নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র

পারভেজ আলম

হাসরের ময়দানে ইট কাঠ আর কংক্রিটের দেয়ালে, রক্তের কালিতে, কবিতা কালাম লিখে মরা মানুষএর মিছিলে দাঁড়ায় একবিংশের রাসুল। দুই হাত ভরা ব্যাগে নানান ব্র্যান্ডের আমলনামা।

পারভেজ আলম › বিস্তারিত পোস্টঃ

ইনসাফ ও হক প্রতিষ্ঠার জেহাদ করতে হবে

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫০

আমি মানুষ বিনা অন্য কোন ইলাহর অস্তিত্বে বিশ্বাস করিনা। মানুষের মুখ ছাড়া আল্লাহ কথা বলতে পারেন না, মানুষের হাত ছাড়া আল্লাহ এই দুনিয়ায় কল্যানের কাজ করতে পারেনা। আমি মনে করি সৃষ্টিকর্তা একমাত্র তার সৃষ্টির মধ্য দিয়েই প্রকাশিত হতে পারেন, আর তার প্রকাশের সর্বোচ্চ রূপ মানুষ বলেই সে আশরাফুল মাখলুকাত। আমার উপাস্য মানুষ, একমাত্র মানুষ, অন্যকিছু না। আমার কাছে মানুষ ছাড়া অন্যকোন মেটাফিজিকাল ঐশ্বরিক ধ্যানধারণার উপাসনা করা শিরক। আমি নিজেকে নাস্তিক পরিচয় দেইনা। কিন্তু আমার এই ধ্যানধারণাকে কারো কাছে নাস্তিক্য মনে হলে তাতে আমার কিছুই যায় আসেনা। বাংলাদেশের সংবিধান আমার নিজের খেয়াল খুশি মতো যেকোন রকম ধর্ম বিশ্বাস গ্রহণ বা বর্জন করার অধিকার দিয়েছে। এই সংবিধান আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি। ১৯৭১এর চেয়ে বড় জেহাদ আমার ইতিহাসে নাই। সেই জেহাদের অনুপ্রেরনায় বাংলাদেশের সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং অবশ্যই মানুষের জন্যেই আমার লড়াই সংগ্রাম, যুদ্ধ। মানুষ আছে বলেই খোদার কালাম আছে, কিতাব আছে। নজরুল যেটাকে বলেছেন 'মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন। কিতাবী আইনের পক্ষে থেকে যারা জনমানুষের সংবিধানের বিপক্ষে দাঁড়ায় তারা মানুষের বিপক্ষেই দাঁড়ায়। আমার চোখে তারা কাফির। এই কাফিরদের বিরুদ্ধে জেহাদই প্রকৃত জেহাদ, আর সেই জেহাদ ১৯৭১এর জেহাদের প্রেরনাতেই হতে হবে, কারন মহাত্মা আহমদ ছফা দাবি করেছেন মুক্তিযুদ্ধকে পাশ কাটিয়ে বাংলাদেশের কোন ভবিষ্যত নাই। বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিষয়ে আহমদ ছফার বক্তব্যই আমার কাছে খোদার কালাম। সেই কালামে ভরশা রেখে হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিরুদ্ধে জেহাদ করা আমি কর্তব্যজ্ঞান করি। এই জেহাদে জিতলে গাজি হবেন। মরলে শহীদ হবেন, কিন্তু বেহেশতে হুর পাইবেন এমন কোন আরব দেশীয় রূপকথা থেকে ধার করা প্রতিজ্ঞা আমি করবোনা। তবে ভবিষ্যত প্রজন্মের শহীদ মিনারে এবং তাদের ধমনির রক্তে জায়গা করে নিবেন এই প্রতিজ্ঞা করতে পারি। ভবিষ্যত প্রজন্ম আপনাকে স্মরণ করে স্লোগান দেবে, 'আমাদের ধমনিতে শহীদের রক্ত, সেই রক্ত কোনদিন বৃথা যেতে দেবোনা। মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামে যে জেহাদ করে, যে শহীদ হয়, ভবিষ্যত প্রজন্মের ধমনিতে যার রক্ত জায়গা করে নেয় তারচেয়ে বড় কোন মুজাহিদ খোদার জাহানে নাই। তার হাত দিয়াই খোদা এই দুনিয়ায় ইনসাফ এবং হক প্রতিষ্ঠা করেন।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৯

ঢাকাইয়া০০৭ বলেছেন: শয়তানের মুরিদ হইলেন কবে থ্যাইকা ?????

যে ব্যারামে ধরছে তাতে ক্যামোথ্যারাপী, রেডিওথ্যারাপীতে কাজ হইবো বইলা মনে হয়না । ডিমথ্যারাপী মাস্ট।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

নিয়াজ মোর্শেদ বলেছেন: মরলে শহীদ হবেন, কিন্তু বেহেশতে হুর পাইবেন এমন কোন আরব দেশীয় রূপকথা
বাংলাদেশের সংবিধান আমার নিজের খেয়াল খুশি মতো যেকোন রকম ধর্ম বিশ্বাস গ্রহণ বা বর্জন করার অধিকার দিয়েছে কিন্তু অপরের ধর্মকে রুপকথা বলে অপরের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার দিয়েছে কে? আপনাদের ভিতরকার নাস্তক্যতার গোড়ামি।

মৌলবাদ ও নাস্তিকতা একই বনের দুই বাঘ । উভয়েই দুই রাজনৈতিক শক্তির লাঠিয়াল হিসেবে কাজ করছে। তাদের মুখে শান্তি ,প্রগতির কথাশুনলে খুব হাসি পায়।আসুন মানবিক হই।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৫০

শাম বলেছেন: ভাই লেখা টা ভালো হয়েছে চালিয়ে যান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.