![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খালেদা-হাসিনার ঐতিহাসিক ফোনালাপটা শুনে আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা বুঝলাম,
>>>>>>>আপনি দশ বছর আগে আমার ছগলটা চুরি করেছিলেন, আমি কি আপনার গরুটাকে ছেড়ে দিব??!!!!
ভার্সিটির ক্লাসে লেট করে গিয়েছিলাম বলে একবার এক ম্যাডাম আমাকে প্রেজেন্ট দেন নি । তার কথা আমি ক্লাস করেত পারব, কিন্তু সেইদিনের পার্সেন্টেজ পাব না । বলা বাহুল্য, বেশিরভাগ ছাত্র-ছাত্রীরাই পার্সেন্টেজের জন্যই ক্লাস করে । সেদিন পার্সেন্টেজ তো পেলামই না, আবার টানা পঞ্চাশ মিনিট যাবৎ ম্যাডামের প্যানপ্যানানির স্বীকার ।
খালেদা জিয়ার কথা শুনে সেই ম্যাডামের কথা মনে পরল । সংলাপ হবে, কিন্তু হরতাল প্রত্যাহার করা যাবে না, বড্ড দেরী হয়ে গেছে !!!!
কাকতালীয়ভাবে ঐ ম্যাডামের নাম আবার ছিল হাসিনা
যারা প্রধানমন্ত্রীর বিনয়ীভাব দেখে বিগলিত, ভুল করবেন না । ফোনালাপটা শুধু তিনি রেকর্ড করেছিলেন বলে তার এত নরম স্বর । নাহলে বুঝতেন । অবশ্য রেকর্ড না করলে আপনারা শুনতেও পাইতেন না ।
তবে মোটকথা, আমি এখানে আশাবাদি হবার মত কিছু পাই নাই । "দশ বছর আগের মরা ছাগল" দিয়া কোনো ক্যাচালের সমাধান হয় না ।
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০
বোধহীন স্বপ্ন বলেছেন: আমারও তাই প্রশ্ন । মনে ঘুমায়-ই না ।
২| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮
তানভীর আরিফ বলেছেন: ভাল বলেছেন।
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩১
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ ।
৩| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪০
তানভীর আরিফ বলেছেন: কেন দলীয় সরকারের অধীনে নির্বাচন করা কঠিন? ফোনালাপটি তারই প্রমাণ। প্রধানমন্ত্রী জানতেন ফোনালাপটা রেকর্ড করা হচ্ছে , তাই তিনি অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে বিরোধী নেত্রীকে আক্রমণ করেছেন। আর বিরোধী নেত্রী জানতেনই না এটি রেকর্ড করা হচ্ছে । Level playing field is also absent here।
No other alternatives available. We want phono live conversation or live telecast of conversation between two leaders. Otherwise they will just kill time focusing on all the past issues and upset each other. I have a request to PM, she must be cool at the time of conversation because she is PM, her responsibilities are more than opposition leader.
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৪
বোধহীন স্বপ্ন বলেছেন: ৬ নং মন্তব্যে মনে হয় আপনার কথার জবাব পেয়ে যাবেন ।
৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৩
কাজের কথা বলেছেন: @তানভীর আরিফ
বিরোধী দলীয় নেত্রী এতই বোকচোদ, যে সে এতবছর পর প্রধানমন্ত্রীর সাথে কথা বলেবন আর সেটা রেকর্ড হবে না!!!
তার দেশের পোলাপাইন এবং তাদের টেকনোলজি জ্ঞান সম্পর্কে এত খারাপ ধারনা তার।
এত বোকচোদ মহিলা যে দেশের প্রধান মন্ত্রী হয়, সে দেশের অবস্থা তো এইরকমই হবে।
৫| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬
নদ বলেছেন: Click This Link
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩২
বোধহীন স্বপ্ন বলেছেন: জ্বী শুনেছি ।
৬| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
চলতি নিয়ম বলেছেন: কি হইলে কি হইতো সেটা বড় কথা নয়, কি হয়েছে সেটাই বড় কথা।
প্রধান মন্ত্রী কিন্তু বিরোধী নেত্রীকে বলেছিলেন যে উনি মিডিয়ার সামনেই কথা বলছেন....
@তানভীর আরিফ, কে কাকে আক্রমন করেছে? আলাপ টা আবার শুনেন। কথাবলার রেশিও ৩০:৭। এবার বুঝেন। লেভেল ক্লিয়ার
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৫
বোধহীন স্বপ্ন বলেছেন: কয়লা ধুইলে ময়লা যায় না
৭| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫৭
আমারও বলার ছিল বলেছেন: বিস্তারিত এখানে
Click This Link
২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫
বোধহীন স্বপ্ন বলেছেন: জ্বী পড়েছি । ধন্যবাদ
৮| ২৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহা রেন্টু ভাই তোমার কথা যে অক্ষরে অক্ষের ঠিক লেখছিলা জাতি হাড়ে হাড়ে টের পাইতেছে...
যারাই প্রকাশ করছে ফোনালাপ- ধন্যবাদ।
পুরা জাতি আগেও ক।রিয়ার ছিল সিটিতে হোয়াইট ওয়াশেও ক্লিয়ার রায় ...
এইবার একেবারে ষোলকলা পূর্ণ হয়েছে।
আগ্রাসী, হিংসুক কথা আর দৃঢ় জবাব দুটো শুনেই জ্ঞানীরা মিটিমিট হাসছে!!
কিছূ লাগবে না- শুধূ হাসিনারে বলতে দেন প্রাণ খূলে- যতক্ষননা ক্লান্ত হয়..........
ব্যাস বিএনপির ফলাফল ক্লিয়ার
সুয়োরাণী দুয়োরানীর মতো- যতোই নিজের নাক কেটে যাত্র ভঙ্গ করতে চায়- উল্টো ততই তার লাভ বেড়ে যায়
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮
বোধহীন স্বপ্ন বলেছেন:
খালেদাও কিন্তু কম যায় নাই । রেন্টু ভাইটা কে???
৯| ২৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১২
হাসিব০৭ বলেছেন: রাজনৈতিক কথপোকথন যদি জনগনের সম্পত্তি হয় তাহলে ভারত বাংলাদেশের সকল চক্তুই তো জনগনের সম্পত্তি। ত্হলে ওগুলো কেন কখনই প্রকাশ করা হয় না?
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৯
বোধহীন স্বপ্ন বলেছেন:
খারাপ কি? সবার চরিত্র ফাস হইয়া গেল >>
১০| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৮
হৃদয় এর স্পন্দন বলেছেন: দশ কথার এক কথা এই দুজন যতদিন আছেন জনগনের শান্তি নাই
১০ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩০
বোধহীন স্বপ্ন বলেছেন:
কিন্তু কিছুই করার নাই । এদের কে নিয়াই চলতে হয় ।
©somewhere in net ltd.
১|
২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১৮
বাগসবানি বলেছেন: ভুলেও কোনোদিন নিজের মেয়ে তো দূরে থাক, শত্রুর মেয়েরও নাম 'হাসিনা', 'খালেদা' রাইখেন না !!
এরা এত ক্যাচাল শাড়ির আচলের তলে ঢেকে রেখে রাতে ঘুমায় কেমনে ?