নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

একটি অদ্ভুত স্বপ্ন ! (ছোট বেলায় সবাই দেখেছি! )

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১৯

তখন আমার বয়স পাঁচ কি ছয় বছর।আব্বার সাথে নানির বাড়ি বেড়াইতে গেছি। আমার একটা মামাতো ভাই ছিল আমার বয়সী। সারাদিন তার সাথে মহা আনন্দে খেলা ধুলা করে কাটানোর পর সন্ধ্যা নামতেই আম্মার জন্য মনটা খুব আনচান কইরা উঠলো!:(( আমি হঠাৎ বাড়ি যাবার জন্য মরা কান্না শুরু করলাম!:((

তখন নানি আমার কান্না থামাবার জন্য অনেক কসরত করতে লাগলো!;) আমার নানু কান্দেনা, আজকে আমি তোমারে সাথে নিয়া ঘুমামু আর মজার মজার কিচ্ছা শুনামু!B-)

এই কোথা শোনার পর কিছুটা শান্ত হলাম !:) কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে নানির সাথে তার খাটে ঘুমাতে গেলাম, দেখি আমার মামাতো ভাই টাও হাজির আমাদের সাথে ঘুমাবার জন্য!X( যাইহোক নানি তার কোথা মত তার দুই পাশে দুই জনকে রেখে সে মাঝখানে শুয়ে শুয়ে আমাদের কিচ্ছা শুনাতে লাগলো! :Pআমরাও কিচ্ছা শুনতে শুনতে ঘুমাই গেলাম!

:-* (এখন অনুমান করতে পারি), রাত তিনটা কি চার টা হবে, হঠাৎ নানির চিৎকার এবং তার সেই চির চেনা ডায়লগ, ওই গোলামের ঘরের গোলাম!X(( কোন গোলাম এই কাম করছস ক খালি !X((X(( ঘুম থেকে ধুরমুর করে উঠে বসে দেখি আমার সারা শরীর পানিতে ভেজা! :-*খানিক টা ভয় পেয়ে গেলাম! :-*:-*

নানিরে জিগাইলাম, নানি চিল্লাও কেন কি হইছে? বাছানায় এতো পানি কে, বন্যা হইছে নাকি? :-/

তখন নানি বুঝতে পারছে ইহা আমার কাম না! :|একটু পর আমিও বুঝতে পারলাম আমার মামাতো ভাই ঘুমের ঘোরে হিসু কইরা দিছে ! ;);)

তখন আমি বীরের বেশেB-) আমার মামাতো ভাইরে কইলাম, কিরে তুই এইখানে মুতলি কেন?X(( তখন আমার মামাতো ভাই কয়, আমি এইখানে মুতমু কেন?X( একটু আগে না তুই আর আমি পশ্চিমের খেতের বাতুর ( আইলের) উপর বইসা এক লগে মুইত্তা আইলাম?:-*:-* আমি নানির মুখের দিকে তাকাইয়া ফেল ফেল চোখে তাকাই রইলাম! :-*:-*

ওইদিন বুঝিনাই, আমার মামাতো ভাই কিভাবে ওই কাম ডা ঘটাই ছিল!:-* কিন্তু আজ বুজতে পারি এবং মাঝে মাঝে মনে হলে একা একাই হাসি!:P:P আসলে ওইদিন আমার সেই ভাই স্বপ্নে নানির বিছানায় মুতে দিয়েছিলো!;);)



এতদিন পর এই গল্প বলার কারন আজ আমি ঠিক এই রকম একটা কাজ হইতে দেখলাম একটু ভিন্ন ভাবে!

আমার এক ভাতিজী আছে ( ৫ বছর ) সে আজ আমার সাথে ঘুমাইছিল!:) একটু আগে দেখি বিছানা ভেজা!:-* এবং সে সজাগ পেয়ে উঠে বসেছে!

আমি জিজ্ঞেস করলাম, কি হইছে মা মনি? সে তখন লজ্জা পেয়ে ফোকলা দাতে হেসে দিয়ে বলল, কাকাই আমি না একটা মজার স্বপ্ন দেখেছি!:| আমি বললাম কি, সে বলল, কাকাই আমি না স্বপ্নে দেখি কাদের মোল্লার মুখে হিসু করতাছি!B-)B-)B-)

আমি তখন বললাম, হ মা খুব ভালো কাজ করেছ! :P:P:P

বিঃ দ্রঃ ইদানীং আমিও বাথরুমে গেলে কোমডের জায়গায় কাদের মোল্লা কে দেখি!:-*:-* মনে হয় কাদের মোল্লা আমার ত্যাগিও বস্তু গ্রহন করার জন্য হা করে বসে আছে! :P:P:P

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১২

বনলতা মুনিয়া বলেছেন: ভাতিজী জিন্দাবাদ :P :P :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৬

বাদল দিনের গান বলেছেন: জয় বাংলা ! B-) B-) B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.