![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হয়তো মৃত্যু হবে আমার বেহাল চৌরাস্তায়
ফাটলের উপর জমে আছে কিছু জল
আকাশে জমে কালো মেঘ, ভেজা বাতাস
বৃষ্টি হবে খুব
ইলেক্ট্রিক তারে কয়েকটি কাক উকি দেয়
আমার চারোপাশে হয়তো মানুষের ভীড়
অথবা কেউ নেই, একাকি
কেউ বা হস্পিটালে নিয়ে যেতে গাড়ি ভাড়া করছে
হয়তো মৃত্যু হবে আমার বেহাল চৌরাস্তায়
মৃত মানুষ-ই কেবল চিনতে পারে মৃত মানুষকে
আমি দেখি আমার চারোপাশে
শহরের একেকটি মৃত মানুষ হেটে যায়
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৯
এহসান সাবির বলেছেন: ভালো লাগলো।