নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

যারা নাস্তিক তথা আসিফদের মৃত্যু কামনা করে ধর্ম কে কলঙ্ক মুক্ত করতে যেয়ে আসিফদের পাবলিসিটি বারিএ দেয়!

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৪

একজন আলোচিত ব্লগার আসিফ মহিউদ্দিন হামলার শিকার হবার পর থেকেই আজ এখন পর্যন্ত তাকে নিয়ে গালা গালি, সমালোচনার শেষ নেই।

আসিফ কে গালা গালি, তার মৃত্যু কামনা তার গালে জুতা মারা, ইত্যাদি ভাবে হেয় প্রতিপন্ন করার কারন কম বেশি আমরা সবাই জানি।



সেই উল্লেখ যোগ্য কারন গুলোর মধ্যে অন্যতম হল সে একজন নাস্তিক। সে ধর্ম বিশ্বাস করে না তার লেখা গুলো ধর্ম বিরোধী। তার ধর্ম বিশ্লেষণী লেখা গুলোতে ধর্মের বিরুদ্ধে যেভাবে যুক্তি দেখানো হয় এবং ধর্ম যে মানুষেরই মন কে সান্তনা দেবার জন্য গড়া তা যেভাবে ফোটে উঠে, তাতে করে আর ধার্মিক দের ধর্ম রক্ষা হয় না। ধার্মিক দের ধর্ম হাল্কা হয়ে যায়! তখন কিছু ধার্মিক বেক্তি আছে যারা তাদের ধর্ম কে পুনরায় ভারী করার জন্য আসিফ এর মত নাস্তিক দের লেখায় গিয়া হাগু করে, বিস্রি ভাবে গালি গালাজ করে তাদের নিজেদের শরীরই অপবিত্র করে ফেলে।



কিন্তু এমন একজনকেও পাউয়া যায় না যারা সুস্থ যুক্তির মাধ্যমে সেই সব ধর্ম বিরোধী লেখা গুলোর যুক্তি খণ্ডন করতে। যদিও দুই একজন যুক্তি দেখায় কিন্তু তাদের সেই যুক্তির শেষ কথা হল, ''যাই বল না কেন, তাল গাছ কিন্তু আমার''



যেই সব মূর্খের দল আসিফ কে নিয়ে এই ধরনের নোংরামি করে যাচ্ছে এবং বুঝাইতাছে যে আসিফের মত একজন নাস্তিকরে গালাগালি করলেই, আসিফ কে মেরে ফেললেই, আসিফ কে জুতা পেটা করলেই তাদের ধর্ম রক্ষা হয়ে যাবে, তাদের ধর্মে আসিফ যে কালিমা মাইক্ষা দিছিল তা মুছে যাবে । তাহলে আমি বলবো তোমাদের আমি মূর্খ বলে এতটুকু ভুল করি নি।

তার কারন, হিন্দু মুসলমান খ্রিষ্টান, যদি সৃষ্টিকর্তা বলে কিছু থেকে থাকে এবং তোমরা তোমাদের সৃষ্টিকর্তা কে ভগবান, আল্লাহ্‌, ঈশ্বর যাই বলে থাকনা কেন, তাদের যদি সত্যিই কোন ধর্ম থেকে থাকে তাহলে সেই ধর্মে কখনো কোন সাধারন মানুষ কালিমা মাখতে পারবেনা। তাই অযথা নাস্তিকদের মৃত্যু কামনা করে নিজেদের ইমানের দুর্বলতার পরিচয় দিও না।



আর যদি তোমরা ভেবে থাকো যে এভাবে আসিফ রা ধর্ম নিয়া লেখা লেখি করলে মানুষ সব বিধর্মী হয়ে যাবে , তাই এদের মৃত্যু কামনাই শ্রেয়, তাহলে আমি বলবো তোমাদের সৃষ্টিকর্তার উপর কোন বিশ্বাস নেই। তোমরা নিজেরাই ধর্ম টা কে সত্যি বলে মাননা। শুধু মাত্র বাণিজ্য করার জন্য ধর্ম কে ব্যাবহার কর। কারন এমন কোন শক্তি নাই যে সৃষ্টিকর্তার ধর্ম কে অবজ্ঞা করে কেও নাস্তিক হয়। আর যদি অএই যায় তাহলে সেটাও সৃষ্টিকর্তার ইচ্ছা। কারন আমরা সবাই জানি সৃষ্টিকর্তার ইচ্ছা বা হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না।



তাই পরি শেষ এইটাই বলতে চাই, আস্তিক ভাইয়েরা, তোমরা নাকে তেল দিয়া ঘুমাও। কারন এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হইতাছে। তাই আর আসিফের চরকায় তেল না দিয়া এইবার নিজের চরকায় তেল দাও। আর যদি টা না কর তাহলে বুঝা গেল তোমরা আল্লার বা সৃষ্টিকর্তার ইচ্ছার দাম দিতে জাননা। আর যদি সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে এই দাম না দেউয়ার জন্য কেয়ামতে তোমাকে চড়া মূল্য দিতে হপে।

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: আসিফের চরকায় তেল না দিয়া এইবার নিজের চরকায় তেল দাও।

কথা সত্য। কান্নাকাটির রোল পড়া দেখে মজাই লাগে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫

বাদল দিনের গান বলেছেন: :P

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

পাগলাগারদের পাগল বলেছেন: বিরাট কুতুবি পোস্ট দিয়ে বেরিয়ে গেল, বিরাট আসিফ ভক্ত ভাইজান।ও আসিফ তো তাদের খোদা। সব ধর্ম নিয়ে না লিখে ইসলাম ধর্মের মাইনষের পাছায় আঙুল দিয়া বন্ধ করতে বলেন,না হইলে আমরাও গরম শিক পাছায় দিয়ে যাব গালাগালিতেই।। আপনার আসিফ রে যেয়ে এই কথাডা বুঝায়া কন যে নিজের চরকায় তেল দিতে।।চ্যাটের পোস্ট মারায়ছে এইখানে।।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

মাথানষ্ট০০৭ বলেছেন: আসিফ বোকচোদ এই ছাগলগুলার জন্যই সুপারহিট হইয়া গেলো। X(

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৯

পাগলাগারদের পাগল বলেছেন: মাথানষ্ট007 বলেছেন: আসিফ বোকচোদ এই ছাগলগুলার জন্যই সুপারহিট হইয়া গেলো।।।

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৪

মাথানষ্ট০০৭ বলেছেন: পাগলাগারদের পাগল@
ছাগল কাদের বলছি বুঝছো তো, নাকি এম্নি সাপোর্ট দিলা?

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪০

ইমন রকস বলেছেন: আর শীৎকার করে সামুর বাতাস স্যাঁতস্যাঁতে কইরেন না। আসিফ মনে কথা দিছে আপনাদের মত কিছুরে নুবেল এর ভাগ দিবো। তাই আসিফ মিয়ার নিয়া এত কান্নাকাটি।আর কারা কান্নাকাটি বেশি করে সেটা স্টিকি পোস্ট দেখে বুঝস না? আসিফের বালচোষা মডুরা টানাইছে ঐ পোস্ট।

আর শুনেন আসিফের মত আবালা বাচলেও কিছু আমার যায় আসেনা, মরলেও না। ওর মত আবালের মৃত্যু কামনা করে টাইম নস্ট করতে চাইনা আর সুস্থতা কামনা করেওনা। বুজছস??



আর আসিফের কুকীর্তি নিয়া পোস্ট দিলে যদি আসিফ হিট হইয়া যায় তাইলে দায়িত্ব বান নাগরিককে বলি ছাগু পন্দানো পোস্ট দিলে কি ছাগুরা হিট হয়ে যায়না? মাথায় আপনাদের এত বুদ্ধি নিয়া রাতে ঘুমান কেমনে?

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

উড়ালপঙ্খি বলেছেন: শকুনের দোয়ায় গরুই মরে না আর আসিফ এর মত মানুষ তো অনেক দুরের কথা

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

বাদল দিনের গান বলেছেন: কথা সত্য।

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

রাতুলবিডি২ বলেছেন: লেখকের এই অসামন্য পোষ্টের জন্য কিছু নগ ন্য হাদিয়া :

নিজেকে খোদার চেয়ে শক্তিশালী দাবী করা আসিফ
Click This Link

আসিফের কাছে বাবা-মেয়ে বা মা-ছেলে যৌন সম্পর্ক স্বাভাবিক !
Click This Link

পর্ণ সাইট এডমিন আসিফ
Click This Link

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

বাদল দিনের গান বলেছেন: আসিফ আবার কবে খোদার সাথে শক্তি পরীক্ষায় মাঠে নামছিল, জানতাম না তোঁ?
সেই শক্তির লড়াইয়ে কি আসিফ জিততে পারছিল? টা না হলে সে নিজেকে বেশি শক্তিশালী দাবি করবে কেন? আপনি কি রেফারী ছিলেন?
আপনি কি পর্ণ দেখায় অভ্যস্ত নাকি, আপনি তার পর্ণ সাইট কিভাবে পাইলেন?

৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৮

পাগলাগারদের পাগল বলেছেন: @মাথানষ্ট007 বুঝায়া বলেন যে ছাগল কাদের বললেন।যদি আমারে বইলা থাকেন তবে ভালই বলছেন।হাজার হইলেও স্বজাতি চিনেছেন এইডাই কয়জনে চিনতে পারে বলেন।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.