![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কঠোরতা, গালা-গালী ও অপবাদ লাগানো থেকে সম্পূর্ণ বিরত থাকা দরকার (যা দাওয়াতের মৌলিক উসূল)। কারণ, এর দ্বারা কখনো সংশোধন হয় না। বিদআতী, ওয়াহাবী ইত্যাদি অপবাদমূলক সম্বোধন হতে বিরত থাকতে হবে।
কারো কথাবার্তাকে পরিবর্তন-পরিবর্ধন, কাটছাট করে তার উদ্দেশ্যের পরিপন্থি ব্যাখ্যা করে ভুল ধারণার সৃষ্টি করা নিঃসন্দেহে বুহতান বা মারাত্মক অপবাদ, যা হারাম হওয়াতে কোন প্রকার সংশয়ের অবকাশ নেই। পরকালের কঠিন দিনের হিসাব সামনে রেখে এসব অপব্যবহার হতে বিরত থাকা অপরিহার্য। - আল্লাম শাহ আহমদ শফী (দা.বা.) , সুন্নাত-বিদআতের সঠিক পরিচয়।
প্রশ্ন ১ - ব্লগারদের বিরুদ্ধে কঠোরতা, গালা-গালী ও অপবাদ এই তিনটা কাজই হেফাজতে ইসলাম করেছে। হেফাজতের এহেন ভুমিকা শফী হুজুরের উপরোক্ত উপদেশের পরিপন্থী নয় কি?
প্রশ্ন ২- আল্লামা শফী নিজেই ব্লগারদের বিরুদ্ধে প্রচন্ড রকম কঠোর অবস্থান গ্রহণ করেছেন, যাকে তাকে নাস্তিক ট্যাগ দিচ্ছেন, শর্ত না মানলে ট্যাগ দেয়ার ভয় দেখাচ্ছেন। ওনার আদর্শ আর রাজনৈতিক কাজের মধ্যে এই রাত দিন ফারাকের কারন কি?
প্রশ্ন ৩- বুহতান বলতে আল্লামা শফী যেইসব দোষের কথা উল্লেখ করেছেন তার প্রত্যেকটা দোষ মাহমুদুর রহমান করেছে। অর্থাৎ, মাহমুদুর রহমান হারাম কাজের দোষে দোষী। তাইলে মাহমুদুর রহমানের শাস্তি দাবি করার বদলে তার গ্রেফতারের বিরুদ্ধে বিক্ষোভ কেনো করবে হেফাজতে ইসলাম?
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩
আলাপচারী বলেছেন: হেফাজতে ইসলামীর কয়েকটা ভিন্নমত পেপারে দেখা গেল। অথা১ একাধিক প্ল্যাটফর্ম আছে ঐ দলে। অর্থা১ নীরব ষড়যন্ত্র।