![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রামপাল নিয়ে তো কম কথা হল না । প্রতিদিন-ই শত শত ব্লগ লেখা হচ্ছে । টকশো হয়েছে, বিশিষ্টজনেরা মতামত দিয়েছে, পত্রিকায়ও লেখা প্রকাশ করা হচ্ছে । লংমার্চও হল একটা । শত শত মানুষ নাকি তাতে স্বেচ্ছায় যোগ দিয়েছে, বাগেরহাট-খুলনার মানুষেরা স্বাগত জানিয়েছে । কিন্তু এতকিছুর পরও কি কাজের কাজ কিছু হল? সরকার বরং একটা প্রেসনোট ধরিয়ে দিয়েছে । আন্দোলনে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না ।
আচ্ছা, টিপাইমুখ ড্যামের কথা মনে আছে কারো? শুনেছিলাম ওটা নিয়ে একটা জাতীয় পার্টি একটা লংমার্চও করেছিল । ড্যাম আর ব্যারেজের ভিতর বিতর্ক চলেছিল এক সময় খুব । খোদ ভারতের ভিতরে এই বাঁধ নির্মাণের নিন্দা করা হয় । ডঃ জাফর ইকবালের মত লোকও এটার বিরুদ্ধে লিখেছিলেন । তা সেই প্রকল্পটার এখন কি অবস্থা? কাজ কি চলছে নাকি বন্ধ? আমরা সেটার কথা এক প্রকার ভুলেই গেছি । তবে মজার ব্যাপার হল এই প্রকল্পের সময়ও কিন্তু বিদ্যুতের দোহাই দেয়া হয়েছিল । মনে আছে?
ভারতের সাথে তিস্তা চুক্তিটার কি হল কেউ বলতে পারেন? সেই "দিদি" কি এখনো চুক্তিতে বাগড়া দেন? চুপি চুপি ট্রাঞ্জিটাও বোধহয় হয়েই গেল, কেউ ঠেকাতে পারল না ।
আচ্ছা বিশ্বজিতের কথা মনে আছে তো? কিংবা ধরুন সাগর-রুনী? বিচার কিন্তু আজ পর্যন্ত হল না । শুধু মাঝে মাঝে কিছু হুঙ্কার শুনেছি আমরা । এক শাহবাগের আন্দোলনের পরও যুদ্ধোপরাধী একজনেরও রায় এখনো কার্যকর হল না ।
খুব বেশিদিন আগের কথা নয়, রানা প্লাজার ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠেছিল । মনে আছে কি? তো এর হর্তাকর্তাদের যে হেলিকপ্টার দিয়ে ধরে আনা হল, তাদের বিচারের খবর তো আমরা আজ পর্যন্ত আমরা পেলাম না । শ্রমিকরা কি এখন নির্বিঘ্নে কাজ করতে পারছে? তাদের বিল্ডিং-এ কোনো দূর্ঘটনা ঘটার আশংকা কি একেবারেই নেই? নাকি তারা অতীত ভুলে গিয়ে সবাই "সুন্দর" ভবিষ্যতের স্বপ্ন দেখছে? দুঃখের স্মৃতি মনে করে কি লাভ, তাই না?
আমরা কিছুতেই কিছু মেলাতে পারি না । সবকিছু এক প্রকার ভুলেই যাই । এ ছাড়া আর কি-ই করার আছে, কারণ "কিছুই হবে না"। যারা কলকাঠি নাড়ছে তারা যা চাইবে তা-ই হবে । আমাদের কথা কেউ শুনবে না ।
দিন দিন তাই বাড়ছে দানবের সংখ্যা । যেই দানবগুলোর ভয়ে আতকে উঠে আমরা লুকিয়ে থাকি । একদিন এই কথাটুকু বলার কেউ অবশিষ্ট থাকবে না যে
"এত মানুষ রয়েছে পৃথিবীর, তবু দানবের কেন ভয়?
এত মানুষ রয়েছে পৃথিবীর তবু দানবের কেন জয়?"
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ.।।।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: দিন দিন তাই বাড়ছে দানবের সংখ্যা ।
যেই দানবগুলোর ভয়ে আতকে উঠে আমরা লুকিয়ে থাকি ।
একদিন এই কথাটুকু বলার কেউ অবশিষ্ট থাকবে না যে
"এত মানুষ রয়েছে পৃথিবীর, তবু দানবের কেন ভয়?
এত মানুষ রয়েছে পৃথিবীর তবু দানবের কেন জয়?"
+++