![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকা শহরে পরিবহনগুলোতে নিয়মিত ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। বাড়তি ভাড়া দিতে হিমশিম খাচ্ছে অনেকেই।এমনকি বিআরটিসি বাসেও আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। যেমন-সরকারি হার অনুযায়ি মিরপুর থেকে উত্তরার ভাড়া ১৫ টাকার বেশি নয়, অথচ আদায় করা হচ্ছে ৩০ টাকা। একইভাবে মিরপুর টু নতুনবাজার রুটে চলা জাবালে নূর কিংবা আকিক পরিবহনে ভাড়া নেয় ২৫ টাকা যা ১২ টাকার বেশি হবার কথা নয়। বনশ্রী থেকে মৌচাক-মালিবাগের ভাড়া নেয়া হচ্ছে ১৮ টাকা যা কোনভাবেই ৫ টাকার বেশি নয়। আবার দেখুন মিরপুর থেকে মতিঝিল ভাড়া নেয়া হয় ২৪ টাকা, দুদিক থেকেই ফার্মগেট পর্যন্ত ভাড়া ১২ টাকা তাতে মাঝখানে যাত্রী যেখানেই নামুন না কেন ১২ টাকা দেয়া লাগবে। প্রায় প্রতিদিনই চোখে পড়ছে বাসের ভেতর ভাড়া নিয়ে পরিবহনকর্মিদের সাথে বাকযুদ্ধ। যা মারামারি পর্যন্ত গড়াচ্ছে কখনো কখনো। অনেকেই ১০/১৫ টাকার জন্য অযথা তর্ক করেন না অশান্তি এড়াতে। কিন্তু যারা নিয়মিত স্কুল-কলেজে বা অফিসে যাতায়াত করছেন তারা পড়ছেন চরম ভোগান্তিতে। বিআরটিএ যদি মনে করে ভাড়া নির্ধারন করে দিয়েই তাদের দায়িত্ব শেষ তাহলে এই সমস্যা বাড়বে। কারণ গত তিন বছরে পরিবহন মালিকরা দফায় দফায় ভাড়া বাড়িয়েছে প্রায় দেড় থেকে দুই গুন। নিম্ন-মধ্যবিত্ত মানুষ আর কতদিন সহ্য করবে এই ভাড়া সন্ত্রাস?
:-)তথ্যসূত্র: শিমুল মাহমুদ, বাংলাদেশ প্রতিদিন:-)
©somewhere in net ltd.