নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা পোস্ট- স্বপ্নবিলাসী

১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

আমার চলার পথটা কেবলই নদী হয়ে যায়

তুমি চলে গেছো তাই।



আমার দেখা স্বপ্নটা কেবলই দূরে সরে চলে যায়

স্বপ্নে তুমি ছিলে তাই।



আমার বানানো খেলাঘরে আজ

বর্গী এসে হামলা করে বার বার

তুমিহীন আমি একলা এখন তাই।



তবু আমি সেই ঘরে

তোমার ছবিটি টানিয়ে রেখেছি ভালোবাসার ক্যানভাসে।



যদি কখনও তোমার অস্তিত্বের অনুভবে

আমার চলার পথখানি আবার

মুখর আনন্দে ভরে উঠে !



যদি কখনও আবার

আমার স্বপ্নটা কাছে এসে

আমার হয়ে ধরা দেয় জীবনের বাতায়নে !

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

সামসজীব বলেছেন: দারুন হয়েছে

২| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

মাক্স বলেছেন: সুন্দর++++

৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৪

ফারাহ দিবা জামান বলেছেন: পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা
অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে============

আপনার প্রপিকের কথাটা অসাধারণ লাগলো।

নিজের মা আর সন্তানের কথা মনে হল।
ভালো থাকবেন।

কবিতা ভালো হয়েছে।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ কমপ্লিমেন্ট এর জন্য। আপনিও ভালো থাকবেন।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩০

akash144 বলেছেন: হেব্বি হইছে B-))

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

সািকল খান বলেছেন: আমার বানানো খেলাঘরে আজ
বর্গী এসে হামলা করে বার বার

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

সুফিয়া বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

আনু মোল্লাহ বলেছেন: লাগল তো বেশ ভাল।

১০| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

সুফিয়া বলেছেন: মন্তব্যটা তো হলো কবিতার ঢং এ।

ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.