নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা-- ফিরে যাই ফিরে আসি

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

আঁচলে বেঁধেছি খেলাঘর

শৈশবের ঝাঁপি থেকে তুলে আনা স্মৃতির বাসর

রাখালিয়া বাঁশি আর বাউলের গান

সেই স্মৃতিঘরে আজও জাগায় প্রাণ।

পদ্মপাতায় ঝরে পড়া বৃষ্টির দল

স্মৃতির সোনালী পাতায় হেসে উঠে খলখল।

বুনো প্রজাপতি উড়ে যেতে যেতে বসত যে পাতায়

আমার ভাবনার তরী আজও নোঙর ফেলে সেথায়।

লাল প্রজাপতির রঙিন শাড়ি, নীল প্রজাপতির পাড়

ঘাস ফড়িং এর দল উড়ে যেতে যেতে ফিরে দেখত বার বার।

আজ শাড়ির আঁচলে খেলাঘর বেঁধেছি

বেঁধেছি রঙিন সময়

কুয়াশার চাদর সরিয়ে দু'হাতে আশার সূর্যোদয়।



পদ্মফোটা পুকুরে জলকেলীর দল নাইতে নেমে

কাখের কলসী ভরতে হবে সেকথা যেতো ভুলে

শূণ্য কলস ভেসে যেতো পুকুর পাড়ের পাণে

শূণ্যতা তার ভরে থাকত জলকেলীদের খুনসুটিতে।

বাঁশ বাগানের মাথার উপর চাঁদের মুখটি দেখে

রূপকথার গল্পরা সব বসত পাশে ঝেঁকে

মায়ের মুখের সেসব গল্প আজও জেগে আছে

খেলাঘরের স্মৃতির পাতায়, প্রতি ভাঁজে ভাঁজে।

আঁচলে বেঁধেছি সেই খেলাঘর

আমার স্বর্ণালী দিনের সুখের নহর

বইছে সতত, বইবে বহতা নদীর মতো

আমি শুধু তুলে নিই স্বপ্নীল দিনের স্মৃতিরেণু যত।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দারুন লাগলো, কবিকে শুভেচ্ছা!!!

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আমার কবিতাখানি পড়ার জন্য। ভালো থাকবেন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

প্রতীতি বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

সুফিয়া বলেছেন: আপনার চলে যাওয়া কিন্তু চাইনি। চাই বার বার ফিরে আসুন এখানে, ঠিক এভাবে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.