![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুধার রাজ্যে পৃথিবী মুক্তবাজার,
পুর্নিমার চাঁদটুকু বিলবোর্ডে ঢাকা।
আমার কবিতা তাই মুরগির মতো কুক্কুরুক ডাকা শেষে
অবশেষে গান, স্লোগান কিংবা মেশিনগান হয়ে
বিলবোর্ড ঝাজড়া করে উড়ে যাবে।
শান্তির পায়রা না হই, কাকের মতো কা কা
করে হলেও আমি স্বাধীনতা ঘোষনা করবো।
মজনু শাইএর ঘোড়া ছোটে ঢাকার পথে,
শওয়ারি নাই।
মজনু শাইএর ঘোড়া ছোটে ফুলবাড়িতে,
শওয়ারি নাই।
মজনু শাইএর ঘোড়া ছোটে শনিরআখড়া ব্রিজের উপর,
মজনু শাইএর ঘোড়া আমার বুকের ভেতর,
হরহামেশা দাপিয়ে বেড়ায়।
মজনু শাইএর ঘোড়া আমায় স্বপ্ন দেখায়,
মুক্ত মুলুক, মুক্ত কলব, আওয়াজ তুলে
হরহামেশা কুঠির সামনে দাপিয়ে বেরায়।
মজনু শাইএর ঘোড়ার পিঠে শওয়ারি চাই,
জাগো বাহে, কোনঠে সবাই?
আমি বদ্ধভুমির সন্তান, কাটাতার হয়ে রুখে দেবো
মুক্তবাজার। সহস্ত্র রাজাকারের রক্ত খেয়ে বড় হয়েছি, আমার বিষাক্ত
রক্ত খেয়ে তুমি বরং নিজের মৃত্যুটুকুই নিশ্চিত করবে। আমার গান, স্লোগান
হয়ে ঘোষনা দেবে, “আমার মাটি আমার মা, উজার হতে দেবোনা। আমার স্লোগান, মেশিনগান
হয়ে তোমার বিলবোর্ডের বুক ঝাজড়া করে আকাশ লুটাবে এই সবুজ মাটিতে।
শান্তির পায়রা না হই, কাকের মতো কা কা করে হলেও আমি স্বাধীনতা ঘোষনা করবো।
মজনু শাইএর ঘোড়ার পিঠে শওয়ারি চাই,
জাগো বাহে, কোনঠে সবাই?
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
পারভেজ আলম বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
মাক্স বলেছেন: +++++++
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৩
পারভেজ আলম বলেছেন: ধন্যবাদ
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
ৎঁৎঁৎঁ বলেছেন: শান্তির পায়রা না হই, কাকের মতো কা কা
করে হলেও আমি স্বাধীনতা ঘোষনা করবো।
মজনু শাইএর ঘোড়ার পিঠে শওয়ারি চাই,
জাগো বাহে, কোনঠে সবাই?
অসাধারন! অনেক ভালো লাগা রইলো।
ভালো থাকুন নিরন্তর।
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: জোশ আছে ! সুন্দর ।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪
কাঙ্গাল মুরশিদ বলেছেন: শান্তির পায়রা না হই, কাকের মতো কা কা করে হলেও আমি স্বাধীনতা ঘোষনা করবো।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৬
হাসান মাহবুব বলেছেন: জোস!
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১০
নেক্সাস বলেছেন: শান্তির পায়রা না হই, কাকের মতো কা কা করে হলেও আমি স্বাধীনতা ঘোষনা করবো।
স্যালুট কমরেড
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১১
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চরম!
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯
ফয়সাল হুদা বলেছেন:
ওয়াও !!
দারুণ
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
মুনসী১৬১২ বলেছেন: জোসিলা.......
জাগো বাহে মাইনসেরা সব..........
১১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:১৩
ফ্রাস্ট্রেটেড বলেছেন: চমৎকার... রক্ত গরম করা ভাংচুরের ডাক পেলাম বেশ...
কোলাজটাও খুব ভাল হইসে।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
সবুজ০০৭০০৭ বলেছেন: অসাধারণ।