|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 তুন্না
তুন্না
	“I'm selfish, impatient and a little insecure. I make mistakes, I am out of control and at times hard to handle. But if you can't handle me at my worst, then you sure as hell don't deserve me at my best.” I Love to travel, write, and like to share my experiences and feelings with people......."
 
   
 ১.
ছোট্ট মেয়েটি এসে বাবাকে জিজ্ঞেস করল, ‘বাবা, আম্মু কি আমার যত্ন নেয়?’
চোখ বড় বড় করে বাবা খুব আদুরে গলায় বলল, ‘অবশ্যই! আম্মু তোমার অনেক যত্ন নেয়। তোমাকে খাইয়ে দেয়। অসুখ হলে তোমার সেবা-যত্ন করে। তোমাকে গান গেয়ে শোনায়।’
‘দাদুভাই কি আমার যত্ন নেয়?’
‘অবশ্যই! দাদুভাই তোমাকে গল্প শোনায়। তোমার জন্য সুন্দর সুন্দর গিফট, চকলেট নিয়ে আসে।’
‘আর দাদুমণি?’
‘দাদুমণিও।’
‘আর ফুপি?’
‘ফুপি তো তোমার জন্য পাগল। ছুটি পেলেই তোমাকে দেখতে চলে আসে।’
‘আ…র রহিমার মা?’
‘ও, ও তোমার অনেক যত্ন নেয়। তোমার কাপড় ধুয়ে দেয়, বিছানা ঠিক করে দেয়, ঘুম পাড়িয়ে দেয়।’
সবকিছু শুনে ছোট্ট মেয়েটি সন্তুষ্ট হয়ে বললো, ‘তাহলে তো আম্মু ঠিকই বলেছে। এ বাসায় একমাত্র তুমিই কোনো কাজের না।’
----------------------------------------------------------------------------
২.
শিক্ষক: মন্টু। ধরো, একটা ছাতার নিচে ১০ জন দাঁড়িয়ে আছে, কজন ভিজবে?
মন্টু: কেউই না।
শিক্ষক: কীভাবে?
মন্টু: স্যার, আপনি তো বলেননি, ‘ধরো, বৃষ্টি হচ্ছে।'
-----------------------------------------------------------------------------
৩.
প্রশ্নকর্তা: একটা প্লেনে ৫০টা ইট আছে, একটা ইট ফেলে দিলে থাকে কয়টা?
প্রার্থী: এটা তো সোজা। ৪৯টা।
প্রশ্নকর্তা: আচ্ছা, একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ কী কী?
প্রার্থী: ফ্রিজটা খুলুন, হাতিটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা: একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ কী কী?
প্রার্থী: ফ্রিজটা খুলুন, হাতিটা বের করুন, হরিণটা ঢোকান, এরপর ফ্রিজের দরজা বন্ধ করে দিন।
প্রশ্নকর্তা: বনে সিংহের আজকে জন্মদিন। সবাই এসেছে শুধু একজন ছাড়া। কে আসেনি এবং কেন?
প্রার্থী: হরিণ আসেনি। কারণ সে ফ্রিজে।
প্রশ্নকর্তা: এক বৃদ্ধা কুমিরভর্তি একটা খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই, কীভাবে?
প্রার্থী: কারণ সব কুমির সিংহের জন্মদিনে গিয়েছে।
প্রশ্নকর্তা: শেষ প্রশ্ন, তার পরও বৃদ্ধা মারা গেলেন, কেন?
প্রার্থী: উমম…আমার মনে হয়, তিনি খালের পানিতে ডুবে গিয়েছিলেন?
প্রশ্নকর্তা: না, প্লেন থেকে যে ইটটা পড়ে গিয়েছিল, সেটা তার মাথায় পড়েছিল, আপনি এখন আসতে পারেন…।
-----------------------------------------------------------------------------
 ১৬ টি
    	১৬ টি    	 +১/-০
    	+১/-০  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৫৯
তুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমার বল্গে সাগ্তম।
২|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩০
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৬:৩০
রাতুল_শাহ বলেছেন: ১ম টা অনেক হাসির ছিল।
বেশ ভাল লাগলো।
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:০৩
তুন্না বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৩|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:১৩
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:১৩
অপরিচিত অতিথি বলেছেন: sob guli e amar common porse. Khelmu na
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:২৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:২৯
তুন্না বলেছেন: এর পরের বার আনকমোন পরবে..........ওয়েট করেন!!!!
৪|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৪
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৪
এম আর ইকবাল বলেছেন:   
   
   
 
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:২৯
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৮:২৯
তুন্না বলেছেন:   
   
   
 
৫|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৪০
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৪০
রাসেল ভাই বলেছেন:   
 
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৪৪
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৯:৪৪
তুন্না বলেছেন:   
   
 
৬|  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২১
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২১
শূন্য পথিক বলেছেন: হাহা!
  ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৪
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১১:২৪
তুন্না বলেছেন:   
   
 
৭|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০৬
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ১:০৬
শার্লক বলেছেন: ভাল তয় ২ আর ৩ নং টা কমন পড়ছে।
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৩১
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৩১
তুন্না বলেছেন: কি আর করার শার্লক ভাই, ধরেন একটি রিভিউ......  
   
 
৮|  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৪১
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  রাত ৩:৪১
মাক্স বলেছেন:   
   
 
  ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৩২
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩  সকাল ১০:৩২
তুন্না বলেছেন:   
   
 
©somewhere in net ltd.
১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩৮
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩  বিকাল ৫:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: অদ্ভুদ ভাল লাগল হা হা হি হি