![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
গতকাল যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যে, রাজনীতিবিদদের অবসরের বয়সসীমা থাকা উচিত। তিনি আরও বলেছেন যে, শেষ নিঃশ্বাস ত্যাগ না করা পর্যন্ত কোন রাজনীতিবিদ অবসরে যান না। তার মতে, সরকারীভাবে এবং দলীয় পর্যায়ে এর চর্চা হওয়া উচিত।
আমি মনে করি অত্যন্ত কঠিন একটি সত্য কথা বলেছেন মন্ত্রী ওবায়দুল কাদের। আমরা সাধারণ মানুষেরা বহুবার বহু অনাকাংখিত ঘটনার মুখোমুখি হয়ে এর বাস্তবতা উপলব্ধি করলেও এর বাস্তবায়ন কখনও ঘটেনি এদেশের রাজনীতিতে। কারণ, সাধারণের চাওয়া-পাওয়ার উপর নির্ভর করে আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের কর্মপন্থা বা ভবিষ্যত নির্ধারণ করেন না। যদিও তারা অহরহ বলে থাকেন যে, তারা দেশের জন্য ও দেশের জনগণের কথা চিন্তা করে অর্থাৎ জনগণের কল্যাণের কথা ভেবে রাজনীতি করেন। কিন্তু নিজেদের এই বক্তব্যের উল্টো পিঠটা নিয়ে তারা কখনও ভাবেন না। সেটা হলো জনগণকে কিছু দেয়ার বা জনগণের জন্য কিছু করার ক্ষমতাও এক সময় মানুষের লোপ পায় বা কমে আসে। সেই অবস্থায় ক্ষমতার চেয়ার বা দলীয় পদ আঁকড়ে থাকার যৌক্তিকতা কতটুকু ?
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ঠিক এটাই উপলব্ধি করেছেন। এখানে বলতে দ্বিধা নেই যে, বর্তমান সরকারের মন্ত্রীসভার এই একজন মন্ত্রীকে এখনও আমার নিকট সজ্জন বলে মনে হয়, যিনি নিজের কাছে নিজের স্বচ্ছতায় বিশ্বাসী। তাই দ্বিধাহীন চিত্তে উন্মুক্ত প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি অবলীলায় নিজেদের সম্পর্কে চরম সত্যি একটি কথা বলতে পেরেছেন। তার এই কথা হয়তো তার সহকর্মী রাজনীতিবিদদের অনেকেরই ভালো লাগবে না। এই ভালো না লাগার কারণেই অনেকের সৎ চিন্তা বা ইচ্ছের বাস্তবায়ন সম্ভব হয় না। এ প্রসংগে একটু পেছন দিকে ফিরে যাই। আমাদের হয়তো অনেকের মনে আছে যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একবার তার নিজের এমন একটি উপলব্ধির কথা জনসমক্ষে প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীতে এর কোন বাস্তবায়ন আমরা দেখিনি। শেখ হাসিনা যদি সেদিন তার উপলব্ধির বাস্তবায়ন ঘটাতে সক্ষম হতেন তাহলে আজ এর একটি নজীর সৃষ্টি হতো, যেটাকে হয়তো কেউ কেউ অনুকরণও করত।
যাই হোক। মন্ত্রী ওবায়দুল কাদেরকে সাধুবাদ জানাতেই হয় তার এমন একটি দ্ব্যর্থহীন উচ্চারণের জন্য। আমরা আশা করতে পারি যে, যথাসময়ে রাজনীতি থেকে অবসর নিয়ে তিনি অন্তত তার উপলব্ধির একটি নজীর তৈরী করবেন তার উত্তরসূরীদের জন্য।
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১
সুফিয়া বলেছেন: বোধহয় তাই। মন্ত্রী আপনার কমেন্টটা পড়েছেন কি না জানিনা। তবে কমেন্টটার আপনি সাধুবাদ পাবার দাবীদার। ধন্যবাদ।
২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০
এ.িট.এম. েমাসেলহ্ উিদ্দন জােবদ বলেছেন:
সাধুবাদ জানানোর বদলে আমি ও.কাদেরের ভবিষ্যত নিয়ে চিন্তিত হয়ে গেলাম। কারণ, "সংস্কারপন্থী" হিসেবে তাকে অভিষপ্ত হতে না হয়!!!
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩
সুফিয়া বলেছেন: এমনটা তো ভেবে দেখেনি। আপনার আশংকা যে অবাস্তব নয় তার উদাহরণ তো আমরা আগেই দেখেছি। এখন দেখা যাক সময় কি বলে।
ধন্যবাদ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭
মোহাম্মদ নাজমুল ইসলাম বলেছেন: বর্তমান রাজনীতিবিদদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হোক। নয়তো দেশ আরো অনেক পিছিয়ে যাবে।
সত্যই যদি কোন সজ্জন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে থাকেন, তবে তাকে আরো রাজনীতি করতে দেয়া উচিৎ। নয়তো রাষ্ট্রকে বঞ্চিত করা হবে।
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪
সুফিয়া বলেছেন: আপনার বক্তব্যের সাথে আমি একমত। ধন্যবাদ।
৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৬
হ্যারিয়ার টু বলেছেন: ম্যাডাম খালেদা একটা সম্মানজনক একজিট চাচ্ছিলেন অনেকদিন জাবত,
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৫
সুফিয়া বলেছেন: তাই নাকি ? জানতাম না তো ? তাহলে তো ব্যবস্থা একটা করতে হয়। কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে ?
ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪
শয়ন কুমার বলেছেন: এই ব্যাডার মন্ত্রীত্ব হারানোর খায়েশ হইছে !!!!!!!!!! তয় ব্যাডার কথার লগে কিন্তু ১০০% সহমত
১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৭
সুফিয়া বলেছেন: তবু তো সাহসিকতার একটি পরিচয় দিয়েছে। কারও তো সাহসও নেই।
©somewhere in net ltd.
১|
১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫
শিক কাবাব বলেছেন: মন্ত্রী মনে হয় আমার কমেন্টটা পড়েছিলেন।
এই লিংকের ৫ নাম্বার কমেন্ট।