নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

বাদল দিনের গান

আসুন আমরা আমাদের মূল্যবোধ কে জাগ্রত করি

বাদল দিনের গান › বিস্তারিত পোস্টঃ

মেডামের মাথায় এতো চালাক!!!

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:১৯

ইনফরমারঃ ম্যাডাম, পোলাপাইন তো অনশনে বইসা পড়ছে!



মেডামঃ কস্কি মমিন!! অনশনের হেতু কি? তারা কি আমার পতন চায় নি?



ইনফরমারঃ না মেডাম, পোলাইপান জামাত শিবির নিষিদ্ধের দাবী আর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে অনশনে বইছে!



মেডামঃ আগে কইবি না? তাইলে আর চিন্তা নাই! নাকে সুরেশ সরিষার তেল দিয়া ঘুমা!



ইনফরমারঃ তাইলে ঐ পোলাপাইনের কাছে কি বানী পাঠাইবেন?



মেডামঃ এতো কথা কইস না তো? আরে এরা মরবো না! এরা না খাইয়া অনসন করার পোলা না! তাছাড়া সারা বাংলার মানুষ যেখানে চিল্লাইয়া গলার ছাল তুইল্লা ফালাইল? আর তারপরেও আমি কিছুই শুনলাম না, সেখানে এই কয়টা চেংরা পোলার অনশনে আমি কর্ণপাত করমু তুই ভাবলি কেমনে?



ইনফরমারঃ মেডাম, আমি খবর নিছি, এরা খাটি অনশন কারী! এরা এখনো কিছু খায়নাই!



মেডামঃ শুন বোকা। এদের মত ১০/১২ টা পোলা না খাইয়া মইরা গেলে বড় জোর ১০/১২ টা ভোট কমবো। আর এই ১০/১২ টা ভোট না পাইলে আমি ফেল করতাম না!



ইনফরমারঃ মেডাম, এইবারও যদি এদের কে এইভাবে হতাশ করেন তাইলে কিন্তু এরা আপনার বিরোধী শ্লোগান তুলবো!



মেডামঃ আরে বোকা! বাংলার মানুষ এখন আর সেই সাহস রাখে না! তাছাড়া ওরা আমার আব্বার বানানো নৌকা টাকে খুব ভালবাসে! তাই যত কিছুই হোক নৌকা মার্কা যতদিন আছে ততদিন আমি ক্ষমতায় আছি!



ইনফরমারঃ তারা আপনার আব্বা আর তার নৌকারে বালা পায়। কিন্তু আপনারে আর বালা পাইতাছেনা! সাধারণ মানুষ ক্ষেইপা গেলে কিন্তু আপনারে নৌকা থেইকা নামাই দিয়া তারা নৌকা নিয়া যাবো গা!!



মেডামঃ কস্কি মমিন!!! তুইও দেখি আমারে ভয় দেখাবার লাগছস!!! তাইলে কি ওদের দাবী বিবেচনায় নিয়া আগামী নির্বাচনের ইশতেহার ঘোষণা দিমু?



ইনফরমারঃ দিতে পারেন। তয় তারা কিন্তু বাকীতে আর ভুলবে না! তারা এখন নগদ কামে বিশ্বাস করে! দাবী মিটাবেন তো ক্ষমতা ফিরা পাইবেন!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমাদের চেতনা, আমাদের প্রানের দাবি জামাত শিবির নিষিদ্ধ হওয়া।

এ নিয়ে ব্যাবসা, খেলা অনেক খেলেছে বিএনপি, আওয়ামীলীগ যা করছে স্রেফ থুতু দিতে মনচায়!!

আমার চেতনা নিয়ে খেললে আর দেরি নাই, তৃতীয় শক্তির উত্থান ঘটবে, ছাগুদের আদর এবং সোহাগ দেওয়া সব দল, বিরোধী হোক বা সরকার, জনগন প্রত্যাখ্যান করবে।

এইসব নৌকা-শীষ অনেক হইছে, জামাত শিবির নিষিদ্ধ না করলে দরকার হলে সরকার পতন ঘটিয়ে যুবসমাজ ক্ষমতা নিবে।

আমাদের প্রানের দাবি পূরণ করতে না পারলে সেই সব রাজনৈতিক দলরে পুছি না।

অবিলম্বে জামাত শিবির নিষিদ্ধ করতে হবে!! এই পথে আওয়ামীলীগ-বিএনপি যেই বাঁধা দিবে, লাইত্থাই সরায় দিতে হবে।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪০

বাদল দিনের গান বলেছেন: ভাই আপনার সাথে ১০০ ভাগ সহমত! কিন্তু এই ব্যাপারে কেও কেন এখনো জোরালো ভাবে আওয়াজ তুলতাছেনা সেটাই এখন আমার প্রশ্ন।

২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩০

রাসেল ভাই বলেছেন: অনশন কর্মসুচি পালনকারিদের ধন্যবাদ জানাই । ধিক্কার জানাই বিকালে শাড়ি পড়া সন্ধায় চুড়ি পরা কর্মসুচি দাতাদের ।

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪২

বাদল দিনের গান বলেছেন: যে যেভাবেই তার আন্দোলনের ভাষা প্রকাশ করুক না কেন, সবার উদ্দেশ্য কিন্তু একটাই! তাই আমরা কাওকে ধিক্কার না জানিয়ে সবাই ঐকমত হয়ে আন্দোলন আরও বেগবান করি! আমাদের দাবী আদায় করি! আর যদি তা না পারি তাহলে আসুন সবাই এক হই এবং এই সরকার কে ছুরে ফেলে নতুন ভাবে বাংলাদেশ সাজাই!

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:৫৮

চাচু বলেছেন: আন্দোলনের / অনশন কারিদের খবর কি বস? জামাত শিবির তো নিষিদ্ধ হয় নাই , তার মানে দুই একজন অনশনকারির তো মারা যাওয়ার কথা । শেষ খবর জানায়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.