নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিন্দু না ওরা মুসলিম ঐ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মা'র

পারভেজ আলম

হাসরের ময়দানে ইট কাঠ আর কংক্রিটের দেয়ালে, রক্তের কালিতে, কবিতা কালাম লিখে মরা মানুষএর মিছিলে দাঁড়ায় একবিংশের রাসুল। দুই হাত ভরা ব্যাগে নানান ব্র্যান্ডের আমলনামা।

পারভেজ আলম › বিস্তারিত পোস্টঃ

ব্লগারদের হ্যাডাম আছে কি?

২৪ শে মে, ২০১৩ রাত ৯:৩৯



আমরা ব্লগাররা এই সেই, আমরা জনতার অমুক তমুক, আমরা হ্যান করেছি ত্যান করেছি, আমরা শহাবাগ করেছি।



কিন্তু আমাদের চারজন ব্লগারকে অন্যায় ভাবে গ্রেফতার করার পর আমরা কারো কোনকিছুই ছিড়তে পারিনাই। তার নাস্তিক, সেই সুবাদে সরকার তাদের বিরুদ্ধে অন্যায় করলেও তাদের মুক্তি চাওয়া জায়েজ কিনা সেই নিয়া আমরা কূতর্ক করে সময় পার করেছি। বিশেষ করে আসিফ মহিউদ্দীনের ক্ষেত্রে ব্লগ ও অনলাইন সমাজের অনেকে শ্রেফ ব্যক্তিগত অপছন্দের কারনে যে অন্যায় আচরণ করেছে, তাতে সরকারের ব্লগারদের মধ্যকার বিভেদ বুঝতে ও তা ব্যাবহার করে দুইজন ব্লগারকে আলাদা করে ফেলতে সমস্যা হয়নাই। দুইজনকে জামিন দিলো দুইজনের হেয়ারিং হুদাই ঝুলায়া দিলো। সবই সরকারের রাজনৈতিক সুবিধা অসুবিধার খেলাধুলা। আর আমরা ব্লগাররা এসব দেখেও চুপ করে থাকি। কারো কোন কিছুই ছিড়তে পারিনা।



সব মিলায়া ৫ ফেব্রুয়ারীর পরে সরকার ব্লগার ও শহুরে তরুন প্রজন্মকে যে সিরিয়াসলি নেয়া শিখছিলো এখন আর তেমন সিরিয়াসলি দেখেনা। কারন আমরা ঐক্যবদ্ধ হওয়ার আগেই জামাতি ষড়যন্ত্রে টুকড়া হয়া গেছি। সবাই জানে, এমনকি একজন বিএনপি জামাতের সমর্থকও স্বিকার করবে যে 'নাস্তিক' ইস্যু আমার দেশ পত্রিকার প্লান মাফিক তৈরি করা একটা ইস্যু যার একমাত্র উদ্দেশ্য শাহবাগকে দুর্বল করা এবং জামাতকে লাইফ লাইন দেয়া। এবং তা সফল হয়েছে। আমরা ঐক্যবদ্ধ হওয়ার আগেই টুকড়া হয়া গেছি।



আমাদের দুইজন অন্যায়ভাবে আটক ব্লগারের মুক্তির জন্যে আবারো ঐক্ক্যবদ্ধ হওয়া উচিৎ। আরো কয়েকজন অনলাইন একটিভিস্ট আটক আছেন, তাদেরও মুক্তির দাবি আমাদের জানাতে হবে। তারা নাস্তিক হতে পারেন, কিন্তু যারা ইতিহাস জানেন তারা জানেন যে আমরা ব্লগাররা আমাদের যা কিছু অর্জন নিয়া গর্ব করি সেই সব হ্যান ত্যান অর্জনে এই ব্লগারদের অবদান নেহায়েত কম ছিলনা। তাদের সাথে আমাদের অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, নানান বিষয়ে ঝগড়া থাকতে পারে, কিন্তু আমরা কেউ তাদের ধরে আটকে রাখাকে সমর্থন করিনাই, আটকেও রাখিনাই। আটকে রাখছে আওয়ামী সরকার, জামাতি ষড়যন্ত্র যার পেছনে মদদদাতা।



