নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

''হেফাজতে ইসলাম'' ইসলামের মুখোশ পরা জামাতিদের নতুন উত্তরসূরি! এক নতুন অপশক্তি! জঙ্গি সন্ত্রাস বাহিনী!!! এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।

১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৫

যদিও আগে কখনো শুনি নাই! ইদানীং শুনছি, নতুন আর এক ইসলামের সেবকের আবির্ভাব হইছে! তাদের দলের নামও নাকি ‘’হেফাজতে ইসলাম’’!! আমার জানামতে ইসলামের সেবায় বাংলাদেশে সবচাইতে জনপ্রিয় ছিল সাইদি উরফে মেশিন ম্যান !একাত্তুরে গন হত্যা, ধর্ষণ লুটপাট করার পরেও এই প্রজন্মের মূর্খ সহ বেশ সংখ্যক শিক্ষিত মূর্খ পর্যন্ত বিশ্বাস করতো মেশিন ম্যানের চরিত্র ফুলের মত পবিত্র! বেশিরভাগ মূর্খদের মতে সে ছিল ইসলামের সবচাইতে বড় এক পণ্ডিত! অথচ সেই বেক্তিই যখন নিজের স্বার্থের জন্য নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য, নিজের কামনা বাসনা (!) পুরন করার জন্য, মানুষের ধর্মের প্রতি দুর্বলতা কে কাজে লাগিয়ে দেশ টাকে পাকিস্তানী বানানোর জন্য, ইসলামের ভিতর কুসংস্কার ঢুকায়, তরুন হতাশা গ্রস্থ ছেলে দের ধরে ধরে ব্রেইন ওয়াস করে জিহাদের নাম করে মৃত্যুর মুখে ঠেলে দেয়! সন্ত্রাসী কার্যকলাপের সময় কুরআন কে ঢাল হিসেবে ব্যাবহার করে, মসজিদে অগ্নি সংযোগ করে, মসজিদের ভিতর বোমাফাটিয়ে ইসলামের সেবার নামে সাধারন মানুষের কাছে ইসলাম কে আজ যারা ভুল ভাবে উপস্থাপন করছে, যাদের কারনে ইসলাম কে আজ অনেকেই বাকা চোখে দেখতে বাধ্য হচ্ছে, যাদের জন্য মুসলমানরা আজ শুধুই সন্ত্রাস হিসেবে স্বীকৃতি পাচ্ছে, আমরা তো তাদের বিরুদ্ধেই আন্দোলন গড়ে তুলেছিলাম, এবং এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছি। তাহলে আজকের এই গন জাগরণ মঞ্চ কিভাবে ইসলাম কে অপমান বা অবমাননা করলো সেটাই আমার বোধ গম্য নয়!

অথচ আজকে যখন ইসলাম কে কুলসিত কারী, ইসলাম কে প্রকৃত অপমান কারীর বিরুদ্ধে যখন সারা বাংলার সাধারন জনগন সারাদেশ জুড়ে গণজাগরণ মঞ্চ গড়ে তুলছে, একের পর এক মহাসমাবেশ করে মানুষের ভিতর জনমত তৈরি করতে সমর্থ হয়েছে, ওদের কুকীর্তি সাধারন মানুষের কাছে ফাঁস করে দিচ্ছে, সেইসব ইসলাম বেশ ধারী কুলাঙ্গার দের বিচার করতে যখন সোচ্চার, সেখানে কত্থেকে এক হেফাজতে ইসলাম আইসা গণজাগরণ মঞ্চের লাখ লাখ মানুষকে আজ তারা নাস্তিকদের আন্দোলন বলে ঘোষণা দিচ্ছে, অপপ্রচার চালাচ্ছে! সমাবেশ পণ্ড করে আন্দোলন কে থামিয়ে দেবার পায়তারা করছে!

তাই আজ সর্ব সাধারনের কাছে একটাই প্রশ্ন, এরা কি সত্যিই ইসলাম কে হেফাজত করতে চায়, নাকি মেশিন ম্যান কে হেফাজত করতে চায়? তারা যদি সত্যিই ইসলাম কে হেফাজত করতে চাইত, তাহলে কোনদিনও তারা গণজাগরণ মঞ্চ কে টার্গেট করতো না! বরং তারা প্রজন্ম চত্বরের সাথে সংহতি প্রকাশ করতো! কারন গন জাগরণ মঞ্চ এখন পর্যন্ত একবারও ইসলামের বিরুদ্ধে কথা বলেনি। বরং যারা ইসলামকে কলংকিত করছে, তাদের বিরুদ্ধেই গণজাগরণ এর এই অহিংস আন্দোলন।

তাই হেফাজতে ইসলাম আর জামাত ইসলাম এই দুইয়ের মাঝে মানুষ আজ কোন পার্থক্য খুঁজে পাচ্ছে না! এরা ইসলামের মুখুস পরা জামাত ইসলামের নতুন উত্তরসূরি! তাইতো এরা আজ ইসলাম কে নয় বরং ইসলামের নাম করে যারা ইসলাম কে ব্যাবহার করে মানুষ কে ধর্মের দুহাই দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশে অরাজগতা সৃষ্টি করে দেশ টাকে পাকিস্তান বানানোর পায়তারা করছে, দেশে জঙ্গি তালেবানি শাসন বেবস্থা চালু করতে উঠে পড়ে লেগেছে! এবং তালেবানি শাসন বেবস্থার যে স্বপ্ন দেখে, সেই মেশিন ম্যান উরফে সাইদি কে বাচাতে তারা এই ষড়যন্ত্র করছে! তাই এদের নাম হেফাজতে ইসলাম না হয়ে হেফাজতে মেশিন ম্যান অথবা হেফাজতে তালেবান, অথবা হেফাজতে জামাত রাখাই ভালো ছিল! এই রকম ইসলামের মুখোশ পড়ে ভালো মানুষ সেজে আর কতদিন ? তাই খুব বেশিদিন দেরি নেই যেদিন জামাতের মত এরাও মানুষের চোখে ঘৃণার উপকরন হবে! আর আমাদের শুধু জামাত ইসলাম কে ব্যান করলেই হবে না! আমাদের কে ধর্ম নিয়ে রাজনীতি টাকেই নিষিদ্ধ করার লক্ষে লরতে হবে! তা না হলে এইরকম ইসলামের মুখোশ পড়ে আরও শত শত ইসলামের শত্রু পয়দা হবে। দেশে অস্থিরতা সৃষ্টি করবে। আরও হাজারটা মেশিন ম্যানের আবির্ভাব ঘটবে।

তাই আসুন আমরা জামাত – শিবিরের পাশা পাশি হেফাজতে ইসলাম কেও ব্যান করার জন্য আন্দোলন গড়ে তুলি। সকল ধর্ম কে শ্রদ্ধা করে ধর্ম প্রান মানুষ রা ধর্ম কে অন্তরে ধারন করি। এবং ধর্ম নিয়া রাজনীতি বন্ধ করি! তা না হলে আপনার আমার লাখো শহীদ ভাইয়ের রক্তে অর্জিত বাংলা আবার পাকিস্তানী দের হাতে চলে যাবে! হয়তো দেখা যাবে দুইদিন পর বাংলা ছেড়ে উর্দু বলা শুরু করতে হবে!

আসুন আমরা জেগে উঠি! অন্ধকার থেকে বেরিয়ে আসি। অন্ধ বিশ্বাসের জাল থেকে নিজেকে মুক্ত করি! মূল্যবোধ কে জাগিয়ে তুলি!

জয় আমাদের হবেই! জয় বাংলা!

মন্তব্য ৩১ টি রেটিং +১/-১

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬

বুড়া শাহরীয়ার বলেছেন: ভাই একটা জিনিস আমি বুঝি না............সাইদীর ইসলাম খারাপ মানলাম কিন্তু ভাল কোন ইসলাম? সেই ইসলাম সম্পর্কে জানব কোথা থেকে? নাকি এইটা আটমেটিকালি আমার ভিতরে জন্মায়ে যাবে?

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

বাদল দিনের গান বলেছেন: ইসলাম সম্পর্কে জানতে মেশিন ম্যান দের মত আলেম দের প্রয়োজন হয়না! প্রয়োজন নিরপেক্ষ চিন্তা ভাবনা ! হাদিস কুরআন পড়েন , তাহলেই জানতে পারবেন!

২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

আমরা তোমাদের ভুলব না বলেছেন: বুড়া শাহরীয়ার বলেছেন: ভাই একটা জিনিস আমি বুঝি না............সাইদীর ইসলাম খারাপ মানলাম কিন্তু ভাল কোন ইসলাম? সেই ইসলাম সম্পর্কে জানব কোথা থেকে? নাকি এইটা আটমেটিকালি আমার ভিতরে জন্মায়ে যাবে?
Click This Link

ইন্ডিয়া থেকে ইসলাম শেখা যেতে পারে।
ভারত মাতা কি জায় হো

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০০

বাদল দিনের গান বলেছেন: দেখেছি !
আপনিও তো ব্লগিং করেন! আপনি কি নাস্তিক? আমি বিঝতে পেরেছি আপনি নাস্তিক না ! নাস্তিক হইলে এই আন্দোলনে আপনাকেও পাশে পেতাম!তাহলে হেফাজতে ইসলামের কথা অনুযায়ী বাংলার সকল গণজাগরণ মঞ্চই নাস্তিকদের ! কারন ব্লগারদের ডাকে সারা দিয়েছিলো!
এই আন্দোলন বাঙ্গালীর আন্দোলন। এই আন্দোলন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে একজন মুসলমান যদি থাকতে পারে, একজন হিন্দু যদি থাকতে পারে একজন খ্রিষ্টান যদি থাকতে পারে, তাহলে একজন নাস্তিক থাকলেও আমি দোষের কিছু দেখি না! এখন পর্যন্ত কোন নাস্তিক মঞ্চে দাড়িয়ে বলে নাই যে ইসলাম নিষিদ্ধ কর! এখন পর্যন্ত কোন ব্লগার মঞ্চে দাড়িয়ে নবী কে নিয়ে কোন ধরনের কটূক্তি করে নাই! তাহলে কোন অপরাধে তাদের আন্দোলন করতে দেওয়া হবে না? তাহলে একই দোষে হিন্দু, খ্রিষ্টান রাও দায়ী! কারন তারাও তো ইসলামের শত্রু?
আমরাও রাজনীতি কিছু টা হলেও বুঝি!আপনার মত চোখ থাকিতে অন্ধ না! আপনাদের ঐ পাকিস্তানী সন্ত্রাসী ইসলাম এই বাংলার মাটিতে কোনদিন দারাতে পারেনি, পারবেও না!

৩| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

নিয়েল ( হিমু ) বলেছেন: উপরে একজন প্রশ্ন করেই ফেলেছেন । তাকে এই প্রশ্ন করার সুযোগটা কারা করে দিল ? পবিত্র ধর্ম শান্তির ধর্ম ইসলামকে তার কাছে প্রশ্ন বিদ্ধ ধর্ম কারা করল ?

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

বাদল দিনের গান বলেছেন: তাদের চোখে অল টাইম কালো চশমা!!! তারা এইসব দেখে না!

৪| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪১

এম আর সুমন বলেছেন: ভাই আপনার পোষ্টের প্রথম লাইনই হোল হেফাজতে ইসলাম নামটা প্রথম শুনলেন। ওকে। পরিস্থিতির কারনে নতুন সংগঠন জন্মায়।
কিন্তু আপনি শুনেই বুঝে গেলেন যে এটা জঙ্গি সংগঠন? আমিও তো আপনার লেখা দেখেই আপনার সম্পর্কে অনেক কিছু বুঝে গেলাম ভাই!!!
আমি শুধু একটা কথা জানতে চাই , হেফাজতের সাথে কোন কোন জামাতের বড় নেতা আছেন?
কওমী মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় সেখানে আছেন। কওমী মাদ্রাসার সাথে জামাতের আজীবনই শত্রুতা ছিল। তা বিএনপি আওয়ামী লীগের থেকেও বেশি।
হেফাজতে ইসলাম দেশের কোথায় কোথায় বোমা হামলা করেছে?
যদি বলতে না পারেন তবে এই দেশটাকে জঙ্গিবাদী প্রমানের জন্য যে ভারতীয় এজেন্ডা নিয়ে নেমেছেন , সে কারনে আপনাকে ফাঁসিতে ঝুলানো উচিত।
ফাসি চাই, ফাসি চাই। দেশদ্রোহীদের ফাসি চাই।

৫| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৪

বুড়া শাহরীয়ার বলেছেন: আমরা তোমাদের ভুলব না আপনাকে ধন্যবাদ ।চলেন আমরা সবাই মিলা ইন্ডিয়া থেইকা ইসলাম শিখে আসি তার পর পোস্ট দাতার মত করে পোস্ট দেই

৬| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৬

যোগী বলেছেন: হেফাজতিরা কই ছিল যখন জামাত-শিবির ১০ জন আলেম হত্যার পরিকল্পনা করেছিল?

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৪

বাদল দিনের গান বলেছেন: হেফাজতিরা কই ছিল যখন মসজিদে বোমা ফাটাইল, তারা কোথায় ছিল যখন মসজিদে অগ্নি সংযোগ করা হইলো? তারা তখন কোথায় ছিল, যখন পিকেটিং করার সময় কুরআন কে ঢাল হিসেবে ব্যাবহার করলো?
হেফজতিরা কোথায় ছিল, যখন তাদের পীরের ছবি চান্দে পর্যন্ত মই বেয়ে উঠে গেল?

৭| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৩

ফারহানা শারমিন বলেছেন: এই জে ভাই ইন্ডিয়ান যোগী। সবাইরে জামায়াত বানানোর তামাশা বন্ধ করেন।

কথাবার্তা একটু খেয়াল করে বলেন।

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৫

বাদল দিনের গান বলেছেন: আফা কি ইসলামী ছাত্রি সংস্থা না কি যেন নাম, সেখান থেকে বলছেন?

৮| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
কয়দিন পড়ে শুনা লাগবোওওও আওমী না করলে তুই রাজাকার তুই রাজাকার ---- ও তুই জামাতী তুই জামাতী


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ আনন্দের কমত্তি নাইক্কা

৯| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

বাংলাদেশি বাংগালী। বলেছেন: হেফাজতে ইসলাম দেশের কোথায় কোথায় বোমা হামলা করেছে?
যদি বলতে না পারেন তবে এই দেশটাকে জঙ্গিবাদী প্রমানের জন্য যে ভারতীয় এজেন্ডা নিয়ে নেমেছেন , সে কারনে আপনাকে ফাঁসিতে ঝুলানো উচিত

১০| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৫

হ্যারিয়ার টু বলেছেন:
এরা আলেম নামের জালেম। জামাত শিবিরের ভাড়াটে মোল্লা!
Click This Link

১১| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৬

সরোজ রিক্ত বলেছেন: যোগী, আলেম হত্যার খবর পুরাই বানানো।

লেখক, ব্লগে আওয়ামী লীগের বিরোধীতা করলেই ছাগু বলা হতো। এখন হেফাজতে ইসলামকে জামাত বলা হচ্ছে। আপনারা পারেনও। আপনারা মানুষ না, আওয়ামী লীগ।

১২| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৮

বাংলাদেশি বাংগালী। বলেছেন: chamcha

১৩| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

নিয়েল ( হিমু ) বলেছেন: হাটুর নিচে ব্রেন নিয়া ঘুড়লে যা হয় তার প্রমান কমেন্ট কারীদের কমেন্টে পাইতেছি ।
তো কওমির প্রথিনীধী গন @ আপনারা বলেন তো গন জাগরন মঞ্চ থেকে কবে কখন ইসলাম বিদ্ধেষী কথা বলা হৈছে ? শাহবাগ থেকে আলোচনার আহব্বান ঠিক কোন অযুহাতে উপেক্ষা করা হৈতেছে ?

এলার্টঃ কওমির আড়ালে ডিরেক্ট এবং ছুপা সম্প্রদায় মাঠে নামতেছে । কারন কওমিরা ২৩তারিখ প্রগ্রাম করবে । আর তাদের মতামতও এই হেফাজতী দের থেকে আলাদা ।

১৪| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০

আহসান২২ বলেছেন: jumar namaz porsor?koyjon shahbagi ajke 5 oakto namaj jamater sohit porbe?

১৫| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২১

কাঠুরে বলেছেন: এম আর সুমন বলেছেন: ভাই আপনার পোষ্টের প্রথম লাইনই হোল হেফাজতে ইসলাম নামটা প্রথম শুনলেন। ওকে। পরিস্থিতির কারনে নতুন সংগঠন জন্মায়।
কিন্তু আপনি শুনেই বুঝে গেলেন যে এটা জঙ্গি সংগঠন? আমিও তো আপনার লেখা দেখেই আপনার সম্পর্কে অনেক কিছু বুঝে গেলাম ভাই!!!
আমি শুধু একটা কথা জানতে চাই , হেফাজতের সাথে কোন কোন জামাতের বড় নেতা আছেন?
কওমী মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় সেখানে আছেন। কওমী মাদ্রাসার সাথে জামাতের আজীবনই শত্রুতা ছিল। তা বিএনপি আওয়ামী লীগের থেকেও বেশি।
হেফাজতে ইসলাম দেশের কোথায় কোথায় বোমা হামলা করেছে?
যদি বলতে না পারেন তবে এই দেশটাকে জঙ্গিবাদী প্রমানের জন্য যে ভারতীয় এজেন্ডা নিয়ে নেমেছেন , সে কারনে আপনাকে ফাঁসিতে ঝুলানো উচিত।
ফাসি চাই, ফাসি চাই। দেশদ্রোহীদের ফাসি চাই।


১০০% সহমত।

আর আপ্নে কইলেন, "গন জাগরণ মঞ্চ এখন পর্যন্ত একবারও ইসলামের বিরুদ্ধে কথা বলেনি"

আপনার কথা শুইনা আমার হাসি পাইতাছে। =p~

আপনি অস্বীকার করতে পারবেন "ধর্ম ভিত্তিক রাজনীতি, আইন করে বন্ধ কর" এই শ্লোগান মঞ্চ থিকা দেয় নাই??


মাদ্রাসা শিক্ষা অন্ধকারের শিক্ষা। মঞ্চ থেকে এই কথা কওয়া হয় নাই?? (আল জাজিরার ভিডিওতে কিন্তু আছে) ;)

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৪

বাদল দিনের গান বলেছেন: ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করা মানে ধর্ম কে বাদ নয়! গন জাগরণ মঞ্চ কখনোই ধর্মের বিরুদ্ধে কিছু বলেনাই, বলেছে ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধের কথা! আর যারা ধর্ম ভিত্তিক রাজনীতির হোতা তারা যে কত টা ধার্মিক এবং তারা যে কত টা ধর্ম কে শ্রদ্ধা করে তা আমরা সবাই জানি! মসজিদে বোমা ফাটানো, অগ্নি সংযোগ, এক হাতে কুরআন আর এক হাতে ককটেল নিয়ে রাস্তায় ত্রাস সৃষ্টি করা, এইসব বুঝি আপনাদের ধর্ম ভিত্তিক রাজনীতির আদর্শ? যদি তাই হয়ে থাকে তাহলে সব মুসলমানের উচিত এই ধরনের রাজনীতি কে কবর দেওয়া!

১৬| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩০

আমি বন্য বলেছেন: বাংলাদেশি বাংগালী। বলেছেন: হেফাজতে ইসলাম দেশের কোথায় কোথায় বোমা হামলা করেছে?
যদি বলতে না পারেন তবে এই দেশটাকে জঙ্গিবাদী প্রমানের জন্য যে ভারতীয় এজেন্ডা নিয়ে নেমেছেন , সে কারনে আপনাকে ফাঁসিতে ঝুলানো উচিত

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৬

বাদল দিনের গান বলেছেন: ভাই আজকেও তারা আশুলিয়া তে বোমা মেরেছে! আপনারা অন্ধ তাই আপনাদের চোখে এইসব দেখা দিবে না!

১৭| ১৫ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬

আলতামাশ বলেছেন: আমি বন্য বলেছেন: বাংলাদেশি বাংগালী। বলেছেন: হেফাজতে ইসলাম দেশের কোথায় কোথায় বোমা হামলা করেছে?
যদি বলতে না পারেন তবে এই দেশটাকে জঙ্গিবাদী প্রমানের জন্য যে ভারতীয় এজেন্ডা নিয়ে নেমেছেন , সে কারনে আপনাকে ফাঁসিতে ঝুলানো উচিত

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৩৯

বাদল দিনের গান বলেছেন: যারা জঙ্গিবাদে বিশ্বাসী এবং যারা বোমা বাজি করে আর যারা এইসব জঙ্গিবাদী দের মদদ দেয় তাদের মাঝে আমি কোন পার্থক্য দেখি না! জামাত- শিবির উগ্র পন্থী জঙ্গিবাদ ছাড়া আর কিছুই নয়। আর হেফাজতে ইসলাম এদের মদদ দাতা!

১৮| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৪২

দৃঢ় মানুষ বলেছেন: জামাতে ইসলাম আর হেফাজতে ইসলাম এক। মুদ্রার এপিঠ ওপিঠ।

১৯| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪০

কালো পতাকার খোঁজে বলেছেন: এতো ট্যাগিং হলে তো সমস্যা। পোস্টের ভাবই পরিবর্তন হয়ে যায়।

২০| ১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭

আলতামাশ বলেছেন: কোন জায়গায় মদদ দিছে?
প্রমাণ না দিতে পারলে বুঝমু, আপনি না জাইন্যাই ব্লগে ফাল পারেন

২১| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৩

উপরঅলা বলেছেন: আপনারা পারেনও। আপনারা মানুষ না, আওয়ামী লীগ।

২২| ১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৫

দি সুফি বলেছেন: জীবনে কোনোদিন কওমি মাদ্রাসার কোনো আলেমের সাথে কথা বলে দেখছেন?? মনেতো হয়না!

২৩| ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

বুড়া শাহরীয়ার বলেছেন: ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করা মানে ধর্ম কে বাদ নয়! গন জাগরণ মঞ্চ কখনোই ধর্মের বিরুদ্ধে কিছু বলেনাই, বলেছে ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধের কথা....দেখেন আমি এইটাই বলছি আপনারা ইসলাম সম্পর্কে ভাল ভাবে জানুন। আমাদের রাসুল ইসলামী রাজনীতি করে গেছেন। তিনি ইসলামি রাস্ত্র প্রতিসঠা করে গেছেন। ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধের কথা বলা মানে আশলেই ইসলাম ধর্মের একটা পার্ট কে বন্ধ করা।
......নাস্টিক দের সাথে আমাদের কোন প্রব্লেম থাকার কথা নয়া as long as তারা hate crime করবে না। থাবা বাবা যেটা করেছে এটা hate crime.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.