)

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩

নায়করাজ বলেছেন: ঝাঞ্জুর সুইকে বলে, তোর পাছায় ফুটা।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪

পদ্ম (কমল দাস) বলেছেন: বন্ধুরা সবাই রসিক। :P

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪১

অেসন বলেছেন: কাদের সিদ্দীকি একমাত্র মুক্তিযোদ্ধা, যিনি রাজাকারের সার্টিফিকেট দেন।
বিচার তো হচ্ছে যুদ্ধাপরাধীর, শুধু রাজাকার হলে হবে না। সুতরাং কাদের সিদ্দীকীকে জিজ্ঞাসা করুন মখা আলমগীর যুদ্ধাপরাধী কিনা ?

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৪

মো ঃ আবু সাঈদ বলেছেন: রাজাকারের সংজ্ঞাঃ যে, যিনি বা যারা আওয়ামিলিগ করেন না তারাই রাজাকার। যেমনঃ বঙ্গ বীর কাদের সিদ্দিকি.........ইত্যাদি

খালেদা জিয়া পড়ালেখা কম করেছেন, তাই হয়ত উনি এই সংগা জানেন না।

সঙ্গা অনুযায়ি কোন আওয়ামিলিগারের রাজাকার হবার সম্ভাবনা "শূন্য"

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৮

নন্দনপুরী বলেছেন: হে আল্লাহ....ধর্ম ব্যাবসায়ী শিবির ও কিছু নাস্তিক ব্লগারদের হাত থেকে তুমি দেশ ও ইসলামকে রক্ষা কর।

৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

দূর আকাশের নীল তারা বলেছেন: আ লীগে যেমন রাজাকার আছে, তেমনি বিএনপিতেও আছে। আ. লীগ-বিএনপিতে লুকায়িত গুটি কয়েক রাজাকারের কথা যদি বাদও দেই, বাকী রাজাকার এবং রাজাকাররে দলের বিচার কি ম্যাডাম করবেন? দুই দুই বার ম্যাডাম ক্ষমতায় গেলেন, দু'বারই রাজাকারদের সমর্থন নিয়ে। আর এবার ম্যাডাম যে ভাবে রাজাকারদের পক্ষে কোমর বেধে নেমেছেন, তাতে সত্যিই মনে সংশয় জাগছে, আবার ক্ষমতায় গেলে ম্যাডাম রাজাকারদের নয়, মুক্তিযুদ্ধ করার অপরাধে মুক্তিযোদ্ধাদেরই বিচারের ব্যবস্থা করবেন।

রাজাকারদের মূল উপড়ে ফেলুন, আ.লীগ/বিএনপিতে থাকা আগাছা এমনিতেই ঝরে যাবে।

৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

পেন্সিল চোর বলেছেন: অবশ্যই আছে

৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১০:০৬

এই আমি সেই আমি বলেছেন: গুয়াজম নিজামি এরা রাজাকার না কারন এরা বিনপির জোটে আছে । এরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার ।

রাজাকারের সহিহ ও শুদ্ব তালিকা ।
১ -শেখ হাসিনার বেয়াই
২- ম খা আলমগির
৩ - ইমরানের দাদা

এই তালিকা প্রণয়নে বিশেষ সহযোগিতা করেছেন বীর মুক্তি যুদ্বা কাদের সিদ্দিকি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.