![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাষ্ট্র যেমনি হউক আমাদের সমাজ পিছিয়ে নাই। এর প্রমাণ গতকালই হয়েছে, যখন জনতা নিজ উদ্যোগে লাইন দিয়ে রক্ত দিয়েছে, ঝুকি নিয়ে উদ্ধার কাজে নেমে পরেছে, নিজেরাই যে কয়জনের সম্ভব জীবন বাঁচিয়েছে।
আমরা এখন যে পরিস্থিতিতে আছি তাতে আটকে পরা মানুষের জীবন বাঁচানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। উদ্ধার কাজ পুরোপুরি শেষ করতে আরো একাধিক দিন লাগবে বলে জানা গেছে। ভারী কোন যন্ত্র ব্যাবহার করে দ্রুত উদ্ধার কাজ চালানোরও উপায় নাই। অক্সিজেন মাস্ক, টর্চলাইটের মতো জরুরি জিনিসপত্রেরও অভাব। আজকে আমাদের নিজ উদ্যোগেই উদ্ধার কাজে নামতে হবে। যতোজনের সম্ভব জীবন বাঁচাতে হবে।
এই মুহুর্তে আমাদের একটা টিম সাভার যাচ্ছে উদ্ধারকাজে অংশ নিতে। সাভারে এই মুহুর্তে জীবন বাঁচানর জন্যে অক্সিজেন মাস্ক, খাবার পানি, সুকনা খাবার এবং উদ্ধারকাজের জন্যে টর্চলাইট, রড কাটার যন্ত্র ইত্যাদির দরকার। আমরা যতোটা সম্ভব যোগার করার চেষ্টা করছি। আপনারাও হাত লাগান, উদ্ধার কাজে অংশ নিন অথবা সহযোগিতা করুন।
যোগাযোগ করুনঃ
কাজী মনির হোসেন - ০১৯১৬৮০৯৬৯৩
আনিস রায়হান - ০১৭৩২৭২৯০২৭
আজম - ০১৬৮৩১৭৭৫৯৭
বাবু আহমেদ - ০১৭১৭৫৭৭৩২৭
২| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: রানা প্লাজা'র সামনে থেকে :
Click This Link
৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: রানা প্লাজা'র সামনে থেকে :
Click This Link
৪| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪০
সোর্বিয়ের বলেছেন: সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ধন্যবাদ পারভেজ ভাই।
৫| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০
ইখতামিন বলেছেন: পোস্ট টার জন্য অনেক ধন্যবাদ
৬| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: পোস্টটার জন্য ধন্যবাদ।সবাই এগিযে আসুন।
৭| ২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৫
সোহানী বলেছেন: একটা কি বিকাশ এ্যাকাউন্ট খোলা যায় না... আমরা যারা অন্য কিছু দিয়ে সাহায্য করতে পারছি না তারা অন্তত কিছু টাকা পাঠাতে পারি।
৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৪
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: ওখানে লাশগুলোতে প্রচন্ড গরমে পচন ধরছে । লাশ পচা গন্ধে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে । আমরা অধর চন্দ্র স্কুলে বরফ সরবরাহ করছি । আরও বরফ লাগবে । আর দূর্ঘটনা স্থলে গন্ধ দূর করতে বিশেষজ্ঞ পরামর্শ চাইছি ।
Click This Link
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: রানা প্লাজা'র সামনে থেকে :
Click This Link