![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুক্ষণ আগে এক আন্দোলনরত ভাই কে দেখলাম গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে নিজেকে জ্বালিয়ে দিয়ে তার আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে। আমি তার দেশ প্রেম দেখে অবাক হয়েছি। এবং দেশের প্রতি মানুষের এই ভালোবাসা আছে বলেই আজ রাজাকারদের ফাঁসির দাবিতে সারা দেশের মানুষ এক হতে পেরেছে। দেশ প্রেম আছে বলেই মহা সমাবেশে আজ লাখো মানুষের গন জোয়ার বইছে। লাখো কণ্ঠে একসাথে বার বার উচ্চারিত হচ্ছে 'রাজাকারের ফাঁসি চাই'।
বাংলার মানুষ আজ আবারও প্রমাণ করলো যে বাঙ্গালীর স্বাধীনতার গৌরব কে কলংকমুক্ত করতে তারা জীবন দিতেও প্রস্তুত।
শুধু তাই নয়, বাঙ্গালীর এই আন্দোলন ততদিন ধরে চলবে যতদিন না সমস্ত রাজাকারদের ফাঁসি হয়।
তাই আমি সেই সব সাহসী ভাইদের কে বলতে চাই, আমাদের কে এভাবে মরে গেলে চলবে না। আমাদের মরতে হলে লরাই করে মরবো। যতক্ষণ না দেশ রাজাকার মুক্ত না হয়, যতক্ষণ পর্যন্ত দেশের সরকার জামাত- শিবির কে নিসিদ্ধ না করে ততোক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।
আমরা আমাদের লরাই চালিয়ে যাবো। সারা দেশ ব্যাপী এই আন্দোলন চলবে। দেশের সাধারন মানুষ তাদের দাবি পুরন না হলে ঘরে ফিরবেনা। আজ আমরা শপথ করে রাজপথে নেমেছি। রাজাকারদের ফাঁসিতে ঝুলিয়ে জয়ী হয়ে তবেই বিজয়ীর বেশে ঘরে ফিরবো। রাজাকারের বংশ নির্বংশ করে তবেই আমরা বিজয় উৎসবে মেতে উঠবো।
লাল সবুজের ওই পতাকা উরধে তুলে ধরে চিৎকার করে বলবো, মা এই দেখ তোমার দেশের পতাকা আজ রাজাকার মুক্ত দেশের আকাশে কি সুন্দর ভাবে মাথা উচু করে উরছে। তোমার দেশের দামাল ছেলেরা স্বাধীনতার কলঙ্ক কে মুছে দিতে পেরেছে।
আমার ভাইয়ের রক্তের বদলা আমরা নিতে পেরেছি। আমার বোনের সম্ভ্রম নিয়ে যারা পশুর মত খেলায় মেতেছিল, আজ তোমার বাংলার দামাল ছেলেরা সেই নরপশুদের তোমার বাংলার মাতিতেই পুতে ফেলতে সমর্থ হয়েছে।
জনতার সংগ্রাম চলবে।
জয় বাংলা। জয় আমার মা, মাটি তথা আমার বাংলাদেশ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
বাদল দিনের গান বলেছেন: ধন্যবাদ। আমরা বাঙ্গালী, আমরা থামার পাত্র না। আমরা শেষ না করে থামি না। জয় বাংলা।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
সমকালের গান বলেছেন: জয় বাংলা।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১১
বাদল দিনের গান বলেছেন: রাজাকারের ফাঁসি চাই। কাদের মোল্লার ফাঁসি চাই।
জয় বাংলা।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সুখোই-৩৫ বলেছেন: সবাই গেয়ে উঠুন, জয় বাংলা বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয়, কোটি প্রাণ একসাথে, জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এইতো সময়।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
বাদল দিনের গান বলেছেন: আজ কোটি প্রানে একি সুর বেজে চলেছে। ধন্যবাদ।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
হাঁসি মুখ বলেছেন: বিচার পতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা।
বিচার পিতি তোমার বিচার করবে যারা,
আজ জেগেছে এই জনতা।
তোমার গুলি তোমার ফাঁসি
তোমার কারাগারের পেষন
শুধবে কারা বুঝনি তা এই জনতা।
আজ জেগেছে এই জনতা
শুধবে কারা বুঝনিতা এই জনতা।
আজ জেগেছে এই জনতা
তোমার সভায় আমির যারা ফাঁসির কাঠে ঝুলবে তারা।
তোমার রাজা মহারাজা করজোড়ে মাগবে বিচার।
ঠিক যেন তা এই জনতা।
বিচার পতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা।
বিচার পিতি তোমার বিচার করবে যারা,
আজ জেগেছে এই জনতা।
তারা নতুন প্রাতে প্রান পেয়েছে,
তারা নতুন প্রাতে প্রান পেয়েছে।
তারা ক্ষুদিরামের রক্তবিজে প্রান পেয়েছে,
প্রান পেয়েছে,প্রান পেয়েছে।
তারা জালিয়ানের রক্ত স্নানের প্রান পেয়েছে।
তার ফাসির কাঠে জীবন দিয়ে প্রান পেয়েছে।
গুলির ধারে কলজে ছিড়ে প্রান পেয়েছে
প্রান পেয়েছে এই জনতা।
বিচার পতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা।
বিচার পিতি তোমার বিচার করবে যারা,
আজ জেগেছে এই জনতা।
নিশ্ব যারা সর্বহারা।
তোমার বিচারে তোমার বিচারে
সেই নিপিড়িত জনগনের পায়ের ধারে
ক্ষমা তোমায় চাইতে হবে নামিয়ে মাথা হে বিধাতা।
ক্ষমা তোমায় চাইতে হবে নামিয়ে মাথা হে বিধাতা।
রক্ত দিয়ে শুদতে হবে নামিয়ে মাথা হে বিধাতা হে বিধাতা।
রক্ত দিয়ে শুদতে হবে নামিয়ে মাথা হে বিধাতা হে বিধাতা।
বিচার পতি তোমার বিচার করবে যারা
আজ জেগেছে এই জনতা।
বিচার পিতি তোমার বিচার করবে যারা,
আজ জেগেছে এই জনতা।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
বাদল দিনের গান বলেছেন: ধন্যবাদ । আমাদের সংগ্রাম চলবেই।
রাজকারদের ফাঁসি চাই।
জয় বাংলা।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
ডাঃ মোঃ কায়েস হায়দার চৌধুরী বলেছেন: চালিয়ে যান। আমরা থামব না।