![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান সরকারের সাথে আমার দেশ পত্রিকার এক সাংঘাতিক এর একটি সাক্ষাৎকার!
সাঙ্ঘাতিকঃ গন জাগরণ মঞ্চ কে সাপোর্ট দেবার প্রধান কারন কি?
সরকারঃ আরে আমিতো গণজাগরণ মঞ্চ কে সাপোর্ট দিছি যেন দেশের তরুন সমাজ আবার আমাকে ভোট দেয় এই জন্য!
সাংঘাতিকঃ তাহলে তাদের আল্টিমেটাম গুলো কানে তুলছেন না কেন? জামাত শিবির নিষিদ্ধ করছে না কেন?
সরকারঃ ওরা যা চাইবো তাই কি দেওয়া যাইব? দেশ টা কি ওদের বাবার? এইটা কি মগের মুল্লুক? আমি যদি জামাত শিবির নিষিদ্ধ কইরা দেই তাহলে দেশ থেইকা অনেক সাধারণ মুসলমানের ভোট কইম্মা যাইব, সবাই আমার সরকার কে নাস্তিক সরকার কইবো, আমি নাস্তিক শব্দ ভয় পাই?
সাঙ্ঘাতিকঃ তাইলে মেশিন ম্যানের ফাঁসি দিলেন কেন?
সরকারঃ আল্লামা সাইদি সাহেবের ফাঁসির হুকুম হইছে তার কারন প্রজন্ম চত্বর যেন একটু ঠাণ্ডা থাকে এই জন্য। ফাঁসির হুকুম দিলেই তো আর ফাঁসি হইয়া গেলনা, তাইনা?
সাঙ্ঘাতিকঃ তাহলে পুলিশ দিয়ে শিবির ধুলাই দিতাছেন কারন কি?
সরকারঃ এইটাও এক ধরনের রাজনৈতিক খেলা! তাছাড়া এরা মাঝে মাঝেই আমার বড় আদরের ছাত্র লীগের পলাপাইনের উপর চড়াও হয়। তাই সুযোগে সৎ ব্যাবহার করতাছি! তাছাড়া পুলিশ এর উপর ছাগু গুলা জেইভাবে আক্রমন করে, তাই পুলিশ মামুরাও এই সুযোগে প্রতিশোধ নিতাছে!
সাঙ্ঘাতিকঃ তাহলে কি আমরা ধইরা নিমু আপনি জামাত শিবির নিষিদ্ধ করবেন না?
সরকারঃ আমারে কি পাগলা কুত্তায় কাম্রাইছে? নাকি আমি গোলাপির মত সুন্দরী তাই মেশিন ম্যান আমার দিকে নজর দিছে? আর আমি এই কারনে জামাত শিবির নিষিদ্ধ করমু?
সাঙ্ঘাতিকঃ বুঝলাম না!
সরকারঃ বুঝলেন না? আমি যদি জামাত কে নিষিদ্ধ করি তাইলে ভবিষ্যতে প্রয়োজন পড়লে কারে লইয়া জুট করমু?
সাঙ্ঘাতিকঃ কেন এরশাদ ভাই আছে না?
সরকারঃ ওইটা তো আর এক স্বৈরাচারী নায়ক! খালি হুয়াইট হাউস এবং প্রথম মহিলা সহ রাষ্ট্রপতির পদ চায়!
সাংঘাতিকঃ শেষ প্রশ্ন , শুনলাম আপনিও নাকি আন্ধার রাইতে চান্দে মেশিন ম্যান কে দেখছেন? সেখান থেইকা নাকি মেশিন ম্যান আপনাকে ব্লগে এবং ফেইসবুকে অবস্থান নেওয়া নাস্তিক দের ব্যান করার নির্দেশ দেয়?
সরকারঃ ঐ মিয়া আপনিও দেখি চুদুর বুদুর মার্কা প্রশ্ন করা শুরু করলাইন?
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৫
বাদল দিনের গান বলেছেন: হাসেন। তয় খেয়াল কইরা!
২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪১
আন্দোলন বলেছেন:
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
বাদল দিনের গান বলেছেন:
৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪১
নিয়েল ( হিমু ) বলেছেন: কি এইটা ?
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৮
বাদল দিনের গান বলেছেন:
৪| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো পোষ্ট। স্যাটায়ারের মাধ্যমে প্রকৃত অবস্থা তুলে ধরেছেন।
জামাত শিবির নিষিদ্ধে সরকার যদি আমতা আমতা শুরু করে, সরকারের বিরুদ্ধেই আন্দোলনের ডাক দেয়া দরকার। জামাত শিবিরের স্থান বাংলাদেশে হবে না। রাজনীতিতে দেশের স্বাধীনতা বিরোধী কোনো দলকে দেখতে চাই না। কোনো আপোষ নাই জামাত শিবির ইস্যুতে।
পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। জামাত শিবির নিপাত যাক। ভালো লেগেছে লেখার ধরন +++++
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৯
বাদল দিনের গান বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
জামাত শিবির নিপাত যাক!
রাজাকারের ফাঁসি চাই
জয় বাংলা!
৫| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৪
কাজী মামুনহোসেন বলেছেন: ধর্ষক, রাজাকারদের পক্ষ যারা নিবে তাদের কাউকেই ছাড় দেয়া হবে না।
সে যত বড় হ্যাডাম আলাই হইক !!!
উল্লেখ্য, আপনার কাল্পনিক এই লিখার বাস্তবতা কতটুকু জানি না, না জেনে কারও দিকে আঙুল ও উঠাব না।
তবে লিখা অসাধারন হয়েছে, সামনে এরকম আরও লিখা চাই....
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৪
বাদল দিনের গান বলেছেন: ধন্যবাদ! বাস্তব এর চেয়েও ভয়াবহ! বর্তমান অবস্থা যা দাঁড়িয়েছে তাতে কেও সমালোচনার উরধে নয়!
৬| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৭
বাংলাদেশী দালাল বলেছেন: সাঙ্ঘাতিক
২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১১
বাদল দিনের গান বলেছেন: আপনি আসলেই সাংঘাতিক!
৭| ২৭ শে মার্চ, ২০১৩ ভোর ৫:২৪
রুদ্র মানব বলেছেন: দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো পোষ্ট। স্যাটায়ারের মাধ্যমে প্রকৃত অবস্থা তুলে ধরেছেন।
জামাত শিবির নিষিদ্ধে সরকার যদি আমতা আমতা শুরু করে, সরকারের বিরুদ্ধেই আন্দোলনের ডাক দেয়া দরকার। জামাত শিবিরের স্থান বাংলাদেশে হবে না। রাজনীতিতে দেশের স্বাধীনতা বিরোধী কোনো দলকে দেখতে চাই না। কোনো আপোষ নাই জামাত শিবির ইস্যুতে।
পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। জামাত শিবির নিপাত যাক। ভালো লেগেছে লেখার ধরন +++++
সহমত ।
জামাত শিবির নিপাত যাক ,
বাংলাদেশ জিন্দাবাদ ।
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫৩
বাদল দিনের গান বলেছেন: জয় বাংলা!
৮| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:০৫
জাহাঙ্গীর জান বলেছেন: ব্যান বর্তমান বাংলা লিংকের দাম তাই । ভয়ংকর নেতা নেএী গণ দেরিতে হলেও বুঝতে পেরেছে এক দিন উনারা ইতিহাসের আস্হা কুড়ে নিক্ষিপ্ত হবেন । মত প্রকাশের আরও অনেক মাধ্যম আছে আন্তর্জাতিক
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২
বাদল দিনের গান বলেছেন:
৯| ২৭ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৫১
খালেদ পাভেল বলেছেন: +
২৭ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৫২
বাদল দিনের গান বলেছেন: ধন্যবাদ
১০| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৪
পত্রনবিস বলেছেন: ++++++++++
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
বাদল দিনের গান বলেছেন: জয় বাংলা!
১১| ২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০১
শায়েরী বলেছেন: লিখা অসাধারন হয়েছে
২৭ শে মার্চ, ২০১৩ দুপুর ২:৩৯
বাদল দিনের গান বলেছেন: আপনার নিক টাও অসাধারন!
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৩
মুচি বলেছেন: