![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন এই শেষ সময়ে আইসা হরতাল দেয়া হইল? তাও আবার ষাট ঘন্টার? যে যাই বলুক, কারণ একটাই । পরশুদিনের মহাসমাবেশে কোনো "গ্যাঞ্জাম" না হওয়াতে বৃহত্তর জামাতের কর্মী-নেতারা হতাশ । অনেক আশা ছিল, অনেক প্ল্যান, ছিল অনেক এক্সাইটমেন্ট । কিন্তু এত স্বাদের ২৫ অক্টোবর হেলায় ফেলায় কাইটা গেল উদ্যানে বইসা বইসা ।
এইটা কি মানা যায়? ঢাকা শহরের একটা গাড়িও ভাঙ্গল না, আগুন জ্বলল না, মানুষ মরল না, মাথা ফাটাফাটি হইল না, টিয়ার সেলও হইল না, এইসব কি মানা যায়? বৃহত্তর জামাতের মারমুখি কর্মীরা র্যাডি হইয়া আছে এতদিন ধইরা, অনলাইনে-অফলাইনে তাফালিং কইরা উল্টাইয়া ফালাইছে, সেই আশার গুড়ে বালি । এখন খালেদা ম্যাডামের নিজের মুখটা তো রক্ষা করতে হবে, নাকি? "মারমুখি"দের একটা সুযোগ কইরা দিতে না পারলে সে কেমনে তাদের নেতা হইল? উপায় একটাই, হরতাল !! রক্ত গরম থাকতে থাকতেই গরম গরম হরতাল । আর দেখেন তারিখটাও মিলা গেছে, সেই "ঐতিহাসিক" ২৯ অক্টোবর পর্যন্ত যেন যায় সেই ব্যাবস্থাও কইরা দিছে ।
আর হরতাল প্রত্যাহার করবে না বইলা কতই নাটক, কতই না বাহানা দেখাইল । টেলিভিশনের পর এখন সবাই দেখল টেলিফোনের নাটক । আবার বলে হরতালের কারণে বৈঠকে বসতে পারবে না । আহারে!! ফোন দিছে বইলা নিজেরে খুব ঈয়ে মনে করে আর কি, বড়লোকী দেখানোর একটা সীমা থাকা দরকার ।
কেউ আবার বলে সরকারকে চাপে রাখার জন্য হরতাল । হ ঠিক তাই । মন্ত্রনালয় কিংবা বঙ্গভবনে বিক্ষোভ করলে সরকার চাপে থাকে না, সংসদে গিয়া গঠনমূলক সমালোচনায় সরকারের কিছুই হয় না । বা অন্য কোনো ভাবে চাপে রাখা যায় না । এর জন্য চাই গাড়ি-ঘোড়া ভাংচুর আর অগ্নিসংযোগ করা, চাই মানুষ খুন, চাই রক্ত, চাই অফিসগামী মানুষের দূর্ভোগ, আরো চাই হকার এবং দিনমুজুরের পেটে লাথি মারা । কষ্ট লাগে কারণ জানি শেষমেশ এই এদেরকেই লোকে এবার ভোট দিচ্ছে ।
টেলিফোনের নাটক দেইখা একটা কৌতুক মনে পরে, সেইটা দিয়া শেষ করি । এক অংকের টিচার ছিল । সে তার ছাত্রদের প্রতিদিন বাড়ির কাজ করতে দিত । যারা না করে আসত তাদের কান ধরে দাড় করিয়ে রাখত, আর যারা অংক ভুল করত তাদেরও একই শাস্তি । তো একদিন দেখা গেল ব্যাতিক্রম, সবাই ঠিক মত হোমওয়ার্ক করছে, অংকও ঠিক আছে । তাই কেউ শাস্তি পায় নাই । তো টিচার তখন ছাত্রদের বলল, "কালকে রাতে কে কে দাঁত না মাইজা ঘুমাইছো দাঁড়াও দেখি ।" তখন একে একে সব ছাত্ররাই দাড়িয়ে গেল । টিচার একটা শয়তানী হাসি দিয়ে বলল, "এখন পুরা ক্লাস সবাই কান ধরে দাঁড়িয়ে থাক ।"
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১১
বোধহীন স্বপ্ন বলেছেন: বৃহত্তর জামাত কি স্বাদে বলি !!!!
২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫১
আখিলিস বলেছেন: জামাতের অনুমতি ছাড়া পানি খাওয়ার সাহসও ম্যাডামের আছে কিনা সন্দেহ - আর হরতাল প্রত্যাহার তো বহুদূরের কথা । বিএনপি এখন জামাতের রক্ষিতা ।
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৬
বোধহীন স্বপ্ন বলেছেন: মূল ধারার একটা রাজনৈতিক দল কি করে নিচে নামে তার নমুনা দেখলাম খালি । হুহ্হ্হ্.....
৩| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮
মো ঃ আবু সাঈদ বলেছেন: সমস্যার সমাধান কি হইছে নাকি??
তাহলে পত্যাহার করা উচিত...
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৯
বোধহীন স্বপ্ন বলেছেন: প্রধানমন্ত্রী তো আমন্ত্রণ জানাইছেই আলোচনার জন্য । যদি ঐক্যমত না হয় তখন দেখা যেত । আগেই হরতালের নামে ছেলেমানুষী করাটা কি ঠিক হল?
©somewhere in net ltd.
১|
২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৬
দুরদেশী বালক বলেছেন: প্রত্যাহার করার জন্য হরতাল দেওয়া হয় নাই।
এই হরতাল এখন প্রত্যাহার করার ক্ষমতা খালেদা জিয়ার নাই। কারণ এই হরতাল জামাত বাস্তবায়ন করবে এবং খালেদার নির্দেশ তারা মানবে না। অতএব, প্রত্যাহার করলে তো আর সম্মান থাকে না।