![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
সমমনা বারটি ইসলামী দল আজ বাদ জুমা সারাদেশে যে সহিংস তান্ডব চালিয়েছে এরপরও ভন্ড ধর্মপরায়ণতা নিয়ে কারও মাঝে কি কোন দ্বিধা আছে ? ওরা আজ পরিকল্পিতভাবে মসজিদে ঢুকেছিল। বলা যায় ওদের উদ্দেশ্য ছিল জুমার নামাজ পড়া নয়, আসল উদ্দেশ্য ছিল সহিংস তৎপরতা চালানোর জন্য সমবেত হওয়া। মসজিদকে এরা এই উদ্দেশ্যেই ব্যবহার করেছে।
আর এর পরের দৃশ্যাবলী তো সবাই দেখেছেন। মসজিদে জুমা পড়তে আসা নিরীহ মুসুল্লীদেরকেও এদের কারণে পড়তে হয়েছে বিপাকে। আমাদের জাতীয় মসজিদকে ওরা ওদের নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করেছে। সেখান থেকে ইট-পাটকেল-টিয়ারসেল নিক্ষেপ করেছে। ওদের এই কাজের জন্য জাতীয় মসজিদের পবিত্রতা ক্ষুন্ন হয়নি। অথচ আজ যদি পুলিশ মসজিদে ঢুকে ওদেরকে প্রতিহত করত তাহলেই ইসলাম ঝান্ডাধারী এইসব ভন্ডরা তেড়ে আসত এই বলে যে, সরকারের আইন-শৃংখলা বাহিনী মসজিদকে অপবিত্র করেছে। যেন ওরাই সাচ্চা মুসলমান, মসজিদ ওদের ইচ্ছেমতো ব্যবহার করার জন্য !
আর ওদের দেশপ্রেম ! তার নমুনাও তো আর একবার দেখাল ওরা আজ। জাতীয় পতাকা ছিঁড়েছে, শহীদ মিনার অবমাননা করেছে। আর কি বাকী আছে ? এরপরও ভন্ড দেশপ্রেমী আর ভন্ড ইসলামপ্রেমীদের হয়ে এখনও যারা সুর তোলেন, তাদের জন্য এই মুহূর্তে ঘৃণা প্রকাশ করা ছাড়া আর কিছু বোধহয় করার নেই আমাদের।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩
সুফিয়া বলেছেন: একজন মুসলমান কতৃক আর একজন মুসলমানকে নাস্তিক বলাও ইসলাম বিরোধী। অথচ এ কাজটাও এই ইসলাম নামধারী দলগুলো অহরহ করছে।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৩
গেস্টাপো বলেছেন: জনাব নিজের চোখে ঘটনা দেখেছি।বাংলাদেশী মিডিয়াকেও দেখলাম হলুদ সাংবাদিকতা
বাংলাদেশী মুসলিমরা কুকুর-বিড়ালের মত মরুক।এই দেশ নাস্তিকদের,মুসলিমদের না।প্রতিবাদ করতে নামলে গুলি খেয়ে মরতে হবে