![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নতুন একটা বাংলা সিনেমা চাই
কোন বড় নাটক কিংবা টেলিফিল্ম নয়,
কেবল একটা পূর্ণ-দৈর্ঘ বাংলা সিনেমা
একটা একশন সিনেমা চাই
যাতে থাকবে বাংলার সুপারম্যান ম্যাক ইউরি
থাকবে হাজারো তরুনীর স্বপ্নের মাসুদ রানা
আর পাগল বিজ্ঞানী যে রাঙ্গামাটির পাহাড় গুড়িয়ে দিতে চায়
অথবা কুয়াশাও চলতে পারে
কাল্পণিক দূদর্ষ মাফিয়া নয়
থাকবে কালা জাহাঙ্গির কিংবা সুন্দরবনের রাজু বাহিনী
বাংলাদেশ বিমানের চোরাচালান-কারী গোষ্ঠী
সিনেমায় ফেরদৌসের আতলামী ভরা ডায়লগ থাকবে না
কিংবা জলীলের সার্কাসম
যে ছবির স্ক্রিপ্ট হবে আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পের মত
আর নির্মাতারা আইফেল টাওয়ার বা বোটানিকাল গার্ডেনের
গোলাপের বাগান থেকে অভিনয়ের দিকে বেশি নজর দিবে
আমি একটি সিনেমা চাই যাতে
গুলশান ক্লাবের শীশা খাওয়া ছেলেটি নতুন জীবন খুজে পায়
কারণ ছবিটি মূলতঃ তার হতাশাময় জীবন নিয়েই তৈরি
আমি সিনেমা চাই যাতে বুড়ো হাবড়া নায়কগুলো
ভার্সিটির ছাত্র হয়ে যাবে না
আমি একটা কমেডি ছবি চাই
যে ছবিতে এফডিসি'র প্রতিষ্ঠিত কমেডিয়ান কেউ নেই
নেই অনন্ত জলীলের ভিএফএক্স
তারপরও গম্ভীর দেশের দর্শকের মাঝে আসবে একটু অনাবিল হাসি
বলুন দেশের আপামর সিনেমাখোর ভাইয়েরা
আমার চাওয়াটা কি খুব বেশি হয়ে গেছে??
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৭
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ অন্য ভাবনা।
২| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৭
মামুন রশিদ বলেছেন: স্বপ্ন পুরণ হোক!
১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। দেশের চলচ্চিত্রের উন্নতির ধারা বজায় থাকুক।
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার
১৪ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৫
বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮
অন্য ভাবনা বলেছেন: ভালো লেগেছেঃ