কাদের মোল্লার ফাঁসি ঝুলায়া দিলো সরকার। আমরা এক থাকলে এই সাহস সরকার করতোনা।

মন্তব্য ৪১ টি রেটিং +৬/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৩

হাসান বৈদ্য বলেছেন: ব্লগারদের অান্দোল লুট হেয় গেছে

২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৪

পারভেজ আলম বলেছেন: আমরা রাখতে পারিনি বলেই গেছে

২| ২৪ শে মে, ২০১৩ রাত ৯:৫৭

দমকল৮৬ বলেছেন: মগাচিপ এর মুক্তি দাবী করা তো দুরের কথা , এরে ধরে লাইত্থাইতে লাইত্থাইতে বিচি গালাইয়া দেয়া উচিত ।

যাতে আর কোন নতুন মগাচিপের জন্মও না হয় ।

এর পর মগারে ধরে তসলিমার সাথে হাঙ্গা দেয়া উচিত । যাতে দুই খান...র বাচ্চা একত্রে বসে একে অন্যের খাউজানি কমাইয়া দিতে পারে ।

২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৪

পারভেজ আলম বলেছেন: আপনি ব্লগার নন। আপনার মতামত গ্রহনযোগ্য নয়।

৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:০৩

আহসান২২ বলেছেন: দমকল৮৬ বলেছেন: মগাচিপ এর মুক্তি দাবী করা তো দুরের কথা , এরে ধরে লাইত্থাইতে লাইত্থাইতে বিচি গালাইয়া দেয়া উচিত ।

যাতে আর কোন নতুন মগাচিপের জন্মও না হয় ।

এর পর মগারে ধরে তসলিমার সাথে হাঙ্গা দেয়া উচিত । যাতে দুই খান...র বাচ্চা একত্রে বসে একে অন্যের খাউজানি কমাইয়া দিতে পারে । ;)

একমত।। সাথে যেগুলা এটারে সাফোর্ট জানায় তাদেরকেও একইভাবে পুটকি থেরাপি দেওয়া যেতে পারে।।

৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:১৬

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ওপরের দুই বক্তির বচন শুনলেন তো?
বুঝলেন তো কেন ফেইল হলো?

৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৩

মিনেসোটা বলেছেন:
ব্লগে একজন লেখালেখি করে বলেই কি তাকে স্পেশাল আদর দিতে হবে?
আপনার ফেভারিট মগাচিপ কে মুক্ত করতে আপনি নিজেই মানববন্ধন করতে চাইছেন না, আর বাকিরা যাদের কাছে সে অপছন্দনীয় ব্যাক্তি, তারা কেন আসবে?

৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৫

দমকল৮৬ বলেছেন: পারভেজ ভাই , এই দমকল৮৬ মশিউর মামার নিক ।

আমি ব্লগার নাকি ব্লগার না সেই বিতর্কে যাবার কোন দরকার নেই । আমার নিজের যোগ্যতা -অযোগ্যতা সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে ।

তবে মগাচিপরে বিচি গালাইয়া খাসী করানোতে আমার সক্রিয় সমর্থন সব সময় থাকবে ।

আমি বাকি তিন জনরে নিয়া কোন মন্তব্য করি নাই ।

মানবাধিকার- অন্যায়ের প্রতিবাদ-মত প্রকাশের স্বাধীনতা এগুলো মানুষের জন্য সংরক্ষিত ।

মগাচিপের মত কোন শুয়োরের বাচ্চার জন্য না ।

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৬

পারভেজ আলম বলেছেন: শোনেন মামা, আজ থেইকা ২/৩ বছর আগে আপনার এইসব মন্তব্য আমাদের ব্লগিং ম্যাচিউরিটির সাথে সামাঞ্জস্য ছিলো। এখন আর নাই। ব্লগিং এবং ব্লগারদের অবস্থান এখন ভার্চুয়াল ছেলেখেলা না। মানুষের জীবন, মরন, ভবিষ্যতের সওয়াল। আপনের এইসব বিচি গালাইয়া খাসী কিসিমের মন্তব্য করতে হইলে পূর্ব সম্পর্কের বিধায় অনুরোধ করবোযে আমার পোস্টে মন্তব্য না করলে খুশি থাকুম।

৭| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৫

শিপু ভাই বলেছেন:
এরা যে প্রকৃতই অপরাধী তার স্বাক্ষীতো আমরাই।

আমরা অপরাধীদের বিচার চাই।


সহব্লগার হিসেবে আমরা মুক্তি চাইবো কেন???--- সঠিক বিচার চাইতে পারি।

৮| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:২৮

হিমাংশু বলেছেন: বাকস্বাধীনতা আর নোংরা বিদ্বেষ ছড়ানো এককথা নয়। আসিফের মুক্তি চাইলে মাহমুদুর রহমানেরও মুক্তি চেয়ে একটা পোস্ট দিন। দুজনই নোংরা বিদ্বেষ ছড়ানোর দায়ে অপরাধী।

২৫ শে মে, ২০১৩ রাত ১২:০৪

পারভেজ আলম বলেছেন: আপনি এটা কি কইলেন। আসিফ অথবা মাহমুদুর রহমান কাউকেই নোঙরা বিদ্বেষ ছড়ানোর অপরাধে আটকে রাখা হয়নাই। আপনি কি তাদের কারো এফআইআর পড়েছেন?

৯| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৩

মিনেসোটা বলেছেন: @হিমাংশু

চরমভাবে একমত

১০| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৩

শিপু ভাই বলেছেন: অঃটঃ
শাহবাগ আন্দোলনের প্রথম দিনেই রাস্তা অবরোধের স্বিদ্ধান্তটা আপনার ছিল। কিন্তু আপনাকে কখনো মূল মঞ্চে দেখি নাই। কেন? কয়েকঘন্টায়ই আন্দোলন ছিন্তাই হয়ে গেছিল। যারা প্রথম দিন আন্দোলনের পুরোভাগে ছিলেন - পরেরদিনই দেখি তারা কেন্দ্রে নাই। আমি শাহবাগ গিয়া একদম মাঝখানে গিয়ে দেখি কাউরে চিনি না। আমাদের ব্লগাররা সব জাদুঘরের সামনে। কিন্তু তারাই ছিল আন্দোলনের সূচনাকারী (ইনক্লুড আপনি)। খুব হতাশ হয়েছিলাম। রুদ্র চামচার মত ওখানেই পড়ে ছিল/আছে। আপনার এক্টিভিটিজ আমি দেখেছি।

কিন্তু বৃহত্তর স্বার্থে কিছু বলি নাই এ ব্যাপারে। আজ দেখেন আমাদের শাহবাগ আন্দোলনের কি অবস্থা। জামাতিরাতো সুযোগ নিবেই। ওরা হইল সাপ। কিন্তু অদক্ষ অযোগ্য নেতৃত্ব কি এজন্য একটুও দায়ী না???

১১| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৩৫

আমি শুধুই পাঠক বলেছেন: হিমাংশুর কথায় পুরোপুরি সহমত।

১২| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫৯

শুভ জািহদ বলেছেন: দমকল৮৬ বলেছেন: মগাচিপ এর মুক্তি দাবী করা তো দুরের কথা , এরে ধরে লাইত্থাইতে লাইত্থাইতে বিচি গালাইয়া দেয়া উচিত ।

যাতে আর কোন নতুন মগাচিপের জন্মও না হয় ।

এর পর মগারে ধরে তসলিমার সাথে হাঙ্গা দেয়া উচিত । যাতে দুই খান...র বাচ্চা একত্রে বসে একে অন্যের খাউজানি কমাইয়া দিতে পারে ।

=> ওরে দাদারে! পুরা মনের কথাটাই তুইলা ধরছেন। অনেক ধন্যবাদ।


কিন্তু আমাদের চারজন ব্লগারকে অন্যায় ভাবে গ্রেফতার করার পর আমরা কারো কোনকিছুই ছিড়তে পারিনাই

=> আপনার নূন্যতম কমনসেন্স থাকলে এবং আপনি মানুষ না হইলে চারজন ব্লগারের গ্রেফতারকে অন্যায় বলতে পারে। যারা এই ব্লগারের গ্রেফতাররে অন্যায় বলে তারা অশিক্ষিত, মুর্খ, অমানুষ, তারা পশুর চেয়েও অধম।

আসিফ ধর্ম অবমাননা করলে সমস্যা নাই। কিন্তু মাহমুদুর সেটা তুলে দিলেই আপনাদের মাসিক শুরু হইয়া যায়। পশুদের পক্ষেই এমনটি সম্ভব।

১৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১০:৫৯

শুভ জািহদ বলেছেন: দমকল৮৬ বলেছেন: মগাচিপ এর মুক্তি দাবী করা তো দুরের কথা , এরে ধরে লাইত্থাইতে লাইত্থাইতে বিচি গালাইয়া দেয়া উচিত ।

যাতে আর কোন নতুন মগাচিপের জন্মও না হয় ।

এর পর মগারে ধরে তসলিমার সাথে হাঙ্গা দেয়া উচিত । যাতে দুই খান...র বাচ্চা একত্রে বসে একে অন্যের খাউজানি কমাইয়া দিতে পারে ।

=> ওরে দাদারে! পুরা মনের কথাটাই তুইলা ধরছেন। অনেক ধন্যবাদ।


কিন্তু আমাদের চারজন ব্লগারকে অন্যায় ভাবে গ্রেফতার করার পর আমরা কারো কোনকিছুই ছিড়তে পারিনাই

=> আপনার নূন্যতম কমনসেন্স থাকলে এবং আপনি মানুষ না হইলে চারজন ব্লগারের গ্রেফতারকে অন্যায় বলতে পারে। যারা এই ব্লগারের গ্রেফতাররে অন্যায় বলে তারা অশিক্ষিত, মুর্খ, অমানুষ, তারা পশুর চেয়েও অধম।

আসিফ ধর্ম অবমাননা করলে সমস্যা নাই। কিন্তু মাহমুদুর সেটা তুলে দিলেই আপনাদের মাসিক শুরু হইয়া যায়। পশুদের পক্ষেই এমনটি সম্ভব।

১৪| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:১৬

বাংলার হাসান বলেছেন: কিছু শব্দ থাকে যা এড়িয়ে যেতে হয়। কিছু বক্তব্য থাকে যা একান্ত নিজের বলে গন্য হয়।

@পারভেজ ভাই, এই একই লেখা আপনি না দিয়ে যদি অন্য কেউ দিত তবে কমেন্ট করতাম না। আপনি দিয়েছেন বিধায় লিখলাম।

এবার আসি আপনার লেখার মূল বিষয়ে। ভিন্ন মত প্রতিটা ক্ষেত্রেই থাকতে পারে। চেয়ে দেখেন আপনার হাতের পাঁচ আঙ্গুলও কিন্তু সমান নয়। আসিফের বিষয়ে আপনার মতের পুরা উল্টা একজনের কমেন্টের উত্তরে আপনি তাকে যেই উত্তর দিলেন( “লেখক বলেছেন: আপনি ব্লগার নন। আপনার মতামত গ্রহনযোগ্য নয়।” ) এতে করে আপনার মনোভাব প্রকাশ পেয়েছে। অর্থা‍ৎ আপনার মতের বিরুদ্ধে যে যাবে সে আপনার দৃষ্টিতে ব্লগার নয়। ঠিক তদরুপ সে যদি একই উত্তর দেয় তাহলে কেমন হয়?

আপনি আমি এবং আমরা যেই সমাজে বসবাস করি, আমরা যদি সেই সমাজ তথা দেশের সিংহ ভাগ মানুষের অনুভূতি ও বিশ্বাসকে শ্রদ্ধা করতে না শিখি তবে আমি যেই সমাজের মানুষের সাথে বসবাস করি তারা কি আমার বিপদে এগিয়ে আসবে?

আশা করি একজন সাধারন ব্লগার হিসেবে আপনার মত একজন সেলিব্রেটি ব্লগারের কাছে আমি এই বিষয় গুলোর উত্তর পাব।

ধন্যবাদ

২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৩

পারভেজ আলম বলেছেন: মতের উল্টোমতের ক্ষেত্রে এটা বলিনাই। উনি ব্লগিং স্পিরিটের প্রতি সম্মান দেখান নাই। আমি ঠিক যেই বিষয়গুলার জন্যে আফসোস করে পোস্ট দিয়েছি উনি ঠিক তাই করেছেন, আসিফ ফোবিয়া ওনার থাকতে পারে, তার জন্যে উলটাপালটা মন্তব্য করতে পারেন। নাস্তিকদের বিরুদ্ধেও আমি মশিউর মামার পক্ষে ওকালতি করেছি এককালে। তাই বইলা ওনার ছাগলামির দায় নেবোনা।

১৫| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫০

পারভেজ আলম বলেছেন: ঘটনা হচ্ছে ব্লগার বলতে আমরা যাদের চিনতাম, যাদের দেখে ব্লগিং শিখেছি তারা আমি কি লিখেছি সেটা পড়ে বুঝতে পারতেন। মূলত এই কারনেই সামহোয়ারইনএ আর আগের মতো ব্লগিং করিনা। আমি যাদের ব্লগার হিসাবে চিনতাম তাদের এখন এই ব্লগে দেখা যায়না তেমন। উপরে কয়েকজনকে ব্লগার জানতাম, কিন্তু নাস্তিক ইস্যুতে তাদের কাজ কর্মের দায়ভার আমি নিবোনা। মশিউর মামা, আসিফ ফোবিয়া মানুষ হিসাবে আপনারে নিচে নামায়া ফেলছে, এই পোস্টে আপনার মন্তব্য তার প্রমাণ।

