![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
এ বাংলাদেশ!
হঠাৎ জেগে উঠা কোন বাংলাদেশ নয়।
বিয়াল্লিশ বছর ধরে
মুক্তিযুদ্ধের গভীর চেতনাবোধ থেকে
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এ বাংলাদেশ!
হঠাৎ জেগে উঠা কোন বাংলাদেশ নয়।
একাত্তরে যারা আমার মা বোনের
ইজ্জত লুটে নিয়েছিল
পাকিস্তানী হায়ানাদের সাথে আনন্দে মেতে
তাদের ফাঁসির দাবীতে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এ বাংলাদেশ !
হঠাৎ জেগে উঠা কোন বাংলাদেশ নয়।
একাত্তরে আমার মুক্তিযোদ্ধা ভাইয়ের বুকে
গুলি চালিয়ে সোনার বাংলার পবিত্র মাটিকে
রক্তাক্ত করেছিল যারা
তাদের ফাঁসির দাবীতে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এ বাংলাদেশ !
হঠাৎ জেগে উঠা কোন বাংলাদেশ নয়।
একাত্তরে আমার বোনের হাতের
টকটকে মেহদীর রং মুছে দিয়ে
তাকে সাদা শাড়ি পরতে বাধ্য করেছিল যারা
তাদের ফাঁসির দাবীতে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এ বাংলাদশ !
হঠাৎ জেগে উঠা কোন বাংলাদেশ নয়।
একাত্তরে আমার মায়ের বুক খালি করে
তাকে সারা জীবন ধরে
চোখের জলে ভাসিয়েছে যারা
তাদের ফাঁসির দাবীতে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এ বাংলাদেশ !
হঠাৎ জেগে উঠা কোন বাংলাদেশ নয়।
একাত্তরে আমার দেশের বুদ্ধিজীবিদের
নির্বিচারে হত্যা করে
জাতিকে মেধাশূণ্য করতে চেয়েছিল যারা
তাদের ফাঁসির দাবীতে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এই বাংলাদেশ আমরা আগে কখনও দেখিনি।
আমার মায়ের বুকের আহাজারী আর
বোনের বুকের চাপা কান্নার
প্রতিশোধ নিতে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এই বাংলাদেশ আমরা আগে কখনও দেখিনি।
দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে
নিস্কলুষ রাখার প্রত্যয়ে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এই বাংলাদেশ আমরা আগে কখনও দেখিনি।
দেশকে অভিশাপমুক্ত করতে
তারুণ্যের হাত ধরে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
এই বাংলাদেশ আমরা আগে কখনও দেখিনি।
লাখো শহীদের বিদেহী আত্মা আর
আমার মা-বোনদের পবিত্র ত্যাগের প্রতি সম্মান জানাতে
আমাদের উত্তরসূরীদের হাত ধরে জেগে উঠা
এ এক নতুন বাংলাদেশ।
স্যালুট তোমায়, নতুন বাংলাদেশ !
স্যালুট তোমাদের, গণজাগরণের সৈনিকেরা !
জয় তোমাদের হবেই।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫০
সুফিয়া বলেছেন: এ আওয়াজ এখন নিঃশ্বাস প্রশ্বাসে এমনিতেই বাজছে। কাজেই আমাদের জয় রুখবে এমন সাধ্য কার ?
২| ১১ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৬
সুমন আহমাদ স্বাধীন বলেছেন: জয় বাংলা......
১৩ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
সুফিয়া বলেছেন: জয় আমাদের হবেই। ভোর আসবেই, আলো ঝলমলে ভোর।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫
অজানাবন্ধু বলেছেন: জয় বাংলা...........
ইনশাল্লহ জয় আমাদের হবেই।
যে যেখানে আছেন
আওয়াজ তুলুন
জয় বাংলা।