![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**প্রথম জন**
কেউ আমাকে অনুসরণ করছে। আমি বেশ কয়েকবার পিছনে তাকিয়ে নিশ্চিত হয়েছি। আমার পিছনে অনেক্ষণ ধরেই লেগে আছে লোকটা। আমি যেদিকে যাই, সেও সেদিকে যায়। আমি মোড় ঘুরলে সেও তাই করে। আমি অনেক চেষ্টা করেও তাকে পিছন থেকে সরাতে পারছি না।
লোকটার বয়স হিসেবে তাকে তরুণ বলা চলে। ফর্সা মুখে খোচা খোচা দাড়ি। দেখতে নিরিহ গোছের হলেও তার গায়ের জবরজং জ্যাকেটটা সন্দেহ ধরিয়ে দেয়। এই শীতের সকালে ঠান্ডার পোশাক পরে আছে সবাই। আমার গায়ে আছে একটা খয়েরী চাদর। আর পিছনের ওই লোকটা পরেছে কালো রঙের মোটা জ্যাকেট। কেন যেন মনে হয় এই জ্যাকেটের আড়ালে আছে একটা ইউনিফর্ম। অথবা নাও থাকতে পারে, ইদানিং তো সাদা পোশাকে কিংবা সিভিল ড্রেসেই গোয়ান্দা বিভাগের লোকেরা ঘুরে বেড়ায়। অথবা এই লোক কোন ইনফর্মারও হতে পারে। হয়তো ছদ্মবেশে কাজ করছে। কে বলতে পারে?
হাতের ভারী বাজারের ব্যাগটা ভালোভাবে আকড়ে ধরি। বাইরে থেকে কিছুই বুঝা যায় না, এর ভিতরে আছে কয়েকটা সাধারণ হাতবোমা। একেবারে খোলা নয়, প্রথমে খবরের কাগজ, তার উপর তিন স্তরের পলিথিন মোড়ানো। তাই ভিতরে কি আছে তা কাক-পক্ষীও টের পাওয়ার কথা না। তবু সাবধানের মার নেই। এরা কিভাবে কিভাবে যেন ঠিক-ই খবর পেয়ে যায়।
যা খুশি হোকগে। আমি এখন নিরাপদে এটা জায়গামত পৌছে দিতে পারলেই খুশি। বিনিময়ে টাকাও পাব অনেক। তবে এভাবে পিছন পিছন একটা টিকটিকি নিয়ে আসাও কোন কাজের কথা না। সামনের গলিটাতে ডুকার পর এদিক-ওদিক গোলক ধাধায় ঘুরে ফিরে একটা ব্যাবস্থা করা যাবে। ভাবতে ভাবতে আরেকবার পিছনে তাকালাম। হ্যা, লোকটা এখনো আছে।
**দ্বিতীয় জন**
সামনের ওই লোকটার কি সমস্যা বুঝলাম না। খালি বার বার পিছনে তাকাচ্ছে। বিষয়টা কি? শীতের সকালে হাটতে বেরোলাম। এটা আমার একটা বিনোদন। হাটা পথে একটু দূরের একটা টং দোকানে বসে সিগারেট আর চা খাই, দোকানের মামার সাথে একটু খোশগল্প করি। ইদানিং রাজনৈতিক অবস্থা ভালো না, কখন কি হয়, কোথায় কোথায় ককটেল ফুটে তার সব খবর শুনি। এটাও একটা বিনোদন।
ককটেলের কথা মনে হতেই ভাবলাম সামনের লোকটারসাথে ওই ককটেলবাজদের সম্পর্ক নেই তো? হতেও তো পারে। তার হাতে যেই ব্যাগটা দেখছি, তার মধ্যে হয়তো এত এত ককটেল। আজ রাতেই বা তার আগেই এগুলো ফোটানো হবে-- ঠাস্ ঠাস্ গ্রুম গ্রুম...হাহাহা... পুরাই বিনোদন।
আবার সে পিছনে তাকালো। নাহ্, এর মনে হয় আসলেই ঝামেলা আছে। একবার ভাবলাম দাড় করাই, একটু হুম্বি-তম্বি করা যাবে। পরে সেটা বাতিল করে দিলাম, বলা তো যায় না কখন কি হয়।
**শেষের জন**
আমার সামনে জবরজং জ্যাকেট পরা ছেলেটা হেটেই চলেছে। এই গলি সেই গলি যেই গলিতেই যাই, ছেলেটা আমার আগে আগে চলে সব সময়। তবে আমার লক্ষ্য এই ছেলেটি নয়, বরং তার সামনের ওই যুবকটি, যার হাতে একটা বাজারের ব্যাগ।
সামান্য নিরিহ গোছের একটা চটের ব্যাগ হলেও আমি জানি ওই ব্যাগে আছে ভয়ংকর হাতবোমা, অনন্ত আমার পাওয়া তথ্য যদি সঠিক হয়। এই মূহুর্তে সেটা সঠিক বলে মনে হবার কারণ দেখতে পারছি। ব্যাগ হাতে যুবক বার বার পিছন ফিরে তাকাচ্ছে, মনে হয় ভয় পাচ্ছে। তার মানে ব্যাপারটা সত্য। একেবারে কিছুই না হলে লোকটা এমন আচরন করত না।
আমার উপর দায়িত্ব হল তাকে অনুসরণ করা, যাতে ওদের আস্তানাটা চেনা যায়। তারপর হেড কোয়ার্টারে জানিয়ে দিলেই রেইড হবে। এইবার পেয়েছি তপমাকে বাছাধন।
আর সবচেয়ে মজার ব্যাপার হল ওই কালপ্রিটটা মোটেও আমাকে সন্দেহ করছে না। বরং বার বার জ্যাকেট পরা ছেলেটার দিকেই তাকাচ্ছে। তারমানে বোকাটা ওই ছেলেটাকেই সন্দেহ করছে। ভালো ভালো, যতক্ষণ এরকম চলবে ততক্ষণ আমার কাজ খুব সহজ হয়ে গেল।
ব্যাগহাতে যুবক বায়ে মোড় নিল, ছেলেটা মনে হয় সোজাই হাটছে। যাও বাছাধন, ভালো কাজ দেখিয়েছ তুমি।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। বলতে পারেন আপনার অনুপ্রেরণাতেই আজ কি-বোর্ডে হাত দিলাম।
২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল পড়ে। অনেক গোছান একটি লেখা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৭
বোধহীন স্বপ্ন বলেছেন: লেখা নিয়ে সন্দিহান থাকি সবসময়, নিজের কাছেই অগোছালো মনে হয়। আপনার মন্তব্য আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
ধন্যবাদ কান্ডারী ভাই।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।বোমাতংক! ভাবলেই গা শিউরে ওঠে।কার পিছনে কোন বিপদ যে অনুসরণ করে কখন কোথায় কীভাবে ।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
বোধহীন স্বপ্ন বলেছেন: কিছুই বলা যায় না। ধন্যবাদ কবি সাহেব।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯
শুঁটকি মাছ বলেছেন: বেশ লাগলো গল্পটা। কিছুটা আলাদা।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১১
বোধহীন স্বপ্ন বলেছেন: যাক কিছু একটা তাইলে হইছে। :!>
ধন্যবাদ মন্তব্যের জন্য।
৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২১
মশিকুর বলেছেন:
গল্পে সৃজনশীলতার পরিচয় পাওয়া গেল +
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০
বোধহীন স্বপ্ন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন।
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২
বৃতি বলেছেন: অন্যরকম গল্প। সুন্দর
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২০
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।
৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫
মুনেম আহমেদ বলেছেন: ভাল লিখেছেন।পড়ে মূগ্ধ হলাম
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
বোধহীন স্বপ্ন বলেছেন: খুশি হলাম শুনে। ধন্যবাদ।
৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৯
লেখোয়াড় বলেছেন:
ভিন্ন মুডের লেখা। বিবরণ টাইপের হলেও গোছানো হয়েছে।
এইজন্য অনুসারিত হয়েছি গল্পের মতোই।
ভাল লাগল।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ জানবেন। লেখা নিয়ে একটা খেদ ছিল, সেটা আর থাকল না।
৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৫
স্বপ্নবাজ অভি বলেছেন: রাজপথের দৃশ্যপট ফুটিয়ে তুলেছেন !
ভালো লেগেছে !
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৬
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১২
অপর্ণা মম্ময় বলেছেন: খুব খুব খুব ভালো লাগলো গল্পটা।
নতুন এই আতংক ককটেল , পেট্রোল বোমার ভয়াল থাবা থেকে আমাদের দেশটা মুক্তি পাক।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৮
বোধহীন স্বপ্ন বলেছেন: এই কামনাই করি প্রতিনিয়ত। দেশে আবার শান্তি ফিরে আসুক।
১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০
সকাল রয় বলেছেন:
রাশিয়ান কিছু গল্পগুলো এমন ষ্টাইলে লেখা। পড়েছিলাম।
অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন।
০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪
বোধহীন স্বপ্ন বলেছেন: মন্তব্যটা দেখে বড়ই আশ্চর্য হলাম।
আপনিও ভালো থাকবেন।
১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩
নাছির84 বলেছেন: ভিন্নমাত্রার গল্প। তবে আরেকটু বড় হলে ভাল হতো। তিয়াস মেটেনি তো তাই ! শিরোনাম যথার্থ। শুভ কামনা।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪১
বোধহীন স্বপ্ন বলেছেন: আরেকটু বড় হয়তো করা যেত, একটু ডিটেইল লেখা যেত। ব্লগে এর বেশি বাড়ালাম না।
১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১
সুমন কর বলেছেন: চমৎকার উপস্থাপন !! বলার ধরণটা ভাল লাগল।
ভাল হয়েছে।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৪
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ সুমনদা। ভালো থাকবেন।
১৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
উদাস কিশোর বলেছেন: ধারুন লিখেছেন বস
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর
১৫| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: দ্যা পারফেক্ট ওয়ান।
গল্পে ও লেখনীতে ভালোলাগা।
০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৭
বোধহীন স্বপ্ন বলেছেন: উরি বাবা... ধন্যবাদ মন্তব্যের জন্য।
১৬| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৮
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সুন্দর একটি পোস্ট পড়লাম
১০ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩
মামুন রশিদ বলেছেন: দারুণ! চমৎকার লিখেছেন