নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কবিতা ঃ ঘুড়ি

১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫১

বাতাসে ভেসে ভেসে আটকে গেছি আমি ঘুড়ি

কোনো এক গাছের পাতায়-শাখায়

আমার চারপাশে বায়ু বয়ে যায়, নিরবতার সুরে

পাতায় পাতায় উঠে কম্পন-কোলাহল

আমাকে নিয়ে যায় না তবু

দোলা দিয়ে যায় দূর দিগন্তে হারাবার

মাঝে মাঝে আমি আকাশ দেখি

একঘেয়ে নীলাকাশে মেঘ জমে উঠে উৎসবে কখনো বা



বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়েছি কতকাল

পাখির কলতানে বৃত্তাল্পনা

পেঁজা মেঘ ডাকে ইশারায় রোদেলা দিনে

আকাশের মত নীল সাগর

মসৃণ-গতি অ্যারোপ্লেন

দূরের তারা

অথবা কারো চোখের গভীরতা

ডাক দিয়ে যায় আমার অহর্ণিশ হারিয়ে যাবার

আটকে আছি একা বেওয়ারিশ ঘুড়ি কতকাল

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ডাক দিয়ে যায় আমার অহর্ণিশ হারিয়ে যাবার
আটকে আছি একা বেওয়ারিশ ঘুড়ি কতকাল


ভালো লাগলো

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ কাগজের নৌকা।

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগলো !

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৮

বোধহীন স্বপ্ন বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

মামুন রশিদ বলেছেন: আটকে আছি একা বেওয়ারিশ ঘুড়ি কতকাল


খুব চমৎকার লিখেছেন ।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯

বোধহীন স্বপ্ন বলেছেন: আসলেই আটকে এছি, বের হতে পারছি না।
ধন্যবাদ মামুন ভাই।

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

নাছির84 বলেছেন: চমৎকার কবিতা। ভাল লাগা..

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

সাদমান সাদিক বলেছেন: ভাল লাগা রইল

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০১

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ সাদ্মান সাদিক।

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৭

অপ্রচলিত বলেছেন: ডাক দিয়ে যায় আমার অহর্ণিশ হারিয়ে যাবার
আটকে আছি একা বেওয়ারিশ ঘুড়ি কতকাল


দারুণ লিখেছেন, বিশেষ করে শেষ দুটি লাইন অদ্ভুত সুন্দর।
ভালো লাগা জানিয়ে যাচ্ছি।

একগুচ্ছ প্লাসের শুভেছা নিন।
++++++++++++++++++++++++++++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০২

বোধহীন স্বপ্ন বলেছেন: প্লাস দিয়ে তো ছয়লাভ হয়ে গেল :)
আপনাকে একগুচ্ছ ধইন্ন্যাপাতা

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৪

সুমন কর বলেছেন: ঘুড়ি কিন্তু বৃষ্টিতে ভিজে গেলে, শুকিয়ে যেতে পারে না; ছিঁড়ে যায় ! |-)

কবিতা ভাল লাগল। শেষে একটু বেশী।

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

বোধহীন স্বপ্ন বলেছেন: কল্পণা করে নিন এটা একটু অন্য ধরণের ঘুড়ি। ;)
ধন্যবাদ।

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

সকাল রয় বলেছেন:

অনেক অনেক সুন্দর

১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৮

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ সকাল রয়।

৯| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৫

সেলিম আনোয়ার বলেছেন: াতাসে ভেসে ভেসে আটকে গেছি আমি ঘুড়ি
কোনো এক গাছের পাতায়-শাখায়
আমার চারপাশে বায়ু বয়ে যায়, নিরবতার সুরে
পাতায় পাতায় উঠে কম্পন-কোলাহল


শুরুটা বেশি ভাল লাগলো ।

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

বোধহীন স্বপ্ন বলেছেন: অন্যদের কথা বাদ, কবি যখন বলেছেন, তাইলে এটাই ঠিক।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১০| ১৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

ইখতামিন বলেছেন:
বাতাসে ভেসে ভেসে আটকে গেছি আমি ঘুড়ি
আটকে আছি একা বেওয়ারিশ ঘুড়ি কতকাল

দুটো অংশই ভালো লাগলো।

ঘুড়িটা মনে হয় প্লাস্টিকের তৈরী...

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৪

বোধহীন স্বপ্ন বলেছেন: দেশে প্লাস্টিকের ঘুড়ি-ই বেশি চলে। হুম্‌ম্‌, তাহলে আর ভিজলে সমস্যা নাই। ভালো পয়েন্ট ধরেছেন।

ধন্যবাদ মন্তব্যের জন্য।

১১| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

শায়মা বলেছেন: আটকে পড়া ঘুড়ি!:(

১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

বোধহীন স্বপ্ন বলেছেন: হুম, কোন নড়চড় নাই। :( :(

১২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দারুন এবং ভীষন ভাল লেগেছে

১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর কবিতায় +++

১৯ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ কান্ডারী ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.