![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একফালি চাঁদ, চাঁদের সমান
সুব্রত সামন্ত (বুবাই)
ক্লান্ত ফুলে শিশির তখন দু’এক ফোঁটা।
রাই কিশোরী এই বেলাতেও আদরে আঁকা।
একটু পরেই
ভিজব আমি ভিজবে তুমি এসব যখন খবর পড়ে ;
ঠিক তখনই
আতর মেখে রিং বেজে যায় রাইয়ের স্বরে।
তারপর পর পরই !
দরজায় ভেতর ব্যর্থ হয় আকাশ পাড়ের জোংস্না স্নান।
বলব কি আর !
ঘরের মধ্যেই এখন আমার একফালি চাঁদ, চাঁদের সমান।
Subrata samanta (bubai)
Manama , Bahrain.
16/10/2016
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৬ সকাল ১০:০৪
বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন!