নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি

হাজারটা স্বপ্ন একটি বাস্তবতাকে বদলাতে পারে না

বোধহীন স্বপ্ন

কিছুই ভালা লাগে না।

বোধহীন স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

কয়েকটি ন্যানোগল্প

১১ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

চতুর্মাত্রিক ব্লগে একবার দুটি ন্যানোগল্প লিখেছিলাম। এগুলো লেখার সুবিধা হল মাত্র এক কি দুই-তিন লাইনের গল্প, লিখায় কষ্ট কম ;) আজ কয়েকটা লিখে ফেললাম এই ব্লগে। গল্প গুলো আমার মতই নিতান্ত সাদামাটা।







মশাড়ি

আরমানের কপালে হালকা রক্তের দাগ লেগে আছে। শালা মশাড়ি টানিয়ে ঘুমাবি না?!







তিস্তার পাড়ে

তিস্তা পাড়ের বাজারটিতে এখনো ভারতীয় গান চলে। কোলকাতার সিনেমার গুলোর গানের চাহিদা এখানে সবচেয়ে বেশি।







ছেলেটি

তেতলা বাড়িটির বিপরীতে চায়ের দোকানটিতে ছেলেটিকে দেখা যায় প্রতি বিকেলে। যখন ছেলেটি আসে, খুব হাসিখুশি মনে হয় তাকে। কিন্তু সন্ধ্যায় ফেরার সময় তার মনটা খুব খারাপ থাকে, যেতে যেতে বাড়িটির দিকে পিছন ফিরে তাকায়।







দান

রতন নামের টোকাই ছেলেটি আজ সকাল থেকে অভুক্ত। খাবারের সন্ধানে এদিক-ওদিক ঘুরতে ঘুরতে মোড়ের মসজিদটির কাছে এসে পরে যেখানে জুম্মার নামাজের আয়োজন চলছে। রতন শুনতে পায় এক লোক মসজিদের উন্নায়নে দান করেছে পাঁচ হাজার টাকা।









গণহত্যা

শত শত লাশ পরে আছে রক্তাক্ত। আকাশে উড়ছে শকুনেরা। তার মাঝে বেঁচে যাওয়া একটি আহত লোক আকাশের দিকে চেয়ে হাত নেড়ে কিছু বলছে।







অলসতা

......................................................................................................

.....................................................................................................

.....................................................................................................

...............................................(নিজের মত বসাইয়া নেন)

মন্তব্য ২৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:০০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ন্যানো গল্প সুন্দর ভাল হইছে

ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

১১ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:১৯

বোধহীন স্বপ্ন বলেছেন: আপনাকে স্বাগতম।

২| ১১ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

মামুন রশিদ বলেছেন: 'দান' বেশি ভালো লাগছে । ন্যানো গল্পের ধারনাটা সুন্দর ।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৪

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই। জুম্মার নামাজে টাকা উঠানোর সময় আইডিয়াটা মাথায় এসেছিল।

৩| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪২

রাজীব নুর বলেছেন: সত্যকে মিথ্যা দিয়ে ঢাকা এবং জেনে-শুনে সত্য গোপন করা কোন ব্লগারের কাম্য হওয়া উচিত নহে।

৪| ১২ ই এপ্রিল, ২০১৪ রাত ১:২৭

আমিনুর রহমান বলেছেন:




দান আর গনহত্যা বেশি ভালো লেগেছে !


অনুগল্পে +++

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৬

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ আমিনুর। ভালো থাকবেন।

৫| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৪

আমিই মিসিরআলি বলেছেন: দান বেশি ভাল লাগছে +++++++++

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৪

বোধহীন স্বপ্ন বলেছেন: সবাই "দান"এর কথা বলছেন। তবে আমার কাছে "তিস্তার পাড়ে" ভালো লেগেছে বেশি।

ধন্যবাদ মন্তব্য ও প্লাসে।

৬| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:১০

তৌফিক মাসুদ বলেছেন: আমি এই ধরনের লেখাগুলিকে আবার পরমাণু গল্প নামে প্রথম আলো ব্লগে পোষ্ট দিতাম। আপনার লেখাগুলিও ভাল লাগল।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৫

বোধহীন স্বপ্ন বলেছেন: "পরমাণু গল্প" নামটা জোস্‌। এখন থেকে সেই নামেই ডাকব।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১২ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩০

বৃতি বলেছেন: "অলসতা" গল্পটাও ভাল লেগেছে। ন্যানোগল্প ভাল লাগলো :)

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৭

বোধহীন স্বপ্ন বলেছেন: কি দিয়ে শূণ্যস্থান পূরণ করলেন সেটা আগে বলেন... ;)

ধন্যবাদ মন্তব্যে

৮| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:১৩

বিদ্রোহী বাঙালি বলেছেন: এই ধরণের গল্পে বক্তব্য থাকে সংক্ষিপ্ত কিন্তু ঘনত্ব থাকে বেশী। আপোনার গল্পে বক্তব্য সংক্ষিপ্তই আছে কিন্তু ঘনত্ব একটু কম মনে হল। তবে গল্পগুলোর বিষয়বস্তু ভালো। ধন্যবাদ বোধহীন স্বপ্ন।

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫৯

বোধহীন স্বপ্ন বলেছেন: আমি বড় সাদামাটা একজন মানুষ, ভারী জিনিস মাথায় আসে না। তবু মনের আনন্দের লিখে যাই।

শুভকামনা রইল।

৯| ১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:০৬

উদাস কিশোর বলেছেন: বেশ ভাল লাগলো গল্প গুলো

১২ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:০০

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ

১০| ১২ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২০

রাবেয়া রব্বানি বলেছেন: দুই নম্বরটি বুঝি নাই। বাকি বাদ অনেক ভালো লাগছে। আপনার আইডিয়া ভালো

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৪

বোধহীন স্বপ্ন বলেছেন: এটা আসলে আমাদের একদিকে ভারোতের শোষণ আরেক দিকে মানুষের লাগাম ছাড়া ভারত-প্রীতির প্রতি একটা শ্লেষ কাজ করেছে। তিস্তা'র পানি চুক্তির কথা মনে আছে তো??

১১| ১২ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

সকাল রয় বলেছেন:
ন্যানো শুভেচ্ছা

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬

বোধহীন স্বপ্ন বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা

১২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ন্যানো গল্পগুলো খুব ভাল লাগলো।

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১

বোধহীন স্বপ্ন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৪

কান্ডারি অথর্ব বলেছেন:


অলসতাটাই বেশি পছন্দ হইছে :)

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩

বোধহীন স্বপ্ন বলেছেন: B-) B-)

কি দিয়ে শূণ্যস্থান পূরণ করলেন সেটা আগে বলেন...

১৪| ১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬

জাহাঙ্গীর.আলম বলেছেন: আপনার থিমগুলো সুন্দর ৷ সবগুলোই ভাল লাগল ৷

১৫ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৬

বোধহীন স্বপ্ন বলেছেন: মন্তব্যে অনেক অনেক ধন্যবাদ জানবেন

১৫| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৭

হাসান মাহবুব বলেছেন: ইন্টারেস্টিং কনসেপ্ট।

১৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

বোধহীন স্বপ্ন বলেছেন: একটু চেষ্টা আর কি। ধন্যবাদ হামা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.