নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

"মার্চ ফর ডেমোক্রেসি"তে সম্ভাব্য কিছু স্লোগান

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি-সহ আঠারো দলের গণতান্ত্রিক লংমার্চ। দেশের আনাচে-কানাচে সবখান থেকে মানুষকে ডাকা হয়েছে ঢাকা অভিমূখী এ মার্চে অংশ নেয়ার জন্য। এ ধরণের কর্মসূচীতে কিছু স্লোগান থাকা আবশ্যক, নইলে জোশ পাওয়া যায় না। তো যেহেতু গণতন্ত্র রক্ষার জন্য এ কর্মসূচী, সেই কারণে নিম্নোক্ত কিছু স্লোগান এতে শোনা যেতে পারে বলে ধারণা করা যায়।





"স্বৈরাচার নিপাত যাক

গণতন্ত্র মুক্তিপাক"




"নূর হোসেনের রক্ত

বৃথা যেতে দিব না

নূর হোসেনের স্বপ্ন

বৃথা যেতে দিব না"




"নূর হোসেনের হাতিয়ার

গর্জে উঠো আরেকবার"




"স্বৈরাচারের হাতিয়ার

ভেঙ্গে দাও গুড়িয়ে দাও

ফ্যাসীবাদের হাতিয়ার

ভেঙ্গে দাও গুড়িয়ে দাও"







"গণতন্ত্র না পরিবারতন্ত্র?

গণতন্ত্র! গণতন্ত্র"




"নির্বাচন না গণতন্ত্র?

গণতন্ত্র! গণতন্ত্র"





"স্বৈরাচারের সাথে কোন

আপস নাই! আপস নাই

ফ্যাসীবাদীর সাথে কোন

আপস নাই! আপস নাই"
(তিনি আবার আপসহীন নেত্রী কিনা!)



"ভোটের বাক্সে লাথি মারো

গণতন্ত্র কায়েম কর"





"একতরফা নির্বাচন

মানি নাই মানবো না"




"দুনীয়ার গণতন্ত্র-কামী

এক হও! এক হও"





"গণতন্ত্রে বিপ্লব

বিপ্লবে মুক্তি"



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০২

ইউরো-বাংলা বলেছেন: + করুন

গণতন্ত্র বাকশাল
একসাথে চলে না।

২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৮

বোধহীন স্বপ্ন বলেছেন: গণতন্ত্র আর মানুষ পোড়ানোও কিন্তু একসাথে চলে না..... ধন্যবাদ

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৭

Eisenheim বলেছেন: শেষপর্যন্ত মনে হয় একটামাত্র স্লোগানেই এসে ঠেকলো আন্দোলনটা,

গোপালগঞ্জের নাম ধাম,
বদলে দাও, পালটে দাও!


:-B :-B

১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১০

বোধহীন স্বপ্ন বলেছেন: !:#P !:#P !:#P

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মাইনাস টু নয় মাইনাস ওয়ান- এবারে মাইনাস হলো জনগন।

ভোট ভাতের অধিকারের নেত্রী দাবীকারী এবার ভোটের অধীকার ছিনিয়ে নিয়েছে!
সামনে কি তবে ভাতের অধিকার হারাতে যাচ্ছে জনগন!!!!!!!! ;)

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০

মামুন হতভাগা বলেছেন: হা হা হা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.