১৬| ২৪ শে মে, ২০১৩ রাত ১১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন: Click This Link

১৭| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:১৯

দাস্তান বলেছেন: আসিফ ধর্ম অবমাননা করলে সমস্যা নাই। কিন্তু মাহমুদুর
সেটা তুলে দিলেই আপনাদের মাসিক শুরু হইয়া যায়।
পশুদের পক্ষেই এমনটি সম্ভব।

১৮| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২৯

ম.র.নি বলেছেন: শুরুতেই বলে নেই সামু্তে আমি আপনাকে অনুসরন করি, আপনার বিশ্লেষণধর্মী,তথ্যবহুল লেখা পড়ে ভালো লাগে।

আসল কথায় আসি, বি এন, পি'র একজন একনিস্ঠ সাপোর্টার হিসেবে আপনার করা নিন্মোক্ত লাইনের সাথে উইথ ডিউ রেস্পেক্ট দ্বিমতপোষণ করছি

সবাই জানে, এমনকি একজন বিএনপি জামাতের সমর্থকও স্বিকার করবে যে 'নাস্তিক' ইস্যু আমার দেশ পত্রিকার প্লান মাফিক তৈরি করা একটা ইস্যু যার একমাত্র উদ্দেশ্য শাহবাগকে দুর্বল করা এবং জামাতকে লাইফ লাইন দেয়া

নাস্তিক মানে যদি হয় সৃস্টিকর্তা বা আল্লাহকে বিশ্বাস না করা তাহলে ঐ নাস্তিকের বিরুদ্ধে আমার কোন অভোযোগ নেই।কিন্তু যদি নাস্তিকতার নামে অন্যের বিশ্বাসে আঘাত করা, হাসি, ঠাট্রা বা হেয় প্রতিপন্ন করা হয় তা হলে উনাদের চ্যালেন্জ করা উচিত যে উনাদের উদ্দেশ কি।

জামাত ইস্যুতে দেশব্যাপি মোটামোটি একটা ভালো জনমত তৈরী হয়েছিল।দেশের একমাত্র বড় বিরুধী দল বি এন পি, তাদের মতামত বাদ দিয়ে আপনি কিভাবে একটা সুস্ঠু, সুন্দর ও গ্রহনযোগ্য বিচার করতে পারেন?বিচার করা যদি সৎ উদ্দেশ থাকতো তাহলে আজ লেজেগোবরে অবস্থা হতো?বলা বাহুল্য হবে না যদিবলি দেশে একনায়কতন্ত্র চলছে,স্বৈরতন্ত্র চলছে,বাকশালী স্টাইলে ডিসিসান ম্যাকিং হচ্ছে,সংবিধান এফোড় ওফোড় করছেন, সবই হচ্ছে কিন্তু আসল কাজ 'জামাত নিষিদ্ধ' করা তা করছেন না।আই উইশ ইউ কুড কমেন্ট অন দিস।
কমেন্টা বেশি বড় হয়েগেলো মনে হয়, বিরক্ত হলে ক্ষমা চাই।

১৯| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:২৯

নীল জানালা বলেছেন: বাংলাদেশের আইনে কি নাস্তিক হওয়া শাস্তিযোগ্য অপরাধ? আসিফের উপ্রে মানুষের এত ক্ষোভ দেইখা কিছুটা অবাক হৈতাসি। আসিফ যেই কাজটা করতো তা হৈল, কিছুটা খাউজানিসুলভ আচরনের সাথে ইসলাম ধর্মের সমালোচনা করতো। অনেক সময় কারনে অকারনেও করতো। কিন্তু আসিফের আচরনে ভালোই বোঝা যাইতো যে সে আসলে এই উপায়ে খ্যাতি পাইতে চায়। এক কথায় একটা করুনা উদ্রেককারী ব্যাক্তিত্ব। এহেন ব্যাক্তির প্রতি মানুষের করুনা না জাইগা এতটা ক্ষোভ জাগলো ক্যান এই প্রশ্নটা নিয়া আমি খুবেকটা ভাবিনা। কারন আমি এর উত্তর জানি। আসিফের উপ্রে যারা ক্ষ্যাপা তারা সবাই বুদ্ধিমত্তার দিক দিয়া ইতর শ্রেনীর। কথাটা আমি জোর দিয়াই কৈতে চাই। নীচু বুদ্ধির লোকদের স্বভাবটাই হৈল, কেউ যদি এদের উদ্দেশ্যপ্রনোদিতভাবে ক্ষেপাইতে চায় তাইলে অবশ্যই সফল হয়।
যেমন ধরেন তসলিমা নাসরিনের কথা। তিনি খ্যাতি চাইসিলেন। তাই ভীমরুলের চাকে একটু খোঁচা দিলে, অমনি ভীমরুলেরে সমস্বরে তার নামের গুন্জন করতে করতে তারে পরিচিত কৈরা তুললো।
আমি যেইটা বলতে চাইতেসি তা হৈল, আসিফরে যদি কিছু বলদ এতটা ইম্পোরট্যান্স না দিত বা ওভারলুক করতো তাইলে হয়ত তার ঐ ইরিটেটিং এ্যাকটিভিটি কমে আসতো বা সে তার আচরন বদলাতে বাধ্য হতো। সামুতে আমরা কি দেখি? সবচে হিট বা পরিচিত ব্লগার কারা? চকলেট মার্কা নারী নিকগুলা এবং তথাকথিত নাস্তিকগন।

২০| ২৫ শে মে, ২০১৩ রাত ১২:৫৩

পিনিকবাজ বলেছেন: একমত @ মিনেসোটা ও @ হিমাংশু

২১| ২৫ শে মে, ২০১৩ রাত ১:০৪

পিনিকবাজ বলেছেন: আস্তিক নাস্তিক নিজের কাছে। কিন্তু নোংরামো সমর্থন করিনা।

২২| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৪৬

মরু বালক বলেছেন:


২৩| ২৫ শে মে, ২০১৩ রাত ১:৫৪

মরু বালক বলেছেন:



আমি ১০০% নিশ্চিত! আপ্নি """ব্লগিং আমাদের অধিকার"""এই কথাটা নিজেই মানেন না।

২৪| ২৫ শে মে, ২০১৩ রাত ২:০২

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: পথম কথা, নাস্তিক নতুন করে জন্মায়নি।সব সময়ই ছিল আছে। মত থাকলে ভিন্ন মত থাকবে।

মনে করুন আমি আর আপনি দুজনই মুসলমান। দুজনই ভারতে থাকি। আমরা একদিন মা-কালী বা কষ্ণকে নিয়ে কিছু বাজে কথা বললাম। দুজন নিজেদের মধে বলতেই কিন্তু পারি।
এখন ভারতের একটি পেপারের কোনো সাম্বাদিক ওই কথোপকথন রেকড করে পেপারে ছেপে দিল। তার বিনিময়ে ভারতে থাকা বেশ কিছু মসলমান ও কিছু হিন্দু সহিসতায় নিহত হলো। এর জন দায়ী কিন্তু ওই পেপার।

ফেসবুক নিতান্তই বক্তিগত বাপার। কোনো পাঁচ বন্ধু নাস্তিক। তারা বন্ধুতে বন্ধুতে যা খুশি বলতে পারে। সেটা আমাকে পেপারে দিতে হবে?

ব্লগারদের ক্ষেতেও একই কথা।
কই ব্লগারদের কেও তো মামলা করে নি গিয়ে বা অভিযোগ করেনি। এই সহিসতার মূল হলো মাহমুদ চুদিরভাই।

২৫| ২৫ শে মে, ২০১৩ রাত ২:০৩

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: শুভ জািহদ , বোঝা গেছে বিষয়টা? মস্তকটা ‍ওকে করুন। গোবর পরিস্কার করুন।

২৬| ২৫ শে মে, ২০১৩ রাত ২:০৪

কাজী মামুনহোসেন বলেছেন: বাংলার সবচেয়ে বড় ধর্মবিদ্ধেষী এবং দেশবিরোধী দাঙ্গা সৃষ্টিকারী ফরহাদ মাজহারকে গ্রেফতার করার দাবী না জানালেও, তৌহিদি জনতা চুনোপুটি আসিফ মহিউদ্দিনের শাস্তি দাবীর মাধ্যমে দুনিয়া ও আখিরাতের অশেষ সওয়াব হাসিব করতে চায়। (হয়ত পুস্টের মাধ্যমে বিস্তারিত লিখব)

আসিফের দুষ হল সে দালালী করতে জানে না, সে যদি আজকে নিজের নামের আগে বিশেষ এক দলের বিশেষন লাগায়া, হেফাজত নামক জঙ্গি সম্প্রদায়ের অপকর্মের সাথে একমত পুষন করত, তাহলে আজ তার পক্ষে আহাজারি করার লোকের অভাব হত না।

আসিফের মুক্তির জন্য, বিশেষ এক রাজনৈতিক দলের পক্ষ থেকে মিছিল-মিটিং করা হত নিয়মিত।

আর উপরে বিরোধীতা করা অনেকেই (সবাই না), তার মুক্তির দাবীতে পুস্ট দিয়া সামু ভারায়া ফালাইত।

আফসুস।

২৭| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪০

গ্যাম্বলার বলেছেন: নাস্তিক কোন সমস্যা না। আমার ভুল না হয়ে থাকলে আপনি ও তো নাস্তিক। কিন্তু আপনাকে নিয়ে তো কারো মাথাব্যথা দেখি না।

আসিফ দিনের পর দিন মানুষের ধর্মানুভুতিতে আঘাত দিছে, যা এদেশের পেনাল কোড-২৯৫এ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। প্রচলিত আইনে তার শাস্তি হওয়া দরকার, তা জেল-ফাসি-বিচি গালানো যাই হোক। আসিফ আইন-আদালত মোকাবিলা করে আসুক। তার জন্য ম্যাতকার কেন??

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৮

পারভেজ আলম বলেছেন: দেখেন, এই বিষয়টা নিয়া ঈতিপূর্বেও কথা বলেছি। আসিফকে যেভাবে গ্রেফতার করা হয়েছে সেটা এতো সহজ সরল ব্যাপার না। তাকে গ্রেফতার করা হয়েছে হেফাজতের চাপে, সরকারের রাজনৈতিক কৌশল অনুসারে। অন্যদেরকেও তাই। ধর্মানুভুতিতে আঘাত বিষয়ক আইনটি অত্যন্ত বাজে একটি আইন, এই আইনের প্রয়োগ করতে গেলে বাংলাদেশের সকল ওয়াজকারী মোল্লাদের সবার আগে গ্রেফতার করতে হবে। বাংলাদেশে প্রতিনিয়তই বিভিন্ন ভাবে মুসলমানরা অন্য ধর্মের মানুষদের ধর্মানুভুতি আহত করে চলেছে। সুতরাং, আইনের প্রয়োগ কেনো কিভাবে হচ্ছে সেটা মাথায় রাখবেন আশা করি। যদি ব্লগ থেকে আসিফএর কোন স্পেসিফিক অপরাধ নিয়া আন্দোলন হতো এবং তার ভিত্তিতে সরকার তাকে গ্রেফতার করতো তাইলে হয়তো এটা নিয়া আলাপ এভাবে করা লাগতোনা। কিন্তু আদতে বিষয়টা তা না। আপনি হয়তো সরকারি অভিযোগনামাও দেখেন নাই, যে ধরণের অভিযোগ আছে তাতে তারে আটকে রাখার আইনগত বৈধতা নাই বললেই চলে, বিষয়টা সরকারের মাতবরি ছাড়া কিছুনা।

২৮| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৩

নিয়েল হিমু বলেছেন: অত্যন্ত লজ্জা ভারাক্রান্ত মস্তকে পোষ্টে প্লাস দিয়ে চলে যাচ্ছি ।

২৯| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৫

ওঁ বলেছেন: শিপু ভাই বলেছেন: অঃটঃ
শাহবাগ আন্দোলনের প্রথম দিনেই রাস্তা অবরোধের স্বিদ্ধান্তটা আপনার ছিল। কিন্তু আপনাকে কখনো মূল মঞ্চে দেখি নাই। কেন? কয়েকঘন্টায়ই আন্দোলন ছিন্তাই হয়ে গেছিল। যারা প্রথম দিন আন্দোলনের পুরোভাগে ছিলেন - পরেরদিনই দেখি তারা কেন্দ্রে নাই। আমি শাহবাগ গিয়া একদম মাঝখানে গিয়ে দেখি কাউরে চিনি না। আমাদের ব্লগাররা সব জাদুঘরের সামনে। কিন্তু তারাই ছিল আন্দোলনের সূচনাকারী (ইনক্লুড আপনি)। খুব হতাশ হয়েছিলাম। রুদ্র চামচার মত ওখানেই পড়ে ছিল/আছে। আপনার এক্টিভিটিজ আমি দেখেছি।

কিন্তু বৃহত্তর স্বার্থে কিছু বলি নাই এ ব্যাপারে। আজ দেখেন আমাদের শাহবাগ আন্দোলনের কি অবস্থা। জামাতিরাতো সুযোগ নিবেই। ওরা হইল সাপ। কিন্তু অদক্ষ অযোগ্য নেতৃত্ব কি এজন্য একটুও দায়ী না???


শাহবাগ নিয়ে আরো কত কি বের হবে দিনে দিনে, আর আমরাও জানব কতো কিছু


দোষী যেই ই হোক, তার উচিত শাস্তি হতে হবে, ব্লগার বলে ছাড় পাওয়ার কোন সুযোগ নেই

৩০| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:০৪

কোহকাফের বাসিন্দা! বলেছেন: পোস্টের শিরোনাম দেখে হাসলাম। ভেতরের সারকথা যদি হয় ব্লগারদের উপর ভবিষ্যত সরকারী আক্রমণের প্রতিবাদ, তাইলে ঠিক আছে। কথা হইল যাগর হ্যাডম নিয়া প্রশ্ন তুলছেন, আপনের নিজের হ্যাডমটা কুনটা জায়গায়? যেই প্ল্যাটফর্মে পোস্ট দিছেন, তার মানুষগুলারে কি এতই ফেলনা মনে হয় যে কমেন্টের রিপ্লাই দিলে জাত চইলা যায় আপনার?

আপনের লেখা পড়ি মেলাদিন, আজকে বিরক্ত হয়া কথাটা বইলা গেলাম। এই পোস্টেও সেম, সবাইরে এত ফেলনা মনে করলে, এত ব্যাস্ত হইলে পোস্ট দেন কেন?

বাংলাদেশির সৌখিন বিপ্লবীদের কম দেখি নাই আইজতরি, আপনেও তার খুব একটা ব্যাতিক্রম না।

৩১| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৪০

দায়িত্ববান নাগরিক বলেছেন: ব্লগারদের হ্যাডম ঠিকই আছে, কিন্তু কিসের অভাব আর কোথায় সমস্যা আশা করি এ পোষ্টেই ক্লিয়ার হয়ে গেছেন।

৩২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৪০

কাফের বলেছেন: কোনো ইস্যুতে আসিফ মহিউদ্দিনরাই সামনে থাইকা আন্দলোন কইরা যাইতো আর আজকে তাদের দুঃসময়ে আমরা বালডাও ফালাইতে পারছি না!
কয়েক জনের কিছু লেখা ব্যবহার কইরা সমগ্র ব্লগারদের মেরুদন্ড ভেঙ্গে দিছে জামাতিরা আর আমারদেশ পত্রিকা।
সাধারন মানুষের মধ্যে ব্লগারদের সমন্ধে একটা খারাপ ধারনা ঢুকাইয়া দিতে পেরেছে। শুধু সাধারন মানুষই না ব্লগারদের নিজেদের মধ্যে চলতে থাকা আস্তিক নাস্তিক ক্যাচাল কাজে লাগাইয়া ব্লগারদের মাঝেও বিভেদ বাড়াইয়া দিছে। আগে আস্তিক নাস্তিক ক্যাচাল থাকলেও কোনো ইস্যুতে কাজে লাগানোর মত একটা ঐক্য ছিল সেইটা ভাইঙ্গা দিছে। এখন ব্লগারদের কথার চারআনার দামও কেউ দিবো না। সরকারও এটার সুযোগ নিতাছে।

৩৩| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৮

আলাপচারী বলেছেন: সবার আগে সবার উদ্যোগ নেয়া দরকার ব্লগার সমন্ধে সাধারন লোকের নেতিবাচক ধারণা দূর করা।
আমাকে এলাকার সাধারন লোকেরা আগে সম্মানের চোখে দেখতো। এখন কেমন যেন সন্দেহের চোখে তাকায়।
নিজেদের মধ্যে চুলোচুলি না করে নিজেদের পজিশন আগের জায়গায় আনা দরকার।
মত মতান্তর থাকতেই পারে। কিন্তু প্রথমে ব্লগারদের অস্তিত্বের বিপদ কাটাতে হবে।
আলোচনা সমালোচনা কতোই তো করা যাবে। কিন্তু এই যে সরকারী বিপদ, এটি যে একদিন নিরীহ যে কারো ঘাড়েই পড়বে না এমন গ্যারান্টি নেই।
অতএব আশু কর্তব্য ব্লগারদের সরকারী খপ্পর থেকে বের করা।

৩৪| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

আমি সাইফুল্লাহ বলেছেন: Click This Link

৩৫| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:০৩

ছিপি বলেছেন: হা হা হা, রাস্তা অবরোধের ডাক আপনে দিছিলেন? =p~

শিপুর মিথ্যাচারের জবাব দেন না কেন? নাকি ভাব লন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.