![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোথায় দাঁড়াবে হায় তুমি আর?
গড্ডালিকাময় এ গণজোয়ার
দিকে দিকে ঝড়ো সংলাপ আর রাজকীয় নাটকীয়তায়
কোথায় বল দাঁড়াবে তুমি আর??
কে আছে আজ পাশে তোমার?
সময় নেই কারো বনের শুকোর তাড়াবার
আন্দোলন আজ জ্বলবে তুষের আগুনে
দাবীগুলো হয়ে যাবে ঝাপসা
তোমার বিপ্লব হারাবে বৃথা স্বপ্নের ভিতরে
দুঃস্বপ্ন হয়ে ফিরবে দুঃস্বপ্নেই জায়গা হবে তোমার
মিলিয়ে যায় শরৎ বসন্ত কবেকার
বেঁচে থাকে শুধু আক্ষেপ জনতার
শলার আগুনে জ্বলে যায় স্বদেশ পেট্রলের মত
তবু ঘুম ভাঙ্গেনি হারায়নি কেউ খেই
দাবী আছে দাবী শুনবার কেউ নেই
অথবা বুঝবার
ছাই হয়ে মিলিয়ে গেছে রাজকীয় বাতাসে
তোমার পাশে তাই কেউ নেই, কেউ নেই !!
নেই কোথাও আর দাড়াবার
অথবা পালাবার
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।
২| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
গেন্দু মিয়া বলেছেন: "আন্দোলন আজ জ্বলবে তুষের আগুন"
"শলার আগুনে জ্বলে যায় স্বদেশ পেট্রলের মত"
সব কিছু জ্বালায়ে দিলেন তো ভাই!
ভালো লিখেছেন!
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬
বোধহীন স্বপ্ন বলেছেন: জ্বী ভাই, তাই তো পালানোর পথ নাই ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪
মহিদুল বেস্ট বলেছেন: শেষ দিকের স্তবক গুলো ভাল লেগেছে