নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের ১৪-১৫ ডিসেম্বর বাশের কেল্লার একটি হারিয়ে যাওয়া পোস্ট

১৪ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

একাত্তর সালের ১৪ অথবা ১৫ ডিসেম্বরের দিকে বাশের কেল্লা নামক ফেসবুক পেইজে একটা বিষেশ স্ট্যাটাস দেয়া হয়। স্ট্যাটাসটি ছিল অনেকটা এরকমঃ-



ভয়ংকর ষড়যন্ত্র চলছে।



আজ রাতে ঢাকা ভার্সিটির শিক্ষক সহ বেশ কিছু বুদ্ধিজীবীকে কে বা কারা ধরে নিয়ে যায়। তাদের পরিবার থেকে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত তারা কেউ ফেরত আসেনি। সম্ভবতঃ আসবে না।



বন্ধুগণ, এটা ভারতীয়দের দোসরদের আরেকটি ষড়যন্ত্র। আমরা জানি এইসব নামধারী বুদ্ধিজীবীদের বেশিরভাগ-ই নাস্তিক এবং মুর্তাদ। এরা কখনোই আমাদের মুসলিম উম্মাহ্‌র পক্ষে ছিল না। ঠিক এই সুযোগটাই নিচ্ছে মুক্তিযোদ্ধা এবং প্রবাসী সরকার নামক ভারতীয় এজেন্টরা। এইসব বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে তারা নিশ্চিতভাবে পাকবাহিনী ও শান্তিকমিটির উপর দোষ চাপাবে। এভাবে বিদেশীদের সহানুভূতি আদায়ের চেষ্টা করবে। পাশাপাশি তাদের এজেন্ডা বাস্তবায়নের বাধাও দূর হবে। কেননা, এইসব নাস্তিকেরা যতই খারাপ হোক না কেন, তারা ভারতের অপশক্তির হাতে দেশকে তুলে দেবে না। সুতরাং তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য এদের সরিয়ে দিতে হবে।



খবরটি এখনো বাংলাদেশ বেতারে আসেনি। যদি আসেও, সঠিক তথ্য তারা দিবে না। সবাই সতর্ক হোন। শেয়ার করে জানিয়ে দিন। সোনার পাকিস্তান ভাঙ্গার উল্লাসে মত্ত দুস্কৃতিকারীদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। দেশের বেশিরভাগ অংশই আমাদের দখলে। বিজয় আমাদের সন্নিকটে। আত্নসমর্পনের গুজবেও কান ডেবেন না। ইনশাল্লাহ, আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না









-------------------------------------------------------



এমন-ই ছিল স্ট্যাটাসটা। সৌভাগ্যক্রমে তখনো ফেসবুকের জন্ম হয়নি। তাই সেদিন হাজারো তরুন এই বিভ্রান্তির হাত থেকে মুক্ত থাকতে পেরেছিল... আমরাও কিছু বিনুদন থেকে বঞ্চিত হয়েছি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: মজার হলেও সত্য ! :(

১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৩

বোধহীন স্বপ্ন বলেছেন: হুমমমম... এই ফেসবুকিও প্রপাগান্ডা মেশিনগুলোই দেশকে দুভাগ করে দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.