![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আমাকে মেঘ হয়ে অজানায় ভাসতে দাও
আমাকে বৃষ্টি হয়ে পৃথিবীতে ঝরতে দাও।
আমি দূর নীলিমায় হারিয়ে গিয়ে
অচেনা লুকালয় থেকে
একমুঠো ভালোবাসা তুলে আনব তোমার জন্যে।
আমি বৃষ্টি হয়ে পৃথিবীর বুকে
সম্ভাবনার মরু-প্রান্তরে
শূণ্যতা ভরিয়ে দিব ভালোবাসার অংকুরোদগমে।
আমাকে ফুল হয়ে ফুটতে দাও
আমাকে পাখি হয়ে উড়তে দাও।
আমি ফুল হয়ে ফুটে পৃথিবীর বুকে
শুদ্ধতার সৌরভ ছড়াতে চাই।
আমি পাখি হয়ে উড়ে গিয়ে
নতুন জীবনের বারতা বিলাতে চাই।
আমি ফুল-পাখি হয়ে দূরন্ত ঝড়ের মুখে
সাহসের বাণী শুনাতে চাই।
আমি চাই, আরও অনেক কিছু চাই।
আমি সুর হয়ে সবার প্রাণে
সুখের আবেশ ছড়াতে চাই।
আমি গান হয়ে পৃথিবীর বুকে
চিরদিন বেঁচে থাকতে চাই।
আমি যাদুর কাঠি হয়ে
সবার মুনের কলুষতা মুছে দিতে চাই
হিংসার হানাহানি থেকে পৃথিবীকে মুক্তি দিতে চাই।
আমার চাওয়া আমার সাধ্যকে ছাড়িয়ে যায়।
তবুও আমি চাই, আরও বেশী করে চাই।
আমি ভালোবাসতে চাই, ভালোবাসা চাই।
পৃথিবীকে ভালোবাসার স্বর্গ বানাতে চাই।
মানুষের মনকে বিশ্বাসের মন্দির বানাতে চাই।
তাই আমি মেঘ হয়ে ভেসে গিয়েও
পাখি হয়ে উড়ে গিয়েও
আবার পৃথিবীতে ফিরে আসতে চাই।
সবশেষে আমি যা পাই
তার তুলনা নাই।
আমি ভাবুক হয়ে কবিতা ও গানে
মেতে উঠি সৃষ্টি সুখের উল্লাসে।
মানুষের পথচলায় সময়ের বাঁধা ঠিকানায়
সফলতার মশাল জ্বালাই প্রতি আঙিনায়।
আমি রাতের আকাশে চাঁদ হয়ে উঠি
আর ভোরের আকাশে আলো হয়ে ফুটি।
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৬
সুফিয়া বলেছেন: আপনার ভালো লাগায় আমার উৎসাহ আরও বেড়ে গেল। ধন্যবাদ পড়ার জন্য।
ভাল থাকবেন।
২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০
স্বপ্নচূড়ায় আমি বলেছেন: পৃথিবীকে ভালোবাসার স্বর্গ বানাতে চাই।
মানুষের মনকে বিশ্বাসের মন্দির বানাতে চাই।
sundor's,,,,,,,,,,,,,,,,
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।
৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০
হারানো ওয়াছিম বলেছেন: ভালো লাগলো কবি ++
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২০
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।
৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮
শাহজাহান মুনির বলেছেন: আমি রাতের আকাশে চাঁদ হয়ে উঠি
আর ভোরের আকাশে আলো হয়ে ফুটি।
অনেক অনেক ভাললাগা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২
সুফিয়া বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।
ধন্যবাদ পড়ার জন্য।
৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: অনেক চাওয়া। আশা করি আপনার সব চাওয়া পূর্ণ হবে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
সুফিয়া বলেছেন: সব মানুষের মনেই এরকম অনেক চাওয়া থাকে। কিছু বা সাধ্যের মধ্যে কিছু বা সাধ্যাতীত। কামনা করছি আপনার সব চাওয়াও যেন পূর্ণ হয়।
ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
লেখোয়াড় বলেছেন:
++++++++++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
প্রতীতি বলেছেন: ভাল লাগল।+++
কেমন আছেন?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬
সুফিয়া বলেছেন: আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। নতুন সন্তানের আগমনের সুখের প্রতীক্ষার মতো বই মেলায় আমার নতুন দুটো বই আসবে, সেই প্রতীক্ষায় আছি।
আমার কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
সোমহেপি বলেছেন: শান্ত রসের কবিতা।
শুভকামনা।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সুফিয়া বলেছেন: কবতার ভাবটা বেশ সুন্দর বর্ণনা করলেন। ভালো লাগল।
আপনার জন্যও শুভকামনা রইল।
ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪
এম এম কামাল ৭৭ বলেছেন: আমার চাওয়া আমার সাধ্যকে ছাড়িয়ে যায়।
তবুও আমি চাই, আরও বেশী করে চাই।
আমি ভালোবাসতে চাই, ভালোবাসা চাই।
একেবারে আমার মনের কথা। অনেক সুন্দর হয়েছে আপু।