নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

সামু দিন দিন ঝালমুড়ি-টাইপ ব্লগ হয়ে যাচ্ছে

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৭

ইদানিং সামুর বেহাল দশা দেখে আতকে উঠছি। বড় বড় হেভিওয়েট ব্লগাররা মাঝে মাঝে এসে মেহমানের মত ঘুরে যায়। স্টিকি পোস্ট দেখে চাপা হাসি দেয়। আমার এক বন্ধু পুরোনো ব্লগ পাঠক বলেছে একটা সময় এমন হত যে একটা ভালো পোস্ট এই হঠাৎ পাওয়া গেল তো এই হঠাৎ নাই, অন্যসব ভালো ভালো পোস্টের ভিড়ে হয়তো চলে যেত পরের পাতায়। আর আমি এখন ঘুরে ঘুরে শুধু ঝালমুড়ি পোস্ট দেখি।



নির্বাচত পাতার ইদানিং তল খুজে পাই না মাঝে মাঝে। একজন ব্লগারের সত্যিকারের ভালো লেখা নির্বাচিত হয় না বলে আক্ষেপ করেন ব্লগার 'খেয়া ঘাট' । নির্বাচিত পাতায় লেখা যাবার ক্যাটাগরি কি জানি না, তবে খেয়াল করলে দেখা যায় পুরানো নির্দিষ্ট কিছু ব্লগারের লেখা এবং নির্দিষ্ট ফিচার-সংক্রান্ত লেখাগুলোই বার বার নির্বাচিত হয়। আমি স্বীকার করি তারা অসাধারণ লেখেন, কিন্তু নতুন লেখকদের দিকে কি সেই অনুপাতে ঠিকমত নজর দেয়া হয়? সবাই-ই তো লেখক,তাই না?



বাংলা ব্লগের সাথে আমার পরিচয় ফেসবুকের এদিক-সেদিক ঘুরাঘুরি করতে করতে । সেও বছর তিনেক আগে। তখন সামু অন্য্রকম ছিল, সুন্দর সুন্দর পোস্ট হত, পক্ষে-বিপক্ষে দিনভর আলোচনা চলত। আমার লেখালেখি করার ইচ্ছা ছোটবেলা থেকেই। ব্লগ পড়ে পড়ে ভাবতাম আমি কি কোনদিন তাদের মত লিখতে পারব? একটা দ্বীধা-দ্বন্দ্ব ছিল। শেষে সাহস করে একটা আইডি খুলেই ফেললাম এ বছর একুশে ফেব্রুয়ারীতে। তারপর থেকে ছোটখাট কিছু না কিছু লেখা শুরু।



কিন্তু সামুর বর্তমান অবস্থা দেখে আমি বড়ই হতাশ। একটা সময় বাংলা ভাষায় মুক্ত চিন্তার যে প্লাটফর্ম হিসেবে ছিল এ ব্লগ, তা তার স্বরূপ অনেকটাই হারাচ্ছে। এমনকি সেই মুক্ত চিন্তার মূল্যায়নও আর তেমন নেই, রেটিং নেই।



এখন ব্লগে ডুকলেই মাত্র কয়েক ক্যাটাগরির লেখা চোখে পরে। যেমনঃ-



অনলাইনের খুজে খুজে, বিশেষ করে উইকি ঘেটে ঘেটে লেখা। এই ফিচার লেখাগুলো অবশ্য অতটা খারাপ না, কোনো কোনোটা আকর্ষণীও বটে। পড়ার মত ব্লগ বলতে গেলে এগুলোই।



কিন্তু মেজাজ খারাপ হয় যখন দেখি একেকজনের গভীর রাজনৈতিক বিশ্লেষণ দেখে। প্রথম পৃষ্টা খুজলে এ ধরণের লেখা পাবেন ভুরী ভুরী। বেশিরভাগই দুইটাকা-পাঁচটাকার পত্রিকার কলামের মত। এইসব ব্লগে আবার হিটও চলে খুব। তাও হয়তো চলতো, কিন্তু সেই মূহুর্তে চুল ছিড়তে ইচ্ছে করে যখন কেউ কেউ "প্রথম আলু" কিংবা কতিপয় অখ্যাত, কুখ্যাত অনলাইন পত্রিকার লেখা পুরাটাই কপি-পেষ্ট করে দেয় ব্লগে। আবার নিচে সেই খবরের লিঙ্কও দিয়ে দেয় গর্বভরে, বোঝাতে চায় সে ফেয়ার। এটা কোন ক্যাটাগরির ব্লগিং? একজন এরকম কপি-পেষ্ট ব্লগার যেভাবে ফ্লাডিং করে বেড়াচ্ছে, তাতে আতঙ্কের সমূহ কারণ দেখি।



এছাড়া রয়েছে শরীয়তী মাসাআলা নিয়ে পোস্ট। এগুলোও ভালো। তবে কিছু পোস্ট বার বার রিপোস্ট হতে দেখলে অথবা প্রায় একই পোস্ট একাধিক ব্লগার লিখে চললে দেখতে নিশ্চই অতটা ভালো লাগে না। আর ধর্ম-সংক্রান্ত ক্যাচালগুলোও দূর্বিষহ লাগে মাঝে মাঝে। মৌলবাদীর মত একে-ওকে আক্রোমণ চলে।



এছাড়া রয়েছে ১৮+ এর হামলা। ব্লগের হিট বাড়ানোর খুব মোক্ষম একটা অস্ত্র, শুধু শিরোনামের পাশে লিখে দিবেন কিঞ্চিত ১৮+ !!!



আর ফেসবুকের নামী-বেনামী এডমিনরাও এসে ভীড় করছে ইদানিং। যদি মইয়ের মত চিড়া-চ্যাপ্টা ধরণের কোনো লেখা দেখেন, নিশ্চিত জানবেন এটা ফেবুর কোনো একটা পেজের স্ট্যাটাস। আর মুরাদ টাকলারাও এখন সামুর ব্লগার হচ্ছে। খুব শিঘ্রীই হয়তো এমন পোস্ট আমরা পাব, যেখানে টাকলা লিখবে i m janaral, ad me, ad me....

আপনাদের বিনুদনের জন্য একখান লিঙ্ক দিলাম, সামুর বহু বহুবার পঠিত পোস্ট। মজা পাইবেন।



এতসবের ভীড়েও রয়েছে কিছু কবি-সাহিত্যিক। তাদের লেখা পড়ে যাও বা কিছুটা স্বস্তি পাই। এবং এদের সংখ্যা কিন্তু অনেক। কিন্তু তারপরও ঝালমুড়ি পোস্টের আড়ালে এরা যে কখন নাই হয়ে যায়.... শুধু নির্বাচিত পাতা আছে বলে রক্ষা।;)



বোনাসঃ দুজন ক্যাচালীয় ব্লগার সংক্রান্ত কিঞ্চিত ক্যাচাল

এদের একজন নাকি কোথাকার কোন অভিযাত্রী, আরেকজনের নামটা কোন ভাষার জানি না। প্রথমজন বহুদিন থেকেই দুই এভারেস্ট আরোহীর পিছনে লেগে আছেন। মাসের পর মাস পোস্ট দিয়ে দিয়ে এদের কে জালিয়াতী হিসেবে প্রমাণ করেই ছাড়বেন তিনি। জানি না পর্বত-আরোহীদের সাথে তার কিসের শত্রুতা। তবে যদি তিনি সত্যিই অভিযাত্রী হয়ে থাকেন তবে আমরা অপেক্ষায় থাকতে পারি একজন "সত্যিকারের" এভারেস্ট বিজয়ীর জন্য, কি বলেন?

দ্বিতীয়জন আবার কিছুটা টিপিকাল। তার ক্যাচালের বিষয়বস্তু হল তাবলীগ এবং জাকির নায়েক। এদের নিয়ে ক্রমাগত পোস্ট করে যাচ্ছেন তিনি। একবার এরকম একটা পোস্ট পড়ে আমি শুধু শিরোনামটুকু ছাড়া আর কিছুই বুঝিনি। সম্ভবত এগুলো কপি-পেস্ট, তবে কপিটাও সঠিকভাবে করতে পারেনি।



এদের কথা বিশেষভাবে উল্লেখ করলাম কারণ এরা আবার একে অন্যের লেখা শেয়ারও করে। নিঃসন্দেহে ধরে নেয়া যায় নিকগুলো মূলত একজন ব্যাক্তির-ই মাল্টিনিক। লিঙ্ক দিচ্ছি না, সাধারণ ব্লগার মাত্রই এদের চিনবেন।



### যাইহোক, নিঃসন্দেহে সামুর এখন খুব আকাল পরেছে। সবই মনে হয় রাজনীতির ভিতর পলিটিক্সের মত ব্যাপার। তবে মনে হয় খুব শিঘ্রী সামু আবার আগের অবস্থায় ফিরে আসবে, ভালো ভালো লেখা আসবে, দিন-ভর আলোচনা চলবে, এই আশাবাদ-ই ব্যক্ত করছি।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: খুবই সত্য কথা , আমি যাদের লেখা পড়ে এই বল্গে আসা তাদের দেখাই যায় না । আর ভাল গল্প , কবিতা বা অন্যান্য বিষয়াদি খুব আসে। আশা করি সামু আগের চেহারাই ফিরে আসবে ।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩

বোধহীন স্বপ্ন বলেছেন:

আমিও আশা রাখি ।

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমার বাবা বলতেন সবসময় শুধু সমস্যাটা নোটিফাই করলেই চলবেনা তার জন্য সম্ভাব্য সমাধান বিষয়ক ভাবনাগুলোও ভাবতে হবে ও প্রয়োজনে উপস্থাপন করতে হবে।


আপনি সমস্যাগুলো দেখেছেন সমাধানগুলো ভেবেছেন কি?
আপনার মতে কি ধরনের পোস্ট আসা উচিৎ ও নির্বাচিত হওয়া উচিৎ?

জাস্ট কিউরিওসিটি। ছোট মুখে বড় কথা বললাম। মনে কিছু নিয়েন না। ভালো থাকবেন। শুভকামনা।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫১

বোধহীন স্বপ্ন বলেছেন:

আমি তো ওভাবে বলিনি। আমি বলিনি যে নির্বাচিত পাতায় খারাপ লেখা যাচ্ছে। শুধু বুঝাতে চাইলাম অনেক ভালো লেখাই নির্বাচিত হয় না। পাশাপাশি এমনও দেখা যায় যে কিছু কিছু লেখকের লেখা সব-সময়ই নির্বাচিত পাতায় যায়। শুধু এ ব্যাপারটাই ব্বলেছি।

আর ছোটমুখে বড় কথা বলছেন কেন? আমি-ই হয়তো একটু বেশি বলে ফেলেছি।

আপনাকেও শুভকামনা।

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৫

গোবর গণেশ বলেছেন: ক্যাচালীয় পোষ্ট দেখলে মেজাজ বিগড়ে যায়। রাজনৈতিক ঝগড়ার জন্য বিভিন্ন টকশো আছে এখানে দরকার কি?

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

বোধহীন স্বপ্ন বলেছেন:

সেটাই। একেকজনের লেখার যে বহর দেখি!! আগে ফেবুতে দেখতাম, এখন সামুতে এসে ভর করেছে।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১০

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সহমত

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৬

বোধহীন স্বপ্ন বলেছেন:
ধইন্ন্যা । মুরাদ টাকলা পোস্ট থেকে দূরে থাকবেন ।

৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৪

প‌্যাপিলন বলেছেন: ঝাল মুড়ি খারাপনা, রুচি বাড়ায়। প্রতিদিন কাচ্চি খাইলে্ আনলিমিটেড ডাউনলোডের ঝুঁকি থাকে

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩২

বোধহীন স্বপ্ন বলেছেন:
শুধু ঝালমুড়ি খাইলে কিন্তু পেটে গ্যাস হওয়ার সমূহ সম্ভাবণা । তবে কেউ কেউ আবার হৃদরোগের ভয়ে কাচ্চি খেতে চায় না, এই যা সমস্যা ।

তয় আপনার উপমাটা ভালা লাগছে ।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

বেকার সব ০০৭ বলেছেন: ভাই আপনি আমার মনের কথা বলছেন, এটা সত্য সামুতে রাজনীতিক লেখা বেশি পোস্ট হয়

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৪

বোধহীন স্বপ্ন বলেছেন:
আর বলবেন না, একেকজনের যা বহর দেখি রাজনৈতিক বিশ্লেষণের । আগে ফেবুতে পেজে দেখতাম, এখন এখানে এসেও ঝুটছে ।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৮

খেয়া ঘাট বলেছেন: হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না -
চমৎকার একটা কথা বলেছেনতো। লাইনটা খুবই ভালো লেগেছে।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন:
জ্বী অনেক অনেক ধন্যবাদ । কথাটার মাঝে যে চাপা-কষ্টটুকু রয়েছে, সেটা না হয় কিঞ্চিত আড়ালেই থাকল ।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:১৩

আরজু পনি বলেছেন:

আমি নিজেই মন মতো সময় ব্লগে থাকতে পারছি না, তাই আলোচনায় অংশ না নিয়ে পুরো পোস্টটা মনোযোগ দিয়ে পড়লাম ।

...

শুভ চিন্তায় শুভেচ্ছা রইল ।।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪১

বোধহীন স্বপ্ন বলেছেন:
স্বগতম আপু । আমার সামান্য লেখাটুকু মনোযোগ দিয়ে পড়েছেন বলে খুশি হলাম ।

৯| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৭

অস্পিসাস প্রেইস বলেছেন:
খেয়া ঘাট বলেছেন:

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না -
চমৎকার একটা কথা বলেছেনতো। লাইনটা খুবই ভালো লেগেছে।

আরজুপনি বলেছেন:

আমি নিজেই মন মতো সময় ব্লগে থাকতে পারছি না, তাই আলোচনায় অংশ না নিয়ে পুরো পোস্টটা মনোযোগ দিয়ে পড়লাম ।

...

শুভ চিন্তায় শুভেচ্ছা রইল ।।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:২২

বোধহীন স্বপ্ন বলেছেন:
আপনাকেও শুভেচ্ছা ।

১০| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩৪

অশ্রু কারিগড় বলেছেন: খেয়া ঘাট বলেছেন: হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না -

১১| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার একটা বিশ্লেষণী পোষ্ট। আপনার অধিকাংশ কথার সাথেই সহমত প্রকাশ করছি। সত্যি বলতে বাংলা ব্লগ একটি কঠিন সময় পার করছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার জয়জয়কার, নানা ভাবে নন্দিত নিন্দিত। যারা ভালো লিখত, তারা অনেকেই লিখেন না, ব্যক্তিগত সমস্যা, সামাজিক নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তাহীনতা এবং সর্বপরি ফেসবুকের প্রভাব।

সত্যি বলতে আমরা ভালো পাঠক হারাচ্ছি। ভালো মানের পাঠক না থাকলে কিন্তু ভালো লেখকও পাওয়া সম্ভব নয়। এখন যারা ব্লগে আসছেন তারা অনেকেই এখনও ব্লগ বা ব্লগিং কি এই ধারনটার সাথে নিজেদেরকে মিলেয়ে নিতে পারেন নি। তারা অনেকেই জানেন না, ফেসবুক, টুইটার আর ব্লগ অনেক পার্থক্য আছে। সব মিলিয়ে আমরা এখন একটি ফাঁকা স্থানে আছে। এই শূন্যস্থান পূরন বেশ কঠিন ও সময় সাপেক্ষ ব্যাপার।


যাই হোক, ব্যক্তিগত ভাবে আমি চাই, আমাদের ব্লগারদের পাঠক হিসেবে দক্ষতা বাড়ুক, ভালো ভালো বই পড়ূক, যখন এই চর্চাটি ফিরে আসবে, তখন হয়ত আবারও আমরা ভালো ভালো লেখক পাব।

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২

বোধহীন স্বপ্ন বলেছেন:

ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য । ব্লগ আর সোস্যাল মিডিয়ার মধ্যে পার্থক্যটা আমাদের বোঝা উচিৎ । অনেকে দেখি চ্যাটবক্স চায় সামুতে । এটা তো ব্লগের বিষয় না, ব্লগে কেন চ্যাটবক্স থাকবে? ওগুলো থাকবে সোস্যাল মিডিয়াতে ।

আরো একটা বিষয় খারাপ লাগে ইদানিংকার কিছু পোস্টের বিষয়-বস্তু দেখে । এইমাত্র প্রথম পাতায় একটা মৌলবাদী পোস্ট দেখলাম ।

১২| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১১

অ্যানোনিমাস বলেছেন: ঝালমুড়িই তো খাইতে মজা

২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

বোধহীন স্বপ্ন বলেছেন:

বেশি খাইলে কইলাম পেট খারাপ হইবেক ।

১৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৩২

ৎঁৎঁৎঁ বলেছেন: সামু তার জৌলুস হারাচ্ছে কেন সেটা যারা দীর্ঘদিন ব্লগিং করছেন তারা হয়তো বলতে পারবেন ভালো করে। ভালো ব্লগারের অভাব? ভালো পাঠকের অভাব? পরিবেশের অভাব? নাকি অনেক গুলো কারনের অনেককিছু মিলে এই অবস্থা!

উপরে কা_ভা কিছু ভালো পয়েন্ট বলেছেন। আগের ভালো ব্লগার রা কেন এখন সামুতে ব্লগিং কতছেন না, এই কারনগুলো জানা বথাকলে হয়ত ভালো ভাবে বোঝা যেত!

আপনার বিশ্লেষনে ভালো লাগা রইলো!

২৬ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

বোধহীন স্বপ্ন বলেছেন:

ধন্যবাদ মন্তব্যের জন্য । আশা রাখি সামু আবার আগের রূপে ফিরবে । পুরোনো ব্লগারদের লেখা আবার পাবো । সাথে নতুন নতুন ভালো লেখকরাও আসবে । এটাই কামনা করি ।

১৪| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮

মুদ্‌দাকির বলেছেন: এই মাত্রই একটা( আমার শেষ পোষ্টটা) রিপোষ্ট দিলাম!! মাফ করবেন!! ইচ্ছা হচ্ছিল কারো সাথে কথা বলি, আজ কাল তো কেউ মন্তব্যই করেন না, দেখি সফল হই কি না !!!! :( :( :(

আমার সংকলন পোষ্ট গুলো ভালো লাগে!!!

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৭

বোধহীন স্বপ্ন বলেছেন:

স্বাগতম । আপনার ব্লগে একবার চোখ বুলিয়ে আসলